আজ আমি আপনাদের নোটপ্যাডে লেখা লুকানো ফাইল (hidden text files) তৈরি করা শিখাবো।আপনি কোন third-party ইউটিলিটি ব্যবহার না করে সাধারন লেখা ডেটা গোপন করতে এই সহজ ট্রিকটি ব্যবহার করতে পারেন।
আপনার লুকানো ফাইলটি HiddenFile txt উইন্ডোজ এক্সপ্লোরার অথবা DOS দৃশ্যমান হবে না।
আপনি যদি দৃশ্যমান ফাইলটি (VisibleFile txt) মুছে ফেলেন তবে আপনার লুকানো ফাইলটি ও মুছে যাবে।
@echo
@color 09
@netstat -n
@echo.
@pause
যে কোন নামের পর.cmd লিখে সেভ করুন।
আপনার পিসির বর্তমান টিসিপি সংযোগ দেখতে এইটি পরপর দুই বার ক্লিক করুন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
যাদু চলতেই থাকবে।
মঈন ভাই’র ঝুলি শেষ হয়ে গেলে আমি দেখাবো।
সুতরাং, কাছে থাকুন।
ধন্যবাদ।
আরে ভাই আজেকেই শেষ হবে কেন? চালিয়ে যান। এখন নার্ভাস নাইনটিতে আছেন তাড়াতাড়ি করে টিউনের সেঞ্চুরী করে ফেলেন।
অন্যান্য program গুলোর জন্য ও ধারাবাহিক টিউন আশা করছি। যেমন. visual basic, java, access ইত্যাদি।
শাকিল ভাই কি উৎসাহ দিলেন, নাকি নিরুৎসাহিত করলেন, ঠিক বুঝলাম না।
নিরুৎসাহিত করে থাকলে স্পষ্ট করে বলুন, যাতে আমরা এর কারণটা জানতে পারি।
ধন্যবাদ।
নাছির ভাই’র আগ্রহের জন্য ধন্যবাদ।
তবে, প্রোগ্রামিং এর ওপর কেন জানি কম লেখা আসছে।
আমি চেয়েছিলমা Visual Basic নিয়ে কিছু লিখতে।
কিন্তু পাঠক মনে হয় এগুলো খুব একটা পছন্দ করে না, অথবা জটিল মনে করে।
26 জুন VB এর ওপর একটা টিউন লিখেছিলাম। নিচে Address দিলাম, দেখতে পারেন।
https://www.techtunes.io/open-source/tune-id/6442
2 জুন আরেকটি টিউন লিখেছি। Address:
https://www.techtunes.io/tutorial/tune-id/6652
দুইটি টিউনই VB এর ওপর।
প্রথমটি দেখানো হয়েছিল সরাসরি Visual Basic ব্যবহার করে
আর দ্বিতীয়টি দেখানো হয়েছিল MS Word এর মাধ্যমে।
দেখা গেল প্রথমটি থেকে দ্বিতীয়টির পাঠক সংখ্যা বেশী।
আমার মনে হয় পরেরটির শিরোনামেও যদি VB কথাটা লেখা থাকতো তা হলে পাঠক কমে যেত।
তবু আপনার আগ্রহের কথা আমার মনে থাকবে।
ধন্যবাদ।
মঈন ভাই, ধন্যবাদ আমন্ত্রনের জন্য।
টেকটিউনস এর সবগুলো টিউন পড়া আমার পক্ষে সম্ভব হয়নি, আর বোধ হয় সম্ভবও নয়।
তাই কোনটি আগে প্রকাশিত হয়েছে, আর কোনটি হয়নি তা বলা মুস্কিল।
তবুও চেষ্টা করবো নতুন এবং মজার কিছু নিয়ে লিখতে।
আগে আপনার ঝুলি শেষ করুন।
এদিকে আমিও চিন্তা করতে থাকি।
ভাল থাকুন।
ধন্যবাদ!