রাইট ক্লিক মেনুতে Copy To Folder যোগ করুন

উইন্ডোজে কোন ফাইল বা ফোল্ডার কপি করতে হলে আমরা সাধারণ যা করি,তা হচ্ছে ফাইল বা ফোল্ডারটির উপর মাউজের রাইট ক্লিক করে প্রাপ্ত কনটেক্সট মেনু থেকে কপি এর উপর ক্লিক করে যে ফোল্ডারে পেস্ট করতে হবে সেখানে গিয়ে শর্টকাট মেনু থেকে পেস্ট এ ক্লিক করি। আমাদের এই ঝামেলা অনেকটাই কমে যাবে যদি রাইটক্লিকের ফলে প্রাপ্ত কনটেক্সট মেনুতে এমন কোন কমান্ড থাকে, যার উপর ক্লিক করলে একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, যেখান থেকে সিলেক্ট করে দেওয়া ফোল্ডারে উক্ত ফাইল বা ফোল্ডারটি কপি হয়ে যাবে। এর ফলে আমাদেরকে ম্যানুয়ালি গন্তব্যস্থানে প্রবেশ করতে হবে না। উত্‍স থেকে শুধু গন্তব্যের ঠিকানা সিলেক্ট করে দিলেই চলবে।

উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কনটেক্সট মেনুতে Copy To Folder... নামে একটি আইটেম যোগ করে নিতে পারবেন, যেটা আপনাকে ঠিক এই সুবিধাটাই প্রদান করবে। এটা করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers ওপেন করুন। এখানে Copy To Folder নামে নতুন একটি কী রেজিস্ট্রি কী তৈরি করুন। এবার Copy To Folder এর ডান পার্শ্বস্থ প্যানেল থেকে (Default) নামক স্ট্রিং ভ্যালুটি ওপেন করে এর ভ্যালু হিসেবে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} ইনপুট করুন। এবার এডিটর বন্ধ করে মূল উইন্ডোজে ফিরে এসে যেকোন ফাইল বা ফোল্ডার এর উপর রাইট ক্লিক করে দেখুন Send To এর উপরে Copy To Folder... নামে নতুন একটি আইটেম তৈরি হয়ে গেছে।এরপর কম্পিউটার Restart করতে হবে।

তথ্য সূত্রঃ আমি নিজেই

Level 0

আমি জিকো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

mone hoi kosto kombe.

উইন্ডোজে Edit মেনুতে এই আইটেমটি যুক্ত আছে।
ইচ্ছে করলে ToolBar এও এর আইকন যুক্ত করা যায়।
(টুলবার এ মাউসের রাইট বাটনে ক্লিক করে Customize থেকে।)
তবে ডেস্কটপ থেকে ফাইল কপি করতে এই টিপসটি কাজে লাগবে।
ধন্যবাদ জিকো।

Level 0

thank you for your information

একটি কথা মনে হয় যোগ করা উচিত ছিল যে, রেজেষ্ট্রি এডিট করার পরপরই কিন্তু এটি কাজ করবে না।
অবশ্যই কম্পিউটার Restart করতে হবে।
ধন্যবাদ।

Level 0

কোন কাজ হয় না

Level 0

ভাবুক, এ কথা যদিও ঠিক যে, অধিকাংশ ক্ষেত্রে রেজেষ্ট্রি এডিট করার পর কম্পিউটার রিস্টার্ট না করলে কাজ হয় না,
কিন্তু সব ক্ষেত্রে রিস্টার্ট প্রয়োজন হয় না।
এ রেজেষ্ট্রি এডিটিংটি রেজেষ্ট্রি এডিটর এক্সিট করার পর পরই কার্যকর হয়।
ধন্যবাদ।

ভাবুক ভাইকে ধন্যবাদ।

Level 0

রাজুকে বলছি,
আপনি বোধ হয় কোথাও কিছু ভুল করেছেন।
আপনি নিম্নের পদ্ধতি অনুসরণ করে দেখুন, কাজ হবে।
1) Notepad ওপেন করুন।
2) নিচের লেখাটি কপি করে নোটপ্যাড এ পেষ্ট করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To Folder]
@=”{C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13}”

3) এবার ফাইলটিকে যে কোন নামে reg এক্সেনশান দিয়ে সেভ করুন (যেমন, CopyToFolder.reg)।
4) এবার নোটপ্যাড বন্ধ করে তৈরীকরা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। Yes এ ক্লিক করুন। Ok তে ক্লিক করুন।
এবার যে কোন ফাইল বা ফোল্ডারে মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করুন
Copy To Folder নামে একটি নতুন আইটেম দেখতে পাবেন।

ধন্যবাদ।

Level 0

It has the toolbar of Windows. So no need…………..

দারুন টিপস।ধন্যবাদ।