বর্তমানে মোবাইল আমাদের জিবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাড়িয়েছে। আমরা আমাদের সকল তথ্য এখন মোবাইলে সংরক্ষন করে রাখি। কিন্ত আমাদের অনেকেরই অসাবধানতার কারণে আমাদের মোবাইলটি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। যার ফলে আমাদের মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য গুলোও হারিয়ে যায়। আপনাদের এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই আজকের আমারই টিউনটি। আজকের টিউনে দেখাবো যদি আপনার মোবাইল চুরিও হয়ে যায় আপনি কিভাবে চোরের ছবি সহ তার লাইভ লোকেশন পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
চোরকে ধরার জন্য তার ছবি এবং লোকেশন পাওয়ার জন্য আমাদের মোবাইলে একটি অ্যাপ থাকতে হবে। যার মধ্যে আমরা সহজেই চোরকে ধরতে পারবো। অ্যাপটির নাম হচ্ছে CrookCatcher। এটি একটি খুবই জনপ্রিয় অ্যাপ যার প্লে স্টোরে রেটিং হচ্ছে 4.2 স্টার। তো বুঝতেই পাচ্ছেন অ্যাপটি কতটা জনপ্রিয় তাই এটি ব্যবহার করলে আপনার মোবাইলের কোন প্রকার সমস্যা হবে না।
অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। তারপর সার্চ বারে অ্যাপটির নাম সার্চ করবেন। তাহলে নিচের মতো একটি অ্যাপ দেখতে পাবেন।
তারপর এটি ইনস্টল করে নিবেন এবং ইনস্টল হওয়ার পর অপেন করবেন। অপেন হওয়ার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে আসার পর আপনি শুধু এখানে থাকা অ্যারো বাটনটিতে ক্লিক করে দিবেন।
এখানে আপনার কাছে অ্যাপটি অ্যাক্টিভ করার জন্য বলতেছে। আপনি অবশ্যই অ্যাপটি অ্যাক্টিভ করে নিবেন তা না হলে অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। অ্যাপটি অ্যাক্টিভ করার জন্য ACTIVATE NOW বাটনে ক্লিক করুন।
এখানে আসার পর আপনি চাইলে লেখাগুলো পড়ে নিতে পারেন। তারপর নিচে থাকা ACTIVE বাটনে ক্লিক করুন।
এবার দেখতে পাবেন আপনার অ্যাপটি আপনার মোবাইলে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি শুধু মাত্র NEXT বাটনে ক্লিক করুন।
এই পেজে আপনার কাছে জানতে চাইবে কয়বার ভুল পাসওয়ার্ড দিলে আপনার কাছে চোরের ছবি এবং লোকেশন চলে আসবে। আপনার যদি দুইবার দিতে মন চায় তাহলে দুইবারে ক্লিক করে NEXT বাটনে ক্লিক করুন।
অ্যাপটি আপনার কাছে আপনার ইমেইলটি দিতে বলতেছে। আপনি চাইলে ইমেইল না দিয়ে নিচে থাকা SKIP বাটনে ক্লিক করতে পারেন। কিন্ত এটি কখনোই করবেন না কারণ আপনার মোবাইলটি যখন চুরি হয়ে যাবে এবং চোর আপনার মোবাইলটির লক খুলতে যাবে তখন তার ছবি এবং লোকেশন চলে আসবে আপনার দেওয়া ইমেইলে। এখন আপনি যদি ইমেইল না দেন তাহলে মোবাইল চুরি হয়ে যাওয়ার পর তার ছবি এবং লোকেশন পাবেন না সেজন্য ইমেইল টি দিয়ে দিবেন। তার জন্য ACTIVATE NOW বাটনে ক্লিক করুন।
এখানে আপনাকে একটি এলার্ট ম্যাসেজ দিচ্ছে আপনি সোজা AUTHENTICATE বাটনে ক্লিক করুন। তারপর মোবাইল থেকে আপনার ইমেইলটি সিলেক্ট করে পারমিশন দিয়ে দিন।
যেহেতু যখন চোর আপনার মোবাইলের লক খুলতে যাবে তখন তারপর ছবি এবং লোকেশন ট্রাক করে ফেলবে সেজন্য আপনার মোবাইলের ক্যামেরা লোকেশন এবং মেমোরির পারমিশন চাচ্ছে। আপনি তিনটার পারমিশনই দিয়ে দিবেন তারপর NEXT বাটনে ক্লিক করুন।
এখন আপনার সম্পূর্ণ কাজ শেষ। সবকিছু সঠিকভাবে কাজ করতেছে কি না দেখার জন্য TRY IT NOW বাটনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইলটি লক হয়ে যাবে। আপনি আপনার মোবাইলের লকটি ভুল দিবেন ততবার যতবার অ্যাপটি সেটিং করার সময় দিয়েছেন। তারপর মোবাইলের সঠিক লকটি দিবেন। এখন ছবি এবং লোকেশন এসেছে কি না দেখার জন্য অ্যাপটি অপেন করবেন।
অ্যাপটি অপেন হওয়ার পর ছবি এবং লোকেশন দেখার জন্য অ্যাপের উপরে থাকা অপশন গুলো থেকে ডান পাশের অপশনটাতে ক্লিক করুন।
এখানে আপনি সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন ছবিগুলো। তারপর এখান থেকে যেকোন একটিতে ক্লিক করুন।
এখানে আপনি উপরে লোকেশন এবং নিচে ছবি দেখতে পাবেন। আমার মোবাইলে সমস্যা থাকার কারণে লোকেশন দেখাচ্ছে কিন্ত আপনার এখানে কোন সমস্যা না থাকলে উপরে লোকেশন দেখাবে। কিন্ত এখানে একটি সমস্যা রয়েছে, সেটি হলো চোরের ছবি এবং লোকেশন দেখার জন্য তো আপনাকে আপনার মোবাইলে থাকা অ্যাপটাতে প্রবেশ করতে হচ্ছে কিন্ত মোবাইল তো চুরি হয়ে যাবে তাহলে কিভাবে দেখবেন? সেজন্য দেখবেন আপনার ইমেইলে একটি ইমেইল গেছে সেটি অপেন করবেন অন্যকোন মোবাইলে আপনার ইমেইলটি লগিন করে।
তাহলে এই রকম দেখতে পাবেন উপরে রয়েছে চোরটির ছবি এবং নিচে রয়েছে তার লোকেশন দেখার অপশন। লোকেশন দেখার জন্য OPEN IN GOOGLE MAPS বাটনে ক্লিক করুন। এখন আপনি লোকেশনের মাধ্যমে সহজেই চোরটিকে ধরতে পারবেন।
আশাকরি টিউনটি ভালো লেগেছে। আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।