আমরা প্রতিদিনই কোনো না কোনো প্রয়োজনে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সের মত ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু এর জন্য এ সফটওয়্যার থেকে আমাদের কোন ইনকাম হয় না। কিন্তু Brave Browser হলো এমন একটি ব্রাউজার যেটা ব্যবহার করলে আপনার ইনকাম হবে। এই সফটওয়্যার টি ব্যবহার করলে এটি অ্যাড ব্লকার হিসেবে কাজ করবে এবং ব্রাউজিংয়ের সময় সকল প্রকার অ্যাড ব্লক করে দিবে। কিন্তু এর বিশেষ ধরনের অ্যাড নোটিফিকেশন পাবেন যা প্রতি ১৫ মিনিটে একবার আসে এবং এর থেকে আপনার ইনকাম হবে।
নিচের লিংকে ক্লিক করে "Download For Android" অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করুন। ইনস্টল করার পর ত্রিভুজ আইকনে ক্লিক করে "Join Reward" অপশনে ক্লিক করুন। তারপর সেটিংস থেকে Ads অপশন চালু করে "View Details" থেকে Settings এ গিয়ে "5 Ads Per Hour" করে দিন।
পরবর্তীতে এই অ্যাপসটি যখন আপনি আপনার ব্রাউজিং এর প্রয়োজনে ব্যবহার করবেন তখন প্রতি ১৫ মিনিট পর পর যে নোটিফিকেশন আসবে সেগুলো থেকে আপনার ইনকাম হবে। মাস শেষে Main Balance এ আপনার ইনকাম জমা হবে।
Brave Browser, Uphold.com এর সাথে চুক্তি বদ্ধ। তাই Uphold এ একটি একাউন্ট করে Brave Browser এর সাথে কানেক্ট করতে হবে। প্রতি মাসের 5 তারিখ আপনার ইনকাম অটোমেটিক্যালি আপনারা Uphold একাউন্টে যুক্ত হয়ে যাবে। মোবাইল ব্যবহারকারীদের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স 25 BAT টোকেন হতে হবে। কিন্তু ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহারকারীদের ক্ষেত্রে যেকোনো এমাউন্ট হলেই Uphold এ ইনকাম জমা হবে। এই টোকেন আপনি পরবর্তীতে কোন এক্সচেঞ্জার ওয়েবসাইট থেকে এক্সচেঞ্জ করে বিকাশ, রকেট অথবা নগদ একাউন্টের মাধ্যমে নিতে পারবেন। আপনার যে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন।
আমি প্যারোডিয়া টেক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hmm. Smio dwnlod kreci