ফোল্ডার লুকানোর জন্য আমরা কত সফটওয়ারই না ব্যবহার করি। কিন্তু আজকে আপনাদেরকে সবচেয়ে সহজভাবে কোন সফটওয়ার ছাড়া কিভাবে ফোল্ডার লুকানো যায় তা দেখাবো। চলুন দেখা যাক-
১। প্রথমে নিউ ফোল্ডার তৈরী করুন
২। এখন Alt বাটন চেপে ধরে ফোল্ডারের নাম ০১৬০ দিন। দেখবেন কিছুই লেখা নাই, তারপর Enter দিন।
নাম ছাড়াই ফোল্ডার তৈরী হয়ে গেল।
৩। তারপর ফোল্ডার এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ গিয়ে customize এ ক্লিক করুন
৪। তারপর change icon এ ক্লিক করুন।
৫। এখন নির্দেশিত স্থানের যাকোন ১টি Blank Icon সিলেক্ট করে ok করুন
ব্যস হয়ে গেলো আপনার লুকানো ফোল্ডার। আপনি ছাড়া কেউ যানবেইনা এখানে কোন ফোল্ডার আছে।
ধন্যবাদ সবাইকে।
আমি সাইবার ডন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইজান Alt চেেপ ধরলে েকা িকছুই টাইপ করা যায় না। এখন আপিন বেলন িকভােব েফাল্পােরর নাম ০১৬০ িদব।