Youtube এর সেরা ১০ টি হিডেন Easter Eggs! যেগুলো দেখে আপনি বলবেন OMG!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউন টা একটু বেশি স্পেশাল আপনাদের জন্য। আজকে আলোচনা করব Youtube এর কিছু  Easter Eggs নিয়ে। তো চলুন শুরু করা যাক।

শুরু কথাঃ

Easter Eggs এই শব্দটির অর্থ হচ্ছে হিডেন বা গোপন কোন কিছু। শব্দটি মোটামুটি ট্যাকনিক্যাল একটি শব্দ। যেমন কোন ভিডিও গেমের ভেতরে কোন মেসেজ, ছবি, লুকিয়ে রাখা। কখনো কখনো শুনেছেন হয়তো ইমেজের ভেতর ফাইল হাইড করে রাখুন। এটাও এক ধরনের Easter Eggs।

বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে Youtube। অন্যদিকে এটিকে বিশ্বের ২য় বৃহত্তম সার্চ ইঞ্জিনও বলা চলে। আজকে আমি এই Youtube এর কিছু Easter Eggs নিয়ে কথা বলব। স্বাভাবিক ভাবে হিডেন এই ফিচার গুলো দেখা যাবে না কিছু ধাপ ফলো করে বের করতে হবে। তাহলে চলুন দেখে আসা যাক।

১. 301 Video

Youtube এ ঢুকে সার্চ-বারে গিয়ে 301 video লিখে Enter দিন। দেখবেন প্রথম যে ভিডিওটি আসবে সেটার ভিউ মাত্র ৩০১ টি। যাকে পুরাতন ইউটিউব ভার্সনের একটি বাগ বলে ধরা হয়। যখন Numberphile চ্যানেল Why do YouTube views freeze at 301 শিরোনামে ভিডিওটি আপলোড করে কয়েক ঘণ্টার মধ্যে এর ভিউ কাউন্ট আটকে যায়। প্রায় আট বছর আগের প্রকাশিত এই ভিডিও কাউন্ট এখনো ৩০১ টি।

২. Seinfeld Without People

ইউটিউবের সার্চ-বারে টাইপ করুন seinfeld without people। প্রথমেই একটি ভিডিও পাবেন যার কোন টাইটেল বা ডেসক্রিপশন নেই। ভিডিওটি প্লে করা হলেও এর কোন টাইটেল বা দেখা যাবে না। আরেকটি মজার ব্যাপার হচ্ছে ভাল করে খুঁজলে ভিডিওতে কিছু Blank কমেন্টও পাবেন।

৩. Awesome

ভিডিও চলাকালীন সময় কিবোর্ডে টাইপ করুন AWESOME। অবশ্যই বড় হাতের অক্ষর হবে। ইউটিউব সার্চে না, শুধু মাত্র কিবোর্ডে লিখবেন। আর দেখবেন যাদু। বাফারিং-বার বিভিন্ন কালের নাড়াচাড়া করবে।

৪. Robots.txt

যারা ওয়েবসাইট ডেভেলপার বা যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই robots.txt কি জানেন। আপনি কি Youtube এর robots.txt দেখতে চান? এড্রেস-বারে গিয়ে লিখুন, http://www.youtube.com/robots.txt

৫. Web Driver Torso

Youtube এর অন্যতম এক এক রহস্যের নাম Web Driver Torso!  Web Driver Torso একটি চ্যানেল যা তৈরি করা হয় ২০১৩ সালের ৫ জুলাই। এখন পর্যন্ত চ্যানেলটাতে ১ লক্ষ ৬০ হাজার সাবস্ক্রাইবার এবং এটি ৬ লক্ষ ২০ হাজারেরও বেশি ভিডিও আপলোড করেছে। মজার ব্যাপার হচ্ছে ভিডিও গুলো মাত্র ১০ সেকেন্ডের এবং লাল নীল কালারের বক্স দিয়ে বানানো, শুধু মাত্র বিপ সাউন্ড হয়৷ এই চ্যানেলের রহস্য এখনো অজানা।

৬. Do The Harlem Shake

ইউটিউবের দারুণ একটি ছিল do the harlem shake। কেউ লিখে সার্চ দিকে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক বাজতো এবং ইউটিউব লোগো সহ সব গুলো ভিডিও কাপতে থাকতো। যদিও এখন এটি কাজ করে না তবে নিচের ভিডিও থেকে এই হিডেন ফিচারটি দেখে নিতে পারেন।

 

৭. Use The force Luke

ইউটিউবে use the force luke লিখে সার্চ দিলে, আপনি ইচ্ছে মত সব কিছু মাউস দিয়ে নড়াচড়া করতে পারতেন কিন্তু দুর্ভাগ্যবশত এখন এটি কাজ করে না তবে কেমন ছিল এটি দেখার জন্য ভিডিওটি দেয়া হল।

 

৮. Geek Week Look

Geek week উপলক্ষে ইউটিউবে লঞ্চ করা হয় দারুণ একটি Easter Eggs। সার্চ-বারে /geek week টাইপ করলেই ইউটিউব চলে যেতো রেন্ট্রো লুকে যদিও এটি এখন কাজ করে না তবুও আপনাদের জন্য ভিডিও দেওয়া হল।

 

৯. Doge Meme

ইউটিউবের সার্চে doge meme লিখে সার্চ দিলে সার্চ রেজাল্ট গুলো বিভিন্ন কালারে শো করে এটি ছিল দারুণ একটি এখন কাজ করে না। কেমন ছিল দেখার জন্য নিচে ভিডিও দেয়া হল।

 

১০. Beam me up scotty

আমরা সর্বশেষ যে নিয়ে কথা বলব এটিও এখন কাজ করে না। beam me up scotty লিখে ইউটিউবে সার্চ দিলেই ভিডিও গুলোতে Beaming হওয়া শুরু হতো। নিচের ভিডিওটি দেখুন।

 

শেষ কথাঃ

Youtube কিছু দিন পর পর নতুন নতুন Easter Eggs নিয়ে আসে। আপনি যাতে এখন পর্যন্ত সব গুলো Easter Eggs সম্পর্কে ধারনা পেতে পারেন এজন্যই যেগুলো কাজ করে না সেগুলোও টিউনে এড করে  দিলাম। আশা করছি Youtube কিছুদিন পর আরও নতুন নতুন Easter Eggs নিয়ে আসবে।

তো কেমন হল আজকের টিউন, টিউমেন্টের মাধ্যমে জানান। পরবর্তী টিউন পর্যন্ত অনেক ভাল থাকুন। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস