ই-মেইলে সিভি পাঠানোর সময় এই ভুলগুলো ভুলেও করবেন না

আপনারা যারা চাকুরী খুঁজছেন তারা একটার পর একটা সিভি ইমেইল করে যাচ্ছেন, কিছু ক্ষুদ্র কিছু ভুল আপনার সিভিটাকে হয়তো ছিটকে ফেলে দিচ্ছে, আজকের টিউনে আশা করি নিচের সবগুলো ভুল থেকে মুক্ত হয়ে নিজের সিভিটা ইমেইল করতে পারবেন।
👉 সঠিক সাবজেক্ট লাইন না দেয়া।
👉 সাবজেক্ট লাইনে Grammatical বা Spelling ভুল।
👉 মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সিভি পাঠানো।
👉 সিভির ফাইলটাকে ভুল নামে নেইমিং করা।
👉 সিভির সাথে কভার লেটার না দেয়া।
👉ইমেইল সাবজেক্ট লাইন বাংলায় লেখা।
👉ইমেইলের সাবজেক্ট বডিতে একেবারেই কোন কিছু না লেখা।
👉বন্ধু, ছোট ভাই, বড় ভাই বা অন্য কারো ইমেইল আইডি থেকে সিভি পাঠানো।

☝☝আশা করছি  ই-মেইলে সিভি পাঠানোর সময় এই ভুলগুলো ভুলেও করবেন না এবং উপরোক্ত ভুলগুলোর ব্যাপারে সচেতন হবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।
এমন আরও অনেক ক্যারিয়ার রিলেটেড টিপস জানতে পারবেন এবং নতুন চাকরি খুঁজে পাবেন এখান থেকে 

Level 3

আমি মামুন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস