ব্রাউজারের কিছু প্রয়োজনীয় শর্টকাট

ইন্টারনেট ব্যবহার মানেই কোনো না কোনো ওয়েব ব্রাউজারের আপনি পরিচিত। একেক জনের পছন্দের তালিকায় থাকে একেক রকম ব্রাউজার। বেশীরভাগ ব্যবহারকারীই ব্রাউজার ব্যবহারে মাউস ব্যবহারে করে কমান্ড দিয়ে থাকেন। 

আরও পড়ুন- উইন্ডোজ ১০ এর ৩ টি কীবোর্ড শর্টকাট

 
তবে চাইলে মাউসের বদলে কিবোর্ড ব্যবহার করেও কমান্ড দেয়া যায়। কিবোর্ডের কিছু শর্টকাট কি রয়েছে যেগুলো দিয়ে সহজে ও দ্রুত সময়ে কাজ করা যায়। ব্রাউজার ব্যবহারে প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো কাজকে আরো গতিশীল করে তুলবে। তাই তেমন কিছু শর্টকাট নিয়ে লিখা হয়েছে এই আর্টিকেলে।

আরও পড়ুন- স্মার্টফোনে স্পেস সংকটে ভুগলে ছবি রাখতে পারেন গুগল ফটোসে

 
* ওপেন বক্স আনতে Ctrl+O প্রেস করতে হবে। আর এর মাধ্যমে হার্ডড্রাইভ থেকে যে কোনো ফাইল ওপেন করা যায়।
 
* এড্রেসবারের শেষে “.com” যুক্ত করার জন্য Ctrl+Enter প্রেস করতে হবে।
 
* Ctrl+Shift+Del প্রেস করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে যেটির মাধ্যমে ব্রাউজিং হিস্টোরি এবং অন্যান্য ডাটা ডিলেট বা ক্লিয়ার করে ফেলা যাবে।
 
* ব্রাউজারে যেসব ট্যাব খোলা রয়েছে সেগুলিতে ক্রমান্বয়ে ডান দিকে যেতে হলে Ctrl+Tab প্রেস করতে হয় আর যদি ওপেন করা  ট্যাবের বাম দিকে যেতে চান তাহলে Ctrl+Shift+Tab প্রেস করতে হবে।
 
* অনিচ্ছাকৃতভাবে কোনো ট্যাব ক্লোজ করা হলে সেটি পুনরায় ওপেন করতে Ctrl+Shift+T প্রেস করতে হবে।
 
* Ctrl+L প্রেস করে এড্রেসবারে যাওয়া যায়।
 
*  Ctrl+J প্রেস করে ডাউনলোড হিস্টোরি দেখা যায়।
 
* Alt+Home প্রেস করলে ব্রাউজারের হোমপেজে যাওয়া যাবে। কিন্তু আবার কোনো কোনো ব্রাউজারে এটি প্রেস করলে নতুন ট্যাব ওপেন হয়।
 
* ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে কোনো সার্চ করতে চাইলে হলে Ctrl+E প্রেস করতে হবে।

# লেখাটি পূর্বে TechFAQBD-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ https://www.techfaqbd.com/2020/05/browser-shortcuts-everyone-should-need-to-know.html

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস