মোবাইলে External Microphone কাজ করছেনা! অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন না? সমাধান হাতের মুঠোয়

মাইক্রোফোন কাজ করছে না এরকম নানা রকমের সমস্যায় পরতে হয় যখন আমরা আমাদের স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে যাই তখন আমাদের নানা রকম সমস্যায় পরতে হয়। তাই মোবাইলে ভিডিও রেকর্ডিংয়ের সময় অডিও সংক্রান্ত সকল খুটিনাটি বিষয় জানতে দেখতে হবে ভিডিওটি

ভিডিও ব্লগিং অথবা যেকোন ভিডিও রেকর্ডিংয়ের জন্য আমরা অনেকেই আমাদের স্মার্টফোনটি ব্যবহার করে থাকি। আমরা অনেকে বিভিন্ন ব্রান্ডের অনেক ভালো Rear এবং ফ্রন্ট ক্যামেরাযুক্ত স্মার্টফোন ব্যবহার করে থাকি। তাতে আমাদের ভিডিও কোয়ালিটিও হয় অনেক ভালো। কিন্তু মূল সমস্যায় পরতে হয় অডিও কোয়ালিটি নিয়ে। মোবাইল দিয়ে ভিডিও স্যুট করে আমরা যেই সাউন্ড পাই তা আপ টু দি মার্ক হয় না। আমরা অনেকেই বাজার থেকে মাইক কিনে ভিডিওতে সাউন্ড টেস্ট করে নিয়ে আসি। এসে ভিডিও স্যুট করে দেখি আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যা তাই, আগের মতোই। তখন মাথায় আবার দুশ্চিন্তা, টাকাটাই বুঝি জলে গেলো। কিন্তু আপনাদের ধারণা ভুল। আপনাদের ভুল ভাঙ্গাতে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত।

ভিডিও লিংক -

How to use External Microphone on Smartphone | Open Camera | Headphone Splitter | SARKER'S

 

আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তবে লাইক, টিউমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না।

Thanks

Level 2

আমি Sajib Sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের উপকার করতে । ভালবাসি নিজেকে ভাল মাপের মানুষ হিসেবে গরতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস