হ্যালো টেকটিউনস কমিউনিটি! আশা করছি সবাই ভাল আছেন। আশাকরি ইতিমধ্যে আপনারা আমার সম্পর্কে একটা ভাল ধারণা পেয়েছেন। আমি মূলত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিউন করে থাকি, কখনো কখনো বিভিন্ন কোম্পানি অভ্যন্তরীণ বিষয় নিয়ে করি বিশ্লেষণাত্মক মূলক টিউন, তাছাড়া প্রতিদিন প্রকাশ করে যাচ্ছি টেক নিউজ।
এরই ধারাবাহিকতায় প্রথমবারের মত সিদ্ধান্ত নিয়েছিলাম একটি চেইন টিউন করলে কেমন হয়? আর সেটা যদি আপনাদের মন ভাল করে দেয়? তাহলে তো কথাই নেই। আমি আপনাদের সামনে শীঘ্রই নিয়ে আসতে চলেছি গুগলের দারুণ কিছু অজানা ফিচার নিয়ে, যেগুলো আপনাকে অবাক করে দেবে! ভাববেন এটাও সম্ভব!
তো আপনাকে কি করতে হবে? আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, টেকটিউনসের এর একটা নিয়ম রয়েছে যেখানে সবার টিউন স্ক্রিনে সব টিউনারদের টিউন সব সময় শো করে না। আপনি যাদের ফলো করবেন তাদের টিউনই আপনাকে বেশি দেখানো হবে। সুতরাং আমার এই চেইন টিউন সহ, বাকি সব গুলো টিউন নিয়মিত পেতে হলে, আমার প্রোফাইলে ফলো করে রাখুন, টিউমেন্ট করুন, টিউন জোস করুন।
আমরা প্রতিদিনই বিভিন্ন কাজে গুগল ব্যবহার করছি, কিন্তু আমরা অনেকেই জানি না গুগলে রয়েছে কিছু হিডেন ফিচার, । সেই হিডেন ফিচার গুলো আপনাদের সামনে নিয়ে আসতেই আমার এই চেইন টিউন।
গুগলের সেই ফিচার গুলোকে গুগল Easter Eggs বলা হয়। আর আমার এই চেইন টিউনে আপনাকে পরিচয় করিয়ে দেবে গুগলের ৭০ টিরও বেশি Easter Eggs এর সাথে।
গুগলের Easter Eggs গুলো আপনাকে একই সাথে যেমন কাজ থেকে একটু রিফ্রেশ করবে তেমনি, এগুলো দিয়ে করে ফেলতে পারবেন দৈনন্দিন বিভিন্ন কাজ। আপনি Easter Eggs গুলো দিয়ে কখনো কখনো খেলতে পারবেন আপনার পুরনো দিনের গেম গুলো। চলুন দেখে নেয়া যাক কি কি পাচ্ছেন এই চেইন টিউনে,
এছাড়াও আরও ৭০ টিরও বেশি গুগল Easter Eggs! সম্পর্কে জানতে পারবেন আসছে এই চেইন টিউনে।
আজকে এতটুকুই ধারণা নিয়ে রাখুন, সামনে বিস্তারিত নিয়ে আসছি, দেখতে পারবেন অনেক কিছু, জানতে পারবেন অনেক হিডেন ফিচার সম্পর্কে৷ সে পর্যন্ত সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
আর এই ঘোষণাটি যত পারুন শেয়ার করুন। আমাকে টেকটিউনসে ফলো করুন। আমার টিউন গুলো জোসস করুন।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
Nice post