কেমন আছেন সবাই?
অনেক দিন পরে্ টিউন করতে বসলাম।
আজ আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে windows 7 এ windows Virtual pc setup করতে হয়।
windows Virtual pc র মাধ্যমে আপনি একই সাথে দুটি windows চালাতে পারবেন।(যেমন windows 7 এবং windows xp)
এবং মূল windows এবং Virtual windows এর মধ্যে ফাইল শেয়ার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
প্রথমে আপনার কম্পিউটারের HAV (Hardware Assisted Virtualization) support কিনা জেনে নিন।
আপনার কম্পিউটারের প্রসেসর যদি HAV (Hardware Assisted Virtualization) support করে তবে খুব ভাল, আপনি কোন ঝামেলা ছাড়াই windows Virtual pc setup করতে পারবেন এবং ব্যবহার করে জটিল মজা পাবেন।
আর HAV support না করলেও সমস্যা নেই। আপনিও সেটাপ করতে পারবেন।
HAV (Hardware Assisted Virtualization) support সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন।
windows Virtual pc setup করার জন্য,
প্রথমে start menu তে ক্লিক করে All Program থেকে windows Virtual pc তে ক্লিক করুন।
যদি এ program টি না থাকে এবং যাদের কম্পিউটারের প্রসেসর যদি HAV support করে না তারা এই আপডেট দুটি ডাউনলোড করুন।
আপডেট দুটি হল:
১) Virtual PC update
২) Virtual PC
যারা windows 7 SP1 ব্যবহার করছেন তারা শুধু ২নং আপডেট (Virtual PC) setup দিবেন। আর আপনার windows যদি windows 7 SP1 না হয় তবে আপডেট দুটিই setup দিতে হবে।
Setup দেয়ার পরে windows Restart করুন।
এখন Start Menu > All Program > Windows Virtual PC তে ক্লিক করুন।
নিচের মত window আসবে।
এখন Create Virtual Machine a Click করুন
Create a virtual machine window আসবে।
এখানে Name এর জায়গায় যেকোন নাম (আমি windowsXP দিয়েছি) এবং Location এর জায়গায় যে Drive এ সেটাপ দিতে চান সেই Drive টি দেখিয়ে দিন। এরপর Next Button a Click করুন।
RAM বক্রে কতটুকু RAM ব্যবহার করতে চান তা উল্লেখ করুন।
Use computer Network Connections চেক বক্রে টিক চিহ্ন রাখু্ন এতে ব্যবহার সুবিধা হবে।
আবার Next Button a Click করুন। Add A Virtual Hard disk window আসবে।
এখানে তিনটি অপশন আছে। যে অপশনটি আপনার কাছে সুবিধাজনক মনে হয় সেটি ব্যবহার করুন।
১ম অপশন (Creat a dynamically expanding virtual hard disk) ব্যবহার করলে Virtual Hard disk এর নির্দিষ্ট কোন সাইজ থাকবে না। প্রয়োজন অনুসারে সাইজ বাড়বে।
২য় আপশনে (Use an existing virtual hard disk) আপনার যদি আগে থেকেই Virtual Hard disk তৈরী করা থাকে তা এখানে দেখিয়ে দিতে পারবেন।
৩য় অপশনের (create virtual hard disk using advance options) মাধ্যমে আপনি Virtual Hard disk এর সাইজ নির্দিষ্ট করে দিতে পারবেন।
১ম অপশনে কাজ করা খুবই সহজ,
আপনি যদি প্রথম অপশনে (Creat a dynamically expanding virtual hard disk) কাজ করেন তবে তা সিলেক্ট করে Next Button a Click করুন।
Virtual Machine window আসবে এবং আপনি যে নাম দিয়ে ছিলেন নাম টি দেখাবে।
এখন আপনি যে windows সেটাপ দিতে চান সিডি বা ডিভিডি ড্রাইভে সেই windows এর Disk ঢুকিয়ে (আমি windows 7 দিয়েছি), আপনার দেয়া Virtual Machine এর নামে Double Click করুন।
ব্যাস setup শেষে ব্যবহার করুন।
আর ৩য় অপশনে কাজ করার জন্য ৩য় অপশনটি সিলেক্ট করে Next Button এ ক্লিক করুন।
Choose the type of Virtual hard disk to creat window আসবে
এখান থেকে Fixed size অপশন সিলেক্ট করুন।
পরের window তে hard disk এর সাইজ ঠিক করে দিন (যতটুকু ব্যবহার করতে চান)।
এখন Creat Button a Click করুন।
Virtual Hard disk creat হতে একটু সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করুন।
Virtual Hard disk creat হয়ে গেলে তা দেখাবে নিচের মত
এখন আপনার যে windows সেটাপ দিতে চান সিডি বা ডিভিডি ড্রাইভে সেই windows এর Disk ঢুকিয়ে (আমি এক্ষেত্রে windows xp দিয়ে ছিলাম), আপনার দেয়া Virtual Machine এর নামে Double Click করুন।
Windows setup শুরু হয়ে যাবে।
সেটাপ শেষে ব্যবহার শুরু করে দিন।
উপরোক্ত পদ্ধতি গুলোর মাধ্যমে সিডি বা ডিভিডি ব্যবহার করে যে কোন ধরনের অপারেটিং সিষ্টেম সেটাপ দিতে পারবেন।
আলাদা পদ্ধতি (সিডি বা ডিভিডি ব্যাতীত সেটাপ কারুন):
এছাড়াও আপনি মাইক্রোসফটের ওয়েব সাইট থেকে
windows xp mode download করেও সেটাপ দিতে পারেন।এটি অনেক সহজ পদ্ধতি।
এই ক্ষেত্রে আপনাকে প্রথমে আগের আপডেট দুটি সেটাপ দিয়ে তার পর Windows xp mode setup দিতে হবে।
Windows xp mode ডাউনলোড করুন এই লিংক থেকে।এই ফাইলটি ডাউনলোড করতে আপনার Windows টি জেনুইন হতে হবে।
জেনুইন চেক করার জন্য এবং ফাইলটি (Windows xp mode) ডাউনলোড করার জন্য প্রথমে এখান থেকে Genuine Check ফাইলটি ডাউনলোড করুন।
ডাউনলোড করার পর ফাইলটিতে (Genuine Check) ডবল ক্লিক করুন (নেট কানেকশন থাকতে হবে)
একটুপরে কোড সহ একটি Window আসবে এই কোডটি দিয়ে ফাইলটি (Windows xp mode) ডাউনলোড করতে পারবেন।
Windows 7 Active (জেনুইন) করার জন্য এই ফাইলটি ডাউনলোড করতে পারেন।
Windows xp mode ডাউনলোড হয়ে গেলে, ফাইলটিতে ডবল ক্লিক করুন। সেটাপ শুরু হয়ে যাবে।
Next এ ক্লিক করুন
লোকেশন ঠিক করে আবার Next এ ক্লিক করুন।
Intallation Folder ঠিক করে আবার Next এ ক্লিক করুন।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল জিনিস। ধন্যবাদ।