বাইক স্টার্ট না হওয়ার ১০টি কারণ ও সমাধান

অনেকসময় ভালো মোটরসাইকেল হঠাৎ করেই স্টার্ট নিতে চায় না বা চলতে চলতে থেমে আর স্টার্ট হয় না। আমরা যারা মোটরসাইকেল ব্যবহার করি কম বেশি অনেকেই হয়তো এই সমস্যায় পড়েছি। আজ আপনাদের জানবো মোটরসাইকেল স্টার্ট না হওয়ার দশটি কারণ এবং এর সমাধান সম্পর্কে।

 ১/ চাবি অন না থাকলে

আপনার মোটরসাইকেল যদি স্টার্ট না নেয় শুরুতেই দেখে নিন চাবি অন করেছেন কিনা। হাস্যকর হলেও সত্যি আমরা মাঝেমধ্যেই  ভুল করে চাবি অন না করেই মোটরসাইকেল স্টার্ট দেয়ার চেষ্টা করি। পরে অবশ্য খেয়াল করি যে চাবি অন করতেই ভুলে গেছি।

২/ জ্বালানি তেল না থাকলে

মোটরসাইকেলে ফুয়েল আছে কিনা ট্যাংকির ঢাকনা খুলে চেক করে নিন। অনেকসময় অনেক বাইকে মিটারে ভুল দেখায়। আপনি মিটারে দেখবেন জ্বালানি আছে। অথচ ট্যাংকিতে জ্বালানি নাও থাকতে পারে। জ্বালানি না থাকলে আপনি যতোই চেষ্টা করুন বাইক স্টার্ট হবে না।

/ ফুয়েল লাইনের চাবি বন্ধ থাকলে

অধিকাংশ বাইকে তেলের লাইনের চাবি থাকে। যেই চাবি দিয়ে রিজার্ভ এবং নরমাল মুডে দেয়া যায়। অনেক সময় আমরা নিজেদের অজান্তে বা ইচ্ছা করেই চাবিটা অফ করে রাখি। ফুয়েল লাইনের চাবি অফ থাকলে বাইক স্টার্ট নিবে না।

৪/ ফুয়েল সাপ্লাই পাইপে সমস্যা থাকলে

বাইকের যে পাইপটি ফুয়েল ট্যাংক থেকে ইঞ্জিনে আসে সেটি চেক করে দেখুন। অনেকসময় তেলের পাইপে সমস্যা থাকলে বা ময়লা আটকে গেলে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই বাধাগ্রস্ত হয়। যার ফলে বাইক স্টার্ট হয় না।

/ স্পার্ক প্লাগ লুস বা ময়লা জমে গেলে

অনেক সময় আমাদের বাইকের স্পার্ক প্লাগ লুস হয়ে যায় এর ফলে বাইক স্টার্ট নাও নিতে পারে। এছাড়া জ্বালানি তেল ভেজাল হলে বা ময়লা থাকলে স্পার্কপ্লাগে কিছুটা কার্বন বা ময়লা জমে যায় ফলে বাইক সহজে স্টার্ট নেয় না। তাই স্পার্গ প্লাগ চেক করুন এবং প্রয়োজনে ওয়াশ করে নিন।

সকল মোটরসাইকেলের ঈদ অফার এবং বিভিন্ন তথ্য জানতে ইউটিউব চ্যানেলটিতে ঘুড়ে আসুন।

 

৬ বাইকের ইঞ্জিন খুব বেশি ঠান্ডা হলে

বিশেষ করে শীতের দিনে প্রায় সময়ই সকাল বেলা বাইক স্টার্ট হতে চায় না। যার মূল কারণ হচ্ছে বাইকের ইঞ্জিন অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া। এছাড়া বৃষ্টিতে বাইক ভিজলেও ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়, ফলে অনেকসময় বাইক স্টার্ট নিতে চায় না। সেক্ষেত্রে বাইকের চোক টেনে কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করুন।

৭/ বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হলে

ইঞ্জিন খুব বেশি গরম হয়ে গেলেও অনেকসময় বাইকের স্টার্ট অফ হয়ে যায় এবং স্টার্ট নিতে চায় না। সাধারণত লংট্যুরের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার বাইকটি কিছু সময়ের জন্য বন্ধ রাখুন। এরপর ইঞ্জিন কিছুটা ঠান্ডা হয়ে গেলে আপনার বাইক পুনরায় স্টার্ট নিবে। তবে ইঞ্জিন ঠাণ্ডা করার জন্য কখনো গরম ইঞ্জিনে পানি ঢালবেন না।

 ৮/ ভেজাল তেল হলে

বাইক স্টার্ট না হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ভেজাল তেল। বাংলাদেশে এটি একটি মারাত্মক সমস্যা। তাই আপনি সবসময় ভালো একটি ফুয়েল পাম্প থেকে জ্বালানি তেল নেয়ার চেষ্টা করুন। কারণে বাইকে ভেজাল তেল থাকলে বাইক স্টার্ট না হওয়া, পিক আপ ছেড়ে দেওয়াসহ বিভিন্ন যন্ত্রাংশে সমস্যা দেখা দিবে।

৯/ ব্যাটারির ফিউজ কেটে গেলে

বাইকের ব্যাটারির ফিউজ কেটে যাওয়া কমন একটি সমস্যা। বাইক স্টার্ট না নিলে ব্যাটারির ফিউজ চেক করুন। যদি ফিউজ কেটে গিয়ে থাকে দেখবেন সাথে সাপোর্ট হিসাবে আরেকটি ফিউজ দেয়া আছে। সেটা লাগিয়ে নিলেই বাইক স্টার্ট হয়ে যাবে।

 ১০/ বাইক অনেকদিন ফেলে রাখলে

বাইক অনেকদিন না চালিয়ে ফেলে রাখলে বাইক স্টার্ট নিতে চায় না। এক্ষেত্রে প্রথমে আপনার বাইকটি সুন্দরকে পরিস্কার করুন। এরপর ব্যাটারি চার্জ দেয়ার চেষ্টা করুন। আশাকরছি বাইকটি স্টার্ট নিবে।

 মূলত এসব কারণেই অনেক সময় বাইক স্টার্ট নিতে চায় না। বাইক স্টার্ট না নিলে আজেকে যে বিষয়গুলো বললাম সেগুলো খেয়াল করুন। আশাকরছি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরও যদি আপনার বাইক স্টার্ট না নেয় তবে দয়া করে দ্রুতই আপনার বাইকটি ভালো কোনো মেকানিক বা সার্ভিস সেন্টারে নিয়ে যান।

সকল মোটরসাইকেলের ঈদ অফার এবং বিভিন্ন তথ্য জানতে ইউটিউব চ্যানেলটিতে ঘুড়ে আসুন।

Level 2

আমি সজিব খান। Founder, Bdwebsite.net বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

situs slot bet 200


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় সজিব খান,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।