আজকে আপনাদের সাথে আমি অ্যান্ড্রয়েড ফোন রুট করার পদ্ধতি আলোচনা করবো। আমরা অনেকেই আছি যারা অ্যান্ড্রয়েড ফোনের অভ্যন্তরীন এক্সেস পেতে চাই। নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নেক্সট লেভেলের কাজকর্ম করতে চাই। নিজের অ্যান্ড্রয়েড ফোনটাকে আরো কনট্রোলে আনতে চাই (যেমন System App আনইনস্টল করা) যারা অ্যাডভান্সড লেভেলের অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্যই হলো অ্যান্ড্রয়েড রুট সিস্টেম। অ্যান্ড্রয়েড ফোন রুট করলে আপনি আপনার ফোনের ফুল এক্সেস সহ আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন অনেক ভাবে রুট করা যায়। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে
Kingroot নামক সফটওয়্যারটি দিয়ে রুট করা। নিচে Kingroot সফটওয়্যারটি দিয়ে অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম দেয়া হলো :-
১.প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে Kingroot নামক একটি App ইনস্টল করতে হবে। App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২.App টি ইনস্টল করুন।
৩.তারপর ওদের Terms and conditions একসেপ্ট করুন।
৪.App টিতে ঢোকার পর নিচে Start Root লেখা একটি অপশন পাবেন। ওখানে ক্লিক করুন। (Start Root বাটন এ ক্লিক করার আগে Mobile Data বা Data Connection অন করে নিতে হবে। নাহলে রুট করা যাবে না। সিম এ কমপক্ষে ১০০ MB ডাটা রাখবেন। রুট করার সময় ৫০ থেকে ৬০ MB ডাটা খরচ হতে পারে)
৫.তারপর শুধু অপেক্ষা করুন। ডাটা কানেক্শনের স্পিড ভালো হলে মোটামুটি ৪-৫ মিনিটের মধ্যে রুট কমপ্লিট হয়ে যাবে।
আমি Md Mayed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা দিয়ে আগেরকার ভার্সনের ফোন রুট হতো, এন্ড্রয়েড ভার্সন ৬ থেকে উপরের গুলো রুট করা যায় না।