ফেসঅ্যাপের বিকল্প কিছু অ্যাপ

যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন তারা তো আছেনই কিন্তু অনিয়মিত ব্যবহারকারীদেরও একটি জিনিস ফেসবুকে চোখে পড়ার কথা সেটা হচ্ছে ইদানিংকালে ফেসবুকে হঠাৎ করেই সবাই বুড়ো বয়সের ছবি শেয়ার করছে! কিছুদিনকার আগের 10 year challenge এর একটি ধারাবাহিকতায় এখন ফেসবুকের অধিকাংশ ইউজারই নিজেদের বুড়ো বয়সের ছবি শেয়ার করছেন! আর এটা সম্ভব হয়েছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ একটি অ্যাপের মাধ্যমে! হ্যাঁ আমি FaceApp এর কথা বলছি।
তবে মজার ব্যাপার হলো আপনাদের ব্যবহারের আগেই আমি প্রায় ২ বছর আগেই এই অ্যাপটি ব্যবহার করেছিলাম। কারণ অ্যাপটি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। কিন্তু কিছুদিন আগে জোনাস ব্রাদারসা একটি ছবিতে এই অ্যাপ ব্যবহার করে বুড়ো বয়সের ছবি শেয়ার করার পরেই এই অ্যাপটি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তবে এই অ্যাপটির কিছু প্রাইভেসি জাতীয় সমস্যা রয়েছে যার কারণে আপনার উচিত এই অ্যাপটি ফোন থেকে আনইনস্টল করে দেওয়া।

প্রথমত FaceApp হচ্ছে একটি রাশিয়ান অ্যাপ! মানে একটি রাশিয়ান কোম্পানির তৈরিকৃত অ্যাপ যেটি এর AI টেকনোলজি ব্যবহার করে আপনাকে Younger কিংবা Older দেখাতে পারে। তবে কয়েকদিন আগে বেশ কয়েকজন সিকুরিটি গবেষক এই অ্যাপটির উপর বেশ কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট খূঁজে পেয়েছেন। এই অ্যাপটি আপনার ছবিকে আপনার ডিভাইসের স্টোরেজে রেখে AI Processing না করে ছবিকে তাদের সার্ভারে আপলোড করে নিয়ে তারপর প্রসেসিং করে! অর্থ্যাৎ আজ পর্যন্ত এই অ্যাপটি যে যেই ব্যবহার করেছেন তাদের সবারই ফেস ডাটা এই অ্যাপ নিমার্তা প্রতিষ্ঠান (যেটি রাশিয়ান) এর ক্লাউডে জমা রয়েছে!
তবে এই রাশিয়ান অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুপ্তচরের অভিযোগ আনা হলেও কোম্পানিটি এই অভিযোগ নাকোচ করে দিয়ে বলেন যে তারা ছবিগুলো ক্লাউডে নিচ্ছেন Performance এবং Traffic এর সুবিধার জন্য!

আর এটাও বলা হয়েছে যে ক্লাউডে আপলোডকৃত ছবিগুলো ৪৮ ঘন্টা পর অটো ডিলেট করে দেওয়া হয়। এখন এটা কতটুকু সত্য সেটা বলা সম্ভব হচ্ছে না। তাই বলে কি আপনি এই চমৎকার ফিচারটি ব্যবহার করা বন্ধ করে দেবেন বা বঞ্চিত হবেন? আর সেটা নিয়েই আমার আজকের এই টিউন! আজকের টিউনে FaceApp এর বিকল্প ৫ টি অ্যাপ নিয়ে আমি কথা বলবো যেগুলো ব্যবহার করেও আপনি বুড়ো বা জোয়ান হতে পারেন কিন্তু কোনো প্রকার প্রাইভেসি ইস্যু এতে থাকচে না! তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে মূল টিউনে চলে যাই।

AgingBooth

নামেই বুঝা যাচ্ছে যে এই অ্যাপটি আপনাকে বয়স্ক বানাবে কারণ এর নাম হচ্ছে “বয়স্কবুথ!”। আর আমাদের আজকের ফেসঅ্যাপের প্রথম বিকল্প অ্যাপ হচ্ছে এই AgingBooth। আর এটি কাজও করে ফেসঅ্যাপের মতো, মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই আপনার ছবিকে বুড়ো বানিয়ে দিতে সক্ষম এই অ্যাপটি। আর এই অ্যাপটির একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যাপের মাধ্যমে তৈরিকৃত ছবিটি দেখতে বেশ Natural এবং Realistic লাগে! আর এখানে ছবিতে আপনি কোনো প্রকার অ্যাপ স্টিকার কিংবা অন্য কোনো ঝামেলার বেগ পোহাতে হবে না। আর এটি ব্যবহার করাও বেশ সহজ। অ্যাপটি ইন্সটল করে START বাটনে ক্লিক করুন, তারপর আপনার ফোনের গ্যালারি থেকে কিংবা ফেসবুক থেকেও আপনি ইমেজ ইনপুট করতে পারবেন। তবে মনে রাখবেন যে এই অ্যাপটি শুধুমাত্র iOS ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

Oldify

আগেরটার মতোই এই অ্যাপের নামের সাথেই এর কাজটি মিশে রয়েছে। মানে ওল্ড+ফাই মানে চলতে ফিরতে বুড়ো সাজার জন্য এই অ্যাপ! হাহাহা! তবে যাই হোক, FaceApp এর একটি চমৎকার বিকল্প হতে পারে এই ওল্ডিফাই অ্যাপটি। আর ফেসঅ্যাপের মতোই সহজেই এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এটাও মনে রাখতে হবে যে ফেসঅ্যাপের মতোই শুধুমাত্র মানুষের ছবি (পুরুষ এবং মহিলা) ব্যবহার করেই আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার অন্য প্রাণীর ছবি এটায় সার্পোট করবে না।
আর এই অ্যাপটির একটি বিষয় আমার কাছে ইউনিক লেগেছে যে, এটায় আপনি নিজে থেকে ম্যানুয়াল ভাবে আপনার বয়স সেট করে দিতে পারবেন আর একই সাথে অনেক রকম এক্সট্রা ইফেক্টস রয়েছে অ্যাপটিতে।

Face Changer Photo Gender Editor

বাপ রে! একটা কাজের জন্য এত বড় নাম কেউ রাখে! লিস্টের আগের অ্যাপসগুলোর মতোই এই ফেস চেঞ্জার অ্যাপটিকে আপনি FaceApp এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। জোয়ান থেকে বুড়ো হওয়া ছাড়াও এই অ্যাপটিতে Gender পরিবর্তনেরও ফিচার রয়েছে! (হাহাহাহা) ফেসঅ্যাপের মতোই এটাতেও আপনি দেখতে পারবেন আপনি মেয়ে হয়ে / ছেলে হয়ে জন্মালে কেমন দেখতেন! এগুলো ছাড়াও আকষর্ণীয় ইমেজ, টাকলু ইমেজ, শুকনা ইমেজ সহ বেশ কিছু এক্সট্রা ফিচার রয়েছে এই অ্যাপটিতে। তবে মনে রাখবেন যে এই অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই ব্যবহার করতে পারবেন।

Make Me Old

ওয়েল! এই নামটিও বেশ ইন্টারেস্টিং, আর এটা থেকেও বুঝতে পারছেন যে কি কাজ করা হবে এই অ্যাপটি দিয়ে। তবে মনে রাখবেন যে এই অ্যাপটি দিয়ে শুধুমাত্র Aging ইফেক্টটাই ব্যবহার করতে পারবেন, ফেসঅ্যাপ বা অনান্য লিস্টের অ্যাপের মতো বিভিন্ন ফিচার এতে নেই। আর এটাও শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্লাটফর্মেই রয়েছে।

Old Face

আমাদের আজকের ফেসঅ্যাপের বিকল্প অ্যাপলিস্টের শেষ স্থানে রয়েছে Old Face। আর নামের মতোই এই অ্যাপটি দিয়ে আপনি আপনার ছবিকে বুড়ো কালে ইফেক্ট দিতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপটি দিয়ে তৈরিকৃত ছবিকে আপনার Artificial মনে হবেই না আর এতে পাবেন Natura Skin Tone। তো এই অ্যাপটিকেও ফেসঅ্যাপের বিকল্প হিসেবে একবার পরখ করে দেখতে পারেন।

এই ছিলো ফেসঅ্যাপের বিকল্প ৫টি অ্যাপ! যারা ফেসঅ্যাপের প্রাইভেসি ইস্যু দিয়ে চিন্তায় রয়েছেন আবার ফেসঅ্যাপ ব্যবহার করাটাও ছাড়তে চাচ্ছেন না তাদের জন্য আজকেই এই পোষ্টটি আশা করবো কাজে দেবে। আর বলা বাহুল্য যে আজকের টিউনের সবগুলো অ্যাপই ফ্রি!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস