কিভাবে windows 7 এবং vista তে অদৃশ্য folder তৈরী করবেন?

অনেক সময় আমাদের  folder password দিয়ে  রাখতে হয় চুরি বা অন্যান্য ভয়ে।

আপনার folder টি যদি না দেখা যায় তবে password দিয়ে  রাখ‍ার দরকার তো নেই , এমন কি আপনি ছাড়া কেউ জানবে ও না যে এখানে কিছু একটা আছে।

তো আসুন কাজটা দেখে নেই।

1.  start button  এ যান .

2. খুজুন Character Map

3. এবার Open করুন character Map এবং click করুন  blank Coloumn

4. এবার  Select key  তে  click করুন  তারপর  Copy key click করুন

New folder তৈরী করুন  এবং  folder টি Rename এবং   keyboard এর  Ctrl+V button  চেপে ধর‍ুন  .

এভাবে নামহীন folder তৈরী করুন ।

এবার  Logo বিহীন  folder তৈরী করা যাক।

1.  যে folder  টি Logo বিহীন  তৈরী করতে চান তা Select করুন ।  এবার   Right button এ click করুন.

2. Properties যান তারপর   Customise যান তিারপর  Change Icon এ যান।

3.  এখন বিভিন্ন symbol যুক্ত একটি popup windows দেখতে পাবেন।  blank symbol টি choose করুন।

4.  Ok button / press enter buttom চাপুন।

ব্যাস কাজ শেষ।

আরো জানতে দেখুন এখানে।

আমার আরো কিছু post  দেখুন:

Collect করুন Bangla SMS আর পা‍ঠিয়ে দিন বন্ধুকে। Bangla SMS এর মেগা টিউন।

কিভাবে Facebook এ Friendর Photos দিয়ে Patternতৈরী করবেন?

Level 0

আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি এটা জানতাম না।আপনাকে ধন্যবাদ। XP এরটা জানি।

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ।

Level 3

Character Map তা কথায়? আমি vista use করি.

    রান এ যেয়ে charmap লিখুন

ধন্যবাদ শেয়ার করার করার জন্য।
এই কাজটি আরেকটি এরচেয়েও সহজ নিয়মে করা যায়, যদি পারি একটা টিউন করব।

    জ্বি, New Folder > Alt 255 লিখলেই হল।

Level 3

Character Map টা কথায়? আমি vista use করি.

Level 0

অদৃশ্য ফোল্ডার তৈরী তো করলাম কিন্তু ডিলিট করব কিভাবে? ডিলিট তো হয় না।