আসসালামু আলাইকুম, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ???? আশা করি সব সময় ভালো থাকবেন 🙂 আজ আপনাদের আমি খুব গুরত পুর্ন একটি কাজ দেখাব উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে আপনারা যারা জানেন না এটা তাঁদের জন্য ।
উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যাওয়া রোধে এই সতর্কতা অবলম্বন করুন
১.যারা এক্সপি ব্যাবহার করেন এটি তাঁদের জন্য
• প্রথমে আপনার পেনড্রাইভ USB পোর্টে লাগিয়ে নিন।
• এরপর উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেল এ যান।
• তারপর User Accounts and Family Safety তে গিয়ে User Accounts এ ক্লিক করুন।
• নতুন পেজ এর বামে Create a password reset disk এ ক্লিক করুন।
• একটি বক্স আসবে সেখানে Next এ ক্লিক করুন আবার Next এ ক্লিক করুন।
• তারপর আপনার বর্তমান ইউজার পাসওয়ার্ড টি দিয়া Next এ ক্লিক করুন।
এরপর আপনার পেন ড্রাইভ এ userkey.pw নামে একটি ফাইল তৈরি হবে। যখনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখনি পেন ড্রাইভ লাগিয়ে পিসি স্টার্ট করুন। মনে রাখতে হবে যে userkey.pw ফাইল টি থাকতে হবে পেন ড্রাইভ এ। এবার ভুল পাসওয়ার্ড দিয়ে দেখুন। তারপর রিসেট পাসওয়ার্ড এ ক্লিক করুন এবং নতুন পাসওয়ার্ড দিন। তারপর ok ক্লিক করে কাজ শেষ করুন। এবার নতুন পাসওয়ার্ড দিয়া লগিন করুন।
_____________________________________________
২.যারা windows 7 ব্যাবহার করেন এটি তাঁদের জন্য
• প্রথমে আপনার পেনড্রাইভ USB পোর্টে লাগিয়ে নিন।
• এরপর উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেল এ যান।
তারপর বামে create a password reset disk click তে গিয়ে User Accounts এ ক্লিক করুন। next >ক্লিক করুন
selectকরুন PEN DRIVE usb port 🙂
তারপর user password টা দিন
আমি এম এস পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবন ফুলের এক একটি পাপড়ি এক এক করে কেন জানি ঝড়ে যাচ্ছে, একটু একটু সময় এগিয়ে আসছে, মনে হচ্ছে নতুন এক জীবন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো এক দিন আমি আর থাকব না, সে দিন আমার লেখা থেকে যাবে। আমি থাকব আমার লেখার মাঝে, হয়তো কেউ কোন দিন আমার এই...
স্ক্রিনশটগুলো একটু বড় করে দিন, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে…