অনেক সময় আমাদের folder password দিয়ে রাখতে হয় চুরি বা অন্যান্য ভয়ে।
আপনার folder টি যদি না দেখা যায় তবে password দিয়ে রাখার দরকার তো নেই , এমন কি আপনি ছাড়া কেউ জানবে ও না যে এখানে কিছু একটা আছে।
তো আসুন কাজটা দেখে নেই।
1. start button এ যান .
2. খুজুন Character Map
3. এবার Open করুন character Map এবং click করুন blank Coloumn
4. এবার Select key তে click করুন তারপর Copy key click করুন
5 New folder তৈরী করুন এবং folder টি Rename এবং keyboard এর Ctrl+V button চেপে ধরুন .
এভাবে নামহীন folder তৈরী করুন ।
এবার Logo বিহীন folder তৈরী করা যাক।
1. যে folder টি Logo বিহীন তৈরী করতে চান তা Select করুন । এবার Right button এ click করুন.
2. Properties যান তারপর Customise যান তিারপর Change Icon এ যান।
3. এখন বিভিন্ন symbol যুক্ত একটি popup windows দেখতে পাবেন। blank symbol টি choose করুন।
4. Ok button / press enter buttom চাপুন।
ব্যাস কাজ শেষ।
আমার আরো কিছু post দেখুন:
আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এটা জানতাম না।আপনাকে ধন্যবাদ। XP এরটা জানি।