ইন্সটাগ্রাম, ইউটিউব, ফেসবুক অথবা ভিডিও মার্কেটিং এসব প্রায় সকল ক্ষেত্রেই আজকাল ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আবার ভিডিও তৈরী করার জন্যও ছোট ছোট বিভিন্ন ক্লিপের দরকার হয়।
এসবের জন্য অনলাইনে অনেক প্রিমিয়াম ভিডিও সাইটও পাওয়া যায়। কিন্তু সব সময় প্রিমিয়াম ভিডিও ক্রয় করে ব্যবহার করা অনেক ব্যয় সাপেক্ষ।
যদিও ইউটিউব, ফেসবুক অথবা অনেক সাইট আছে যেগুলো থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করা যায় কিন্তু সেগুলোতে কপিরাইট ইস্যু থাকে। যার ফলে এসব ভিডিও ব্যবহার করলে আপনার ইউটিউব বা ফেসবুক মনোটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। তাই আপনার স্টক ভিডিও ব্যবহারের প্রয়োজন হয়।
তাই এই আর্টিকেলে এমন ৫টি স্টক ভিডিও ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হবে যেই ওয়েবসাইটগুলির মধ্যে থেকে বিনামূল্যে আপনার প্রয়োজনীয় স্টক ভিডিও খুঁজে নিতে পারবেন!
#05. DAREFUL
এই ওয়েবসাইটে 4K পর্যন্ত রেজুলেশনের ভিডিও পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে ফ্রিতে আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটের সকল ভিডিও Creative Commons Attribution 4.0 International License এর অধীনে।
#04. VIDEVO
এই ওয়েবসাইটে বেশ ভালো মানের ভিডিও পাবেন। এখানে স্টক ফুটেজের পাশাপাশি মোশন গ্রাফিক্সের ভিডিও পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইটের একটি আকর্ষণীয় বিষয় হলো এখানে নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়।
তবে এই ওয়েবসাইটের অনেক ভিডিও ব্যবহারের ক্ষেত্রে ক্রেডিট দিতে হয়। সাধারণত ভিডিও ডাউনলোডের সময়ই বিস্তারিত দেখতে পারবেন। রয়্যালটি ফ্রি লাইসেন্স, Videvo স্ট্যান্ডার্ড লাইসেন্সের ক্ষেত্রে ক্রেডিট দিতে হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট দিতে হয়।
#03. VIDEEZY
স্টক ফুটেজের পাশাপাশি এই ওয়েবসাইটে অ্যানিমেশন, ড্রোন ফুটেজও পাওয়া যায়। এই ওয়েবসাইটে ফ্রি এবং প্রিমিয়াম উভয় রকমেরই ভিডিও পাওয়া যায়। তবে প্রিমিয়াম ভিডিওর ক্ষেত্রে ক্রেডিট দিতে হয় না কিন্তু ফ্রি ভিডিওর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রেডিট হবে।
#02. PIXABAY
ফ্রি স্টক ছবি ডাউনলোডের পাশাপাশি ফ্রি স্টক ভিডিও ডাউনলোড করার সুবিধাও পাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যথেষ্ট পরিমাণ ভাল ভিডিও রয়েছে। এই ওয়েবসাইটের মজার বিষয় হলো এখানে পছন্দমত সাইজ অনুযায়ী ভিডিও ডাউনলোড করার সুবিধা পাওয়া যায়। 640×360 থেকে শুরু করে 1920×1080 যেকোন সাইজের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে।
#01. PEXELS
যারা ফ্রি স্টক ছবি ডাউনলোড করে থাকেন তারা এই ওয়েবসাইটের সাথে বেশ ভালভাবে পরিচিত। একটি মজার ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটে ফ্রি স্টক ছবির পাশাপাশি দারুণ সব স্টক ভিডিও পাওয়া পেয়ে যাবেন। প্রত্যেকটি ভিডিও ক্যাটাগরি এবং ট্যাগ ভিত্তিক সাজানো হয়েছে এই সাইটে, যার ফলে আপনাকে ভিডিও খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হবে না।
বিঃ দ্রঃ এই ওয়েবসাইট গুলোর মধ্যে কিছু ওয়েবসাইটে ক্রেডিট দেয়ার ব্যাপারে বলা হয়েছে। তাই ভিডিও ডাউনলোড করার আগে অবশ্যই ওয়েবসাইট থেকে লাইসেন্স পড়ে নিবেন!
-
সৌজন্যে: TechFAQBD
আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।