আরও Detailed ও Colorful Maps যোগ হলো Google Maps এ এখন পৃথিবী দেখুন আরও ভিন্ন ভাবে!

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে কথা বলব Google Maps এর চমৎকার আপডেট নিয়ে।

আমরা প্রতিদিন গুগলের যে অ্যাপ গুলো সবচেয়ে বেশি ব্যবহার করি এবং সর্বাধিক প্রয়োজনীয়, সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে Google Maps। কোথাও বের হওয়ার আগে অন্তত একবার গুগল ম্যাপে আমরা চোখ বুলিয়ে নিই। আর যদি কোন গলিতে হারিয়ে যাই তাহলে তো Google Maps এর কোন বিকল্পই নেই।

ইন্টারনেটে যত গুলো ম্যাপ সার্ভিস আছে তার মধ্যে সবচেয়ে কার্যকর হচ্ছে Google Maps। আর এই গুগল ম্যাপ আরও কার্যকর এবং চমৎকার হয়েছে এর নতুন আপডেট এর পর থেকে।

গুগল সম্প্রতি The Keyword এ নতুন কালার ফুল, আরও বিস্তারিত এক গুগল ম্যাপ এর ঘোষণা দিয়েছে। যেকোনো লোকেশন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই Google Maps আপডেট এর পর।

আপডেট Google Maps

নতুন আপডেট এর পর কোন লোকেশন দেখতে যেমন চমৎকার দেখাবে ঠিক তেমনি জায়গাটি সম্পর্কে ভাল একটি ধারণাও নিতে পারবেন। আপনি Google Maps এর সাথে চাইলে একটি নির্দিষ্ট জায়গার একটি ডিজিটাল ট্রিপও নিতে পারেন।

আরও প্রাণবন্ত কালারের মাধ্যমে আপনি সহজেই প্রকৃতির বিভিন্ন উপাদান গুলো আলাদা করতে পারবেন। যেমন নীল কালারের মাধ্যমে আপনি লেক গুলো চিনতে পারবেন।

গুগল সাধারণত Google Maps এর ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে। তারা কালার ম্যাপিং এলগোরিদম ব্যবহার করে সেই স্যাটেলাইট ইমেজ গুলোকে প্রাণবন্ত মানচিত্রে রূপান্তরিত করে।

Google Maps সাপোর্ট করে এমন ২২০ টি দেশ এবং অঞ্চল গুলোতে নতুন ম্যাপটি কার্যকর করা হয়েছে। আপনি দেশ গুলোর ছোট বড় যেকোনো শহর সার্চ দিয়ে দেখতে পারেন, দেখবেন সব কিছু আগের চেয়ে বিস্তারিত বর্ণনা করা আছে।

ভবিষ্যৎ Google Maps

গুগল আরও জানিয়েছে শীগ্রই আরও কিছু পরিবর্তন আসবে গুগল ম্যাপে। এটি রাস্তার আকার এবং প্রস্ত অনুযায়ী বিস্তারিত তথ্যও প্রকাশ করবে। আসন্ন পরিবর্তন গুলোর মাধ্যমে ফুটপাত, ক্রস-ওয়াক এবং Pedestrian Refuge গুলো কোথায় আছে সেটাও দেখা যাবে।

Google Maps এর মাধ্যমে London, New York, এবং San Francisco শহর গুলোর রাস্তার বিস্তারিত তথ্য কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে এবং এটি ভবিষ্যতে অন্যান্য শহর গুলোকেও যুক্ত করবে।

শেষ কথাঃ

Google Maps এর আপডেট গুলো সত্যি প্রশংসাযোগ্য, আশা করা যায় এর মাধ্যমে ভবিষ্যতে ইউজারদের আরও বেশি ন্যাভিগেশন সুবিধা প্রদান করে যাবে গুগল

আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস