টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে কথা বলব Google Lens এর চমৎকার একটি ফিচার নিয়ে।
আমরা অনেকেই হয়তো Google Lens সম্পর্কে পরিচিত। ইমেজ সংক্রান্ত বিভিন্ন কাজ সহজেই করে ফেলা যায় এই দিয়ে। অনেকে হয়তো Google Lens এর ইমেজ সার্চ এর ফিচারটি ব্যবহার করেন কিন্তু আজকে আমি দেখাতে চলেছি এর ভিন্ন ব্যবহার।
গুগল বর্তমান পরিস্থিতিতে বাবা মা কে, এবং শিশুদের পড়াশুনায় সহযোগিতা করতে দারুণ এক এডুকেশনাল টুল নিয়ে এসেছে। কোম্পানি সর্বপ্রথম তাদের এই চমৎকার টুলটির ঘোষণা দেন The Keyword ব্লগে।
Google Lens এর নতুন Homework ফিচারের মাধ্যমে আপনি এখন সমাধান করতে পারবেন জটিল জটিল ম্যাথ এবং খুঁজে পাবেন সাইন্স রিলেটেড প্রশ্নের উত্তর।
Google Lens, Socratic ব্যবহার করে অনলাইন পড়াশুনায় যুক্ত করেছে নতুন মাত্রা। এটি শুধু আপনার ম্যাথের সমাধানই দেবে না একই সাথে ধাপে ধাপে ম্যাথটি সলভ করার ইন্সট্রাকশনও দেবে। Google Lens এবং Socratic এর উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে সমাধান দেয়াই নয় একই সাথে পুরো বিষয়টি বুঝাতে পারা।
Google Lens আগে থেকে দারুণ একটি ভিজুয়াল সার্চ টুল হলেও এর নতুন ফিচার গুলো টুলটিকে আরও কার্যকর করে তুলেছে।
এটি Science এর ক্ষেত্রেও ইউজারদের নির্দিষ্ট বিষয় সম্পর্কে গ্রাফ এবং এক্সপ্লেইনেশন দেবে।
Google Lens এ এখনো ফিচারটি পুরোপুরি নিয়ে আসে নি, তবে গুগল যেহেতু Socratic কে কিনে নিয়েছে সুতরাং খুব তাড়াতাড়ি এই ফিচারটি তারা এড করবে, যদিও কিছু দিন আগে পরীক্ষামূলক ভাবে এটি Google Lens এ ছিল। সুতরাং এখন এটি ব্যবহার হলে আপনার ফোনে Socratic অ্যাপ ইন্সটল করতে হবে।
ডাউনলোড লিংক @ Google Lens
ডাউনলোড লিংক @ Playstore AppStore
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল দিন এবং ওপেন করুন এবার Sign in to Continue এ ক্লিক করুন।
আপনার ইমেইলটি কনফার্ম করুন
এবার আপনার সমস্যাটির একটি ছবি তুলুন
নির্দিষ্ট অংশ সিলেক্ট করে দিন
কিছুক্ষণ অপেক্ষা করুন
এবার আপনি তিন ভাবে সমস্যাটির সমাধান পেতে পারেন, প্রথমে আমি Cymath সিলেক্ট করছি।
এবার দেখুন সমাধান!
আমরা যদি Wolfram সিলেক্ট করি তাহলে ফলাফল কি হতে পারে চলুন দেখে নেয়া যাক।
দেখুন এখানে আরও বিস্তারিত সমাধান এসেছে।
চলুন দেখে নেয়া যাক Google Lens এ ফিচারটি কিভাবে কাজ করবে!
আমাদের জন্য Homework সব সময়ই কষ্টকর একটি কাজ, যদি সেটা ম্যাথ হয় তাহলে তো কথাই নেই। আর সহজেই স্বল্প সময়ে এক্সপ্লেনেশন সহ এই ধরনের ম্যাথ সমাধানের ফিচার দেয়ার জন্য গুগলকে একটা ধন্যবাদ দেওয়াই যায়।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।