Google Files এর নতুন Safe Folder ফিচার দিয়ে সিকিউর রাখুন আপনার প্রয়োজনীয় সকল ফাইল, ডকুমেন্ট ও ছবি

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। তাহলে কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক।

গুগল তাদের Files অ্যাপে নিয়ে এসেছে Safe Folder নামে দারুণ এক প্রাইভেসি ফিচার। তাদের Safe Folder ফিচারের মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল গুলো নিরাপদে লক করে রাখতে পারবেন।

গুগল, The Keyword এর একটি Post এর মাধ্যমে তাদের চমৎকার এই ফিচারের ঘোষণা দিয়েছে। এই ফিচারটি টি ব্যবহার করলে, যেকেউ চাইলেই আপনার নির্দিষ্ট কোন ফোল্ডারে ঢুকতে পারবে না। আপনি সহজেই আপনার ডেটা গুলোর নিরাপত্তা বাড়িয়ে নিতে পারবেন এই ফিচারের মাধ্যমে।

Safe Folder ফিচার

আপনি চাইলেই চার ডিজিটের পিন দিয়ে আপনার জন্য একটি Encrypted Folder তৈরি করে নিতে পারবেন। যার মধ্যে আপনি Images, Videos, Audio এবং অন্যান্য ফাইল রাখতে পারবেন এবং শুধু আপনিই এগুলো দেখবেন।

আপনি যেকোনো সময় ফাইল গুলো ফোল্ডার থেকে বের করেও নিতে পারবেন। যাদের ফোন অধিকাংশ সময় অন্যরা ব্যবহার করে তাদের জন্য দারুণ হতে পারে এই ফিচারটি।

আপনি বন্ধুদের কাছ থেকে যেকোনো ফাইল গোপনে রাখতে পারবেন তাছাড়া শিশুরা অনেক সময় ফোন থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে দেয়, সেক্ষেত্রে সেই ফাইল গুলো আলাদা করেও রাখতে পারবেন।

আপনার ফোন অন্য কেউ ব্যবহার না করলেও এই ফিচারের মাধ্যমে আপনার ব্যক্তিগত ডেটা অথবা গুরুত্বপূর্ণ ওয়ার্ক ডেটা গুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

Google Files

ডাউনলোড লিংক @ Google Files

কিভাবে ব্যবহার করবেন Google Files এর Safe Folder ফিচার

ফিচারটি বর্তমানে গুগলের যেকোনো Files  ইউজাররা ব্যবহার করতে পারবে। তবে স্বাভাবিক ভাবে আপনি ফিচারটি নাও পেতে পারেন। চলুন দেখা নেয়া যাক কিভাবে ফিচারটি এনাবল করবেন।

এটা তো বলার অপেক্ষা রাখে না যে প্রথমে আপনার ফোনে Files ইন্সটল থাকতে হবে।

যাই হোক, প্লে-স্টোরে Files এর পেজে যান এবং নিচের দিকে স্ক্রল করুন

Join The beta সেকশন থেকে Join এ ক্লিক করুন।

Join কনফার্ম করুন। এবার আবার Files এর পেজে যান এবং দেখুন আপডেট অপশন এসেছে কিনা। আপডেট আসলে আপডেট করে নিন।

প্লেস্টোর এবং Files, Exit দিয়ে আবার ওপেন করুন। দেখবেন Browser এ ট্যাপ করার পর Safe Folder অপশন চলে আসবে। লক আইকনটিতে ক্লিক করে দুইবার পছন্দ মত পিন দিন, ব্যাস তৈরি হয়ে গেল আপনার নিরাপদ ফোল্ডার।

এবার যেকোনো ফাইলে ক্লিক করে এটিকে Safe Folder এ Move করতে পারবেন।

জেনে রাখুন: উপরের সব গুলো কাজ করার পরেও আপনার ফোনে ফিচারটি না আসলে এক, দুইদিন অপেক্ষা করুন।

শেষ কথাঃ

আমরা আগে আমাদের ফাইল লক করার জন্য থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেছি যা মোটেও নিরাপদ ছিল না। Files এর নতুন এই ফিচারের মাধ্যমে আমাদের ফাইল যেমন থাকবে নিরাপদে তেমনি গুগলের নিজস্ব অ্যাপ ব্যবহার করাতে আপনাকে করতে হবে না বাড়তি কোন টেনশন।

আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস