টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন। আজকে কথা বলব Zorin OS এর নতুন আপডেট নিয়ে।
সম্প্রতি Zorin OS রিলিজ করেছে তাদের Zorin OS 15.3 ভার্সন। কোম্পানি বলছে এটি তাদের সবচেয়ে এডভান্স এবং জনপ্রিয় সফটওয়্যার রিলিজ।
যারা এখনো Zorin OS কি জানেন না তারা আগের দুই পর্ব থেকে ঘুরে আসতে পারেন।
২০১৯ সালের জুনে প্রথম বারের Zorin OS 15 রিলিজ করার পর এটি ১.৭ মিলিয়ন বারেও বেশি ডাউনলোড হয়। জানা গেছে এই ডাউনলোড গুলোর ৬৫% এর মত করা হয়েছে Windows এবং macOS থেকে। কোম্পানিটি বলছে বর্তমান ইউজাররা এখন লিনাক্স এর দিকে ঝুঁকছে। তারা আরও জানায়, Zorin OS 15 কে আরও পাওয়ার-ফুল, আক্সেস যোগ্য, এবং ইউজার ফ্রেন্ডলি করতে কাজ করে যাবে।
Zorin OS বলে, "আগের ভার্সন রিলিজের পর থেকে বিশ্ব দারুণ পরিবর্তন হয়েছে, আমরা নতুন ভার্সনকে আরও কার্যকর করতে, আপনার কাজ, গেমিং এ সহায়তা করবে এমন অনেক ফিচার নিয়ে আসছি। "
Zorin OS এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপ হচ্ছে LibreOffice এবং নতুন আপডেটের পর এটিকে আরও উন্নত করা হয়েছে। তারা রিলিজ দিয়েছে LibreOffice 6.4.6 যা আগের চেয়ে অনেক বেশি স্ট্যাবল। LibreOffice 6.4.6 এর মাধ্যমে আগের চেয়ে আরও দ্রুত এবং কার্যকর ভাবে কাজ করা যাবে। জানা গেছে রিমোট ওয়ার্কের জন্যও এটি দারুণ উপযুক্ত। LibreOffice 6.4.6 এর নতুন আপডেট গুলো ছিল।
LibreOffice ছাড়াও অন্যান্য অ্যাপ গুলোতেও দারুণ সব আপডেট এসেছে। আপডেট গুলোর ফলে অ্যাপ গুলো হয়েছে আরও দ্রুত এবং কার্যকর।
অ্যান্ড্রয়েড ডিভাইসকে কানেক্ট করার জন্য Zorin Connect অ্যাপটিতে এসেছে দারুণ কিছু পরিবর্তন,
Zorin OS 15.3 ভার্সনটি তৈরি করা হয়েছে Linux kernel version 5.4 দিয়ে এবং যা Ubuntu 20.04 ভার্সনেও ব্যবহৃত হয়েছিল। এটি আগের চেয়ে আরও বেশি হার্ডওয়্যারে চলতে সক্ষম। যা সম্প্রতি Intel এর ঘোষণাকৃত 11th generation Core Processors এবং আপকামিং AMD Processors গুলোতেও কাজ করে। এবং এই বিষয়টি পরিষ্কার, এখন Zorin OS চলবে আরও ডিভাইসে।
আপডেটের পর Zorin OS অপারেটিং সিস্টেম এর Security, Compatibility, এবং Performance ও বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে অনেক বেশি। Zorin OS 15.3 এর নতুন সিকিউরিটি Patches এর মাধ্যমে নিরাপদ থাকবে অপারেটিং সিস্টেমের সমস্ত অ্যাপ।
তবে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত তারা Zorin OS 15 কে সাপোর্ট করে যাবে এবং সফটওয়্যার আপডেট দেবে।
আপনার ইতিমধ্যে Zorin OS 15 ইন্সটল দেয়া থাকলে সফটওয়্যার আপডেট থেকে Zorin OS 15.3 ভার্সন ইন্সটল দিয়ে দিতে পারেন। তাছাড়া তাদের যেকোনো ভার্সন পেতে তাদের অফিসিয়াল পেজ তো আছেই,
অফিশিয়াল সাইট @ Zorin OS
অফিসিয়াল সাইট থেকে আপনি Zorin OS 15.3 এর সকল ভার্সনই ডাউনলোড করতে পারবেন।
আপনি ইতিমধ্যে Zorin OS 15 Ultimate কিনে থাকলে আগের ইমেইল ব্যবহার করে Zorin OS 15.3 Ultimate অথবা Ultimate Lite ডাউনলোড করে নিতে পারবেন।
যারা আমার আগের টিউন গুলো থেকে Zorin OS ইন্সটল করে নিয়েছেন তাদের কাছে আশা করছি নতুন আপডেটটি দারুণ লাগবে।
আজ এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
ধন্যবাদ