চশমা আমাদের অনেকের কাছে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায়না। ১২৮৬ সালে সর্বপ্রথম ইতালির জিওর্দানো দা পিসা নামক এক ভদ্রলোক এটি আবিষ্কার করেন। যার উদ্দেশ্য ছিল দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করা। প্রিয়বন্ধুরা,
আজকে আমরা জানবো চশমার অজানা এমন কিছু তথ্য, যা এ-র আগে হয়তো আপনি জানতেন না। চলুন ডুব দেই তথ্যের জগতে।
চশমা আমরা অনেকেই ব্যবহার করি। তবে একটা বিষয় কখনোই লক্ষ করিনা আর তা হচ্ছে টেম্পলের মধ্যে থাকা কিছু সংখ্যা। নিচের ছবিটি ভালোভাবে লক্ষ করুন, যেখানে প্রত্যেকটা অংশের নাম ভিন্নভাবে দেওয়া আছে।
টেম্পল লেন্থ, আই সাইজ, ব্রীজ সাইজ আশা করি এই অংশ গুলি আপনারা বুঝতে পেরেছেন। টেম্পল হচ্ছে
কানের সাথে যে অংশটি লেগে থাকে। টেম্পলের ঠিক ভিতরে ছোট আকারে কিছু সংখ্যা রয়েছে, যার ডানদিকের সংখ্যাটি টেম্পল সাইজ। এরপরের দুইটা হচ্ছে ব্রীজ সাইজ এবং আই সাইজ। নিচের ছবিটি দেখলে বিষয়টি আরো পরিষ্কার হবে।
টেম্পল সাইজ 140mm/14cm রেঞ্জ 120-150 mm
ব্রীজ সাইজ 16mm/1.6cm রেঞ্জ 14-24 mm
আই সাইজ 55mm/5.5cm রেঞ্জ 40-62 mm
প্রিয় বন্ধুরা, আপনারা আগামীতে যারাই চশমার ফ্রেম নিবেন, আশা করি সাইজ গুলো দেখে কিনবেন।
যারা চশমা ব্যবহার করছেন এবং যারা করছেন না উভয়ই এই কৌশল প্রয়োগ করে দূরের যে কোনো লেখা বা বস্তু দেখতে পাবেন স্পষ্ট। নিচের ছবিটি লক্ষ করুন।
এই ছবিটির মত এক চোখ বন্ধ রেখে, তর্জনী আঙ্গুল ভাজ করে ছোট্ট একটা ছিদ্র তৈরি করুন। এখন সেই ছিদ্র দিয়ে খোলা চোখে দূরের কোনো লেখা বা বস্তু দেখার চেষ্টা করুন। কি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এমন হওয়ার পিছনে রয়েছে চমৎকার একটি বিজ্ঞান। যার নাম পিনহোল। বন্ধুরা আশা করছি এই পর্যন্ত আপনাদেরকে চশমা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পেরেছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। পরিবেশকে ভালো রাখুন।
আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।
ধন্যবাদ, দারুন বিষয় জানতে পারলাম।