ব্লগস্পট এ ঢুকতে পারছেন না।সমস্যা টা কার?? ISP নাকি গুগল এর???

আজকাল অনেকেই বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট কানেকশান ব্যবহার করে ব্লগস্পট এর সাইট গুলোতে ঢুকতে পারছেন না। যেমনঃ গ্রামীনফোন, সিটিসেল, বাংলালায়ন, ইত্যাদি। এটার দুই ধরনের সমাধান আছে। প্রথমত আপনি আইপি পরিবর্তন করে ঢুকতে পারেন অথবা প্রক্সি সাইট ইউজ করে। আর দ্বিতীয় সমাধান হচ্ছে DNS ব্যবহার করে। আমি এখন এই দ্বিতীয় পদ্ধতিটির বিবরন সহ স্ক্রীনশট দিলাম। আশা করি বুঝতে অসুবিধা হবে না।

1. পথমে Control Panel যান। তারপর সেখান থেকে Network Connection এ যেয়ে আপনার একটিভ কানেকশনটির Properties এ যান।

2. Networking ট্যাব এ গিয়ে Internet Protocol (TCP/IP) মার্ক করে Properties এ যান।


3. General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS


4. server এ  4.2.2.8 or 4.2.2.2 এবং Alternate DNSserver এ   4.2.2.5 or  8.8.8.8 লিখে OK করুন।

এবার ইন্টারনেট ডিস্কানেক্ট করে আবার পুনরায় কানেক্ট করুন। তারপর দেখুন সমাধান হয় কিনা।

Level 0

আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কিন্তু কাস্টম ডোমেইন সেট করার পর কোন প্রব পাই নাই।

বুঝলাম না !! 😕 আমি তো এইমাত্র http://www.blogger.com এ লগ-ইন করে দেখলাম । সমস্যাটা কি হচ্ছে ❓

এটা আই.এস.পি গুলোর সমস্যা মনে হয়।আমার কখনো ঢুকতে সমস্যা হয় নাই।