এর চেয়ে সহজ আমি আর দেখিনি আর আশা করি দেখব না

''বিসমিল্লাহির রাহমানির রাহিম''

আশেষ করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করলাম।

এটা আমার প্রথম টিউন যদি কোন ভুল হয় টাহলে ক্ষমা করবেন।

আমি   ''BANGLADESH INSTITUTE OF MARINE TECHNOLOGY'' এর একজন ছাএ।

কিছু দিন আগে EXAM শেষ হয়েছে টাই আাজ সময় পেয়ে টিউন করতে বসে গেলাম

আাজ আপনাদের যে জিনিসটির কথা বলব টা হয়ত অনেকে জানেন না।

এটা হল IP address সহজ ভাবে যেভাবে আপনি  পাবেন।

প্রথমমে  run এ গিয়ে টাইপ করুন  cmd লিখে টারপর enter চাপুন

নিচের চিএের মত একটি ঘর আসবে

সেখানে  লিখুন  ping টারপর space দিন টারপর আপনি যে site এর  ip address  চান সে site

এর নাম লিখুন টারপর enter চাপুন

দেখুন  ওই site এর ip দেখাচ্ছে

12

কি অবাক হলেন নাকি টাহলে আর দেরি কেন বের

করুন আপনার পছনদের site এর ip address

আরেকটি কথা ip adress দেখার জন্য আপনার আবশ্যই internet এর connection থাকতে হবে।

আপনাদের কছে আমার একটি জিনীস চাওয়া

আমি একটি blog site খুলেছি but আমি যদি google এর কছে adsens এর জন্য যতবারই  আবেদন

করি না কেন তারা আমাকে বারবার একই email sent করে

নিচে দেখুন

Hello,

Thank you for your interest in Google AdSense. Unfortunately, after

reviewing your application, we're unable to accept you into AdSense at

this time.

We did not approve your application for the reasons listed below.

Issues:

-

Contact address incorrect, incomplete or not provided

---------------------

Further detail:

Contact address incorrect, incomplete or not provided:  We've found that

the account information provided on your application is incorrect,

incomplete, or missing.

All applications must include a valid and complete address where you can

receive mail. It's important that this information is entered correctly,

since payments will be issued to the "Payee Name" and checks, if available

in your country, will be mailed to the contact name and address as listed

on your application. If you are applying for a business account, you also

need to provide a full and complete contact name.

For more details on how to complete your application form, please visit

http://www.google.com/support/adsense/bin/answer.py?answer=47333.

---------------------

You can find more details and application tips at

http://www.google.com/support/adsense/bin/answer.py?answer=75109.

To update and resubmit your application, please visit

http://www.google.com/adsense and sign in using the email address and

password you submitted with your application. Our specialists will review

your account for compliance with our program policies, so please make sure

to resolve all of the issues listed above before resubmitting.

For a complete list of AdSense criteria, please visit:

http://www.google.com/support/adsense/bin/answer.py?answer=48182

http://www.google.com/adsense/localized-terms

For more information, visit our Help Center:

http://www.google.com/support/adsense or search the AdSense Help Forum,

where a community of publishers shares AdSense best practices:

http://www.google.com/support/forum/p/AdSense?hl=en . Representatives of

Google AdSense also participate in discussions.

Regards,

The Google AdSense Team

------------------------------

-------------------------------------------------------------------------------------------------

This message was sent from a notification-only email address that does not

accept incoming email. Please do not reply to this message.

আমার blog site address :http://www.online24tips.blogspot.com

দয়া করে  comment করবেন।এটা আমার প্রথম tune আপনাদের comment আসায় রইলাম।

লিখা কেমন হল বলবেন।

ভাল থাকবেন সবাই।

Level 3

আমি EASIN ARAFAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তুমি মিয়া মেরিনের ছাত্র হয়ে কি করে মেরিন বানান ভুল করলা। লানত তোমার উপর_t][t

    হি হি হি……!!!!

    Level 0

    টেকটিউনসে এতো সহজ সহজ টিউনও হয়! এর চেয়ে সহজ আমি আর দেখিনি আর আশা করি দেখব না!!!

    sry wrong for alphabet.
    আমি প্রথম টিউনার দয়া করে ক্ষমার চোখে দেখবেন আার আমি first এই বলছি
    এটা আমার প্রথম টিউন যদি কোন ভুল হয় টাহলে ক্ষমা করবেন।
    avro দিয়া টাইপ করছি ভুল হতেই পারে।আজ আমার ভুল হয়েছে কাল আপনার হবে এভাবেই তো আমাদের জিবন সাজানো

Level 0

ashole prithibi ta ato shohoj hoea gase j amra ato shahojeo bujte parlam na jeta tini ato shahojei bujte parsen. hi hi hi

আপনার এডসেন্স একাউন্টে দেয়া ঠিকানাটা ভুল আছে। সম্ভবত পোস্টকোড নিয়ে ঝামেলাটা বাঝতেছে। চেষ্টা করুন সঠিক ঠিকানা দিয়ে এপ্লিকেশন করতে।

    ভাই কোন ঠিকানা থেকে করলে ভাল হবে জানাবেন কি

    আমি তো একেবারে আমার গ্রামের ঠিকানা দিয়েই করেছি।

ভাইয়া,
আপনি দয়াকরে যখনই এ্যাডসেন্সের জন্য আবেদন করবেন তখন অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং জিপ কোড সঠিক ভাবে দিন। আর অবশ্যই ভ্যালিড ইমেইল এ্যাড্রেস দিতে হবে। আমার মনে হয় যে আপনি আপনার যে নাম বা ঠিকানা বা যে ইমেইল এ্যাড্রেস দিয়ে আবেদন করেছেন সেখানে কোন না কোন একটা ভুল আছে। এই জন্য আপনাকে গুগোল এই কথা বলেছে।

THANKS brother for tips

বাবর ভাই আমি আপনার সাথে contact করতে চাই plz sand me ur enail or mobile nmbr
[email protected]

আপনার গুগল অ্যাকাউন্টে আপনার ঠিকানা ঠিকমত দেয়া নেই। সেইটা ঠিক করলেই হবে। মানে অন্যরকম মেইল আসবে।

    প্রথমে ধন্যবাদ আদনান ভাই
    আমি বুজলাম না আমি আমার blog site এর ঠিকানা দিয়েছিলাম
    http://online24tips.blogspot.com/
    zip code:1414
    acount:individuale
    so what problem plz detls me
    thank u

    আপনার বাসার ঠিকানা ঠিক ভাবে দিয়েছেনতো?

    যা বলছি ঠিক তাই ঘটেছে। গুগল জিপকোড/পোস্ট কোড ৫ ডিজিটে কাউন্ট করে। আপনার দেয়া এড্রেসে ওরা ওটাই ভুল ধরছে। যদিও কিছু কিছু সময় ৪ ডিজিটের উপরে কোড দেয়া যায় না তারপরও এপ্লিকেশন ডিনাই করে দেয় এই ভুলটার কারণে। আমি নিজেও বহুতবার ভুগেছি।
    তাছাড়া আরেকটা সমস্যা গুগল ধরবে ঠিকানার সমস্যাটা মেটার পর। গুগল এখন আর সাবডোমেইনে এডসেন্স একাউন্ট এপ্রুভ করে না। এটাও আপনার জন্য পীড়াদায়ক হয়ে যাবে। একাউন্ট এপ্রুভ করার জন্য টপলেভেল ডোমেইন লাগবে।

আপনার প্রথম টিউন ভালই হয়েছে।
তবে সাহায্যের অংশটা সাহায্য ক্যাটাগরিতে লিখলে পরে আপনার সমস্যাটি অন্য কারও হলে সেও সেখান থেকে সমাধান জানতে পারবে।
সামনে আরও সুন্দর টিউন আশা করছি।

ভাই আপনার কথা মত আবার resubmit করলাম
দেখি হয় কিনা হলে জানাব

যদি আমার blog site google aprove করে টাহলে আগামিকাল একটি uncommon tune করতে পারি।

কার াছে কেমন লাগছে তা জানি না but আমার ভাল লাগছে….. 😛

    Level 0

    আমারও

thyanks আলমাস তুমার মত টপ টিউনার এর comment পাওয়ার জন্য.
many many thanks

বাবর ভাই আমি top domain কোথা হতে পাব। ভাই আমাকে google আবার ওই email korsy আমার মনে হয় আমার জীবনে আমি আর adsens acount করতে পারব না।যদি কোন দয়া বান কেউ আমার adsens acount করে দেয় তাহলে আমি তার কাছে অনেক কৃতণ্ড থাকব হব।

    হা হা, আমার একাউন্ট এপ্রুভ হইতে ২ বছর লেগেছিল। 😉
    আসল কথা হলো আপনার একাউন্ট এই মুহুর্তে কোন ভাবেই এপ্রুভ হবে না। আপনিই বলুন কি দেখে গুগল আপনার একাউন্ট এপ্রুভ করবে?
    ১. আপনার ব্লগে একটা পোস্টও নাই। যেখানে ২৫ পোস্টের নিচে এডসেন্সে এপ্লাই করা বর্তমানে হারাম গণ্য করা হয়।
    ২. ব্লগটাও বাংলায় যা গুগল সাপোর্ট করে না।
    ৩. ব্লগটা সাবডোমেইনে।
    মুল সমস্যাটা আপনাদের মেন্টালিটিতে। আপনারা মনে করেন নেট আছে, গুগল ফ্রীতে ব্লগ স্পটে ব্লগ বানাতে দিচ্ছে তাহলে বানাই না কেন। ওকে যেনতেন বাবে কপিপেস্ট মেরে বানালেন একটা। এরপর দেখলেন ড্যাশবোর্ডে রেভিনিউ অপশন আছে, গুগল এডসেন্সে এপ্লাই করা যায়। এর মাঝে বিভিন্ন ব্লগ ফোরামের কল্যাণে জেনেছেন ইন্টারনেটে টাকা উড়ে, সেটা শুধু এডসেন্সের জাল দিয়ে ধরাটা বাকি। তাহলে আর আমাকে ঠেকায় কে। এখনই এপ্লাই করতেছি, এরপর নিশ্চিত আমি মাসে হাজার হাজার ডলার ইনকাম করে সবাইকে তাক লাগিয়ে দিব।
    ফলাফল কি দাড়ায়? আপনি একের পর এক এপ্লাই করতেই থাকেন, গুগল একের পর এক ডিনাই করতেই থাকে। ফলাফল স্বরুপ কয়েকদিন পর থেকে ফ্রাসট্রেসনে ভোগা শুরু করেন, বিভিন্ন জায়গায় অনলাইনে আয়ের ব্যাপারে নেগেটিভ কমেন্ট করতে শুরু করেন। আর এই নেগেটিভ কমেন্টের প্রভাবে নতুনদের সামনে এগিয়ে আসাটাও রুদ্ধ করে দেন।

    বাস্তবতা হল এডসেন্স থেকে আয় করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, এবং সেটা খুব হালকা পাতলা না, ভারী পরিশ্রমই বলা যায়। গুগলের রুলস দিয়ে শুরু করুন। রুলস গুলো ভালোভাবে পড়ুন, সেই অনুযায়ী ব্লগ বা সাইট বানান। রুলস মেনে এপ্লাই করুন। কোন ভুল ধরলে সেটা সংশোধন করুন। ৫-১০ দিন পর আবার এপ্লাই করুন। ৭ দিনের মাজেই গুগল আপনাকে Congratulations জানাবে। সময় দিন, পরিশ্রম করুন ফল আসবেই।
    শুভকামনা রইল আপনার জন্য।
    হ্যাপি ব্লগিং।

১ম টিউনটাই দারুন করেছেন… 🙂

আপনার সবগুলো লেখাই হেডিং হিসেবে ফরম্যাটিং দেয়া আছে – দয়া করে এটা ঠিক করুন।

THANKS বাবর ভাই
আমার পরের টিউন টি দেখুন
https://www.techtunes.io/reports/tune-id/65805/

১ম টিউন বাট অনেক ভাল হইছে … 🙂

অনেক মজা পেলাম। দরকারীও বটে