হার্ডডিস্ক পার্টিশন, কোন ডাটা হারাবে না, ইচ্ছে মতো ড্রাইভের সাইজ বাড়াতে/কমাতে পারবেন, Partition Hard Disk/SSD without Data lost

সকল কম্পিউটার ব্যবহারকারী একসময় এই সমস্যাটির  মুখোমুখি হোন। হার্ড ডিস্কের কোন ড্রাইভের জায়গা কমে গিয়ে লাল হয়ে আছে। একটি ড্রাইভের ২০% জায়গা খালি রাখা উচিত। তা না হলে কম্পিউটারের  গতি কমে যাবে। আবার দেখা যায় কোন একটি ড্রাইভে অনেক বেশি জায়গা খালি রয়ে গেছে।  আপনি ইচ্ছা করলে  এই খালি জায়গা অথবা যে ড্রাইভে স্পেস আছে তা অন্য ড্রাইভে যোগ করে ব্যবহার করতে পারবেন। কোন ডাটা হারাবে না। কাজটি খুবই সহজ। কোন টেকনিক্যাল ব্যক্তির কাছে যাওয়ার দরকার নেই। এই পদ্ধতির সুবিধা নিচে তুলে ধরা হলো।

০১. কোন  অতিরিক্ত সফটওয়ারের প্রয়োজন নেই।

০২. কম্পিউটারে আপনি এই কাজটি যে কোন সময় করতে পারবেন।  উইন্ডোজ ইনস্টল করার সময় করতে হবে ব্যাপারটা এমন নয়। রানিং কম্পিউটারে কাজটি করতে পারবেন।

০৩. এই পদ্ধতিতে কোন তথ্য কম্পিউটার থেকে হারাবে না।

০৪. যে কোন ড্রাইভের স্পেস/জায়গা বাড়াতে/কমাতে পারবেন।

০৫. এক ড্রাইভের জায়গা, অন্য ড্রাইভে যোগ করে স্পেস বাড়াতে পারবেন।

০৬. নতুন ড্রাইভ তৈরি করতে পারবেন।

শর্ত:  আপনার  কম্পিউটারের  সকল ড্রাইভ একটি হার্ড ডিস্কে হতে হবে।  এক হার্ড ডিস্কের স্পেস নিয়ে অন্য হার্ডডিস্ক এর ড্রাইভ বাড়াতে পারবেন না। অর্থাৎ যদি আপনার কম্পিউটারে এক এর অধিক হার্ডডিস্ক থাকে তাহলে অবশ্যই  উল্লেখিত কাজটি একটি হার্ডডিস্কে করতে হবে।

যদি আপনার কম্পিউটারে ২টি হার্ডডিস্ক থাকে, ধরুন একটি Samsung ব্রান্ড অন্যটি Toshiba ব্রান্ডের  এক্ষেত্রে Samsung হার্ডডিস্কের  স্পেস Toshiba হার্ডডিস্কে ব্যবহার করতে পারবেন না।  উল্লেখিত কাজটি আপনি যে কোন একটি হার্ডডিস্কের মধ্যে করতে পারবেন।

আমি আশা করি নিচের ভিডিওটি অনুসরণ করলে সবাই কাজটি করতে পারবেন।

 

কম্পিউটারের ফাইল Schedule অটো ব্যাকআপ রাখুন, দৈনিক/সাপ্তাহি/মাসিক নিজের ইচ্ছা মতো, অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে, ফাইলের নিরাপত্তা নিশ্চিত করুন

জীবন রক্ষাকারী এমএস এক্সেল টিপস্ এন্ড ট্রিকস্, সবারই জানা অতি প্রয়োজন, নিজের মহা-মূল্যবান সময় বাঁচান

আপনি যদি একজন প্রযুক্তি প্রেমিক হোন নিচের লিংক থেকে ঘুরে আনতে পারেন। আশা করি ভালো লাগবে। https://www.youtube.com/channel/UCNtsyZe3_o7Z-EFjAP6OZxw?sub_comfirmation=1

কিভাবে কম্পিউটারে তথ্য রাখলে তা কখনো হারাবে না?

 

 

 

 

 

 

 

 

Level 1

আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস