WhatsApp ব্যবহারকারীদের জানা প্রয়োজন, গুরুত্ত্বপূর্ণ সেটিংস্, নিরাপদে থাকুন

  • একজন সচেতন হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীর নিম্নোক্ত ফিচার গুলো সম্পর্কে জানা প্রয়োজন। হোয়াটস্অ্যাপে অনেক অ্যাডভান্স সেটিংস রয়েছে তার মধ্যে গুরুত্ত্বপূর্ণ কিছু অ্যাডভান্স সেটিংসে এর কথা বলব। আপনার যদি এই সেটিংস গুলো নিজেদের প্রয়োজন মত পরিবর্তন করে ব্যবহার করেন তাহলে অনেক সুবিধা পাবেন।

০১. Two Step Verification:

    আপনার একাউন্টস্ নিরাপদ রাখার জন্য প্রত্যেক হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীর Two Step Verification চালু রাখা অনেক জরুরি। এটা চালু থাকলে অন্য কোন মোবাইলে আপনার ফোন নাম্বার দিয়ে আরেকটি হোয়াটস্অ্যাপ একাউন্টস্ খুলা যাবে না। যদি কেউ খুলতে চায় তাহলে পাসওয়ার্ড চাইবে, যা শুধু আপনিই জানেন। এর ফলে একাউন্টস্ নিরাপদ থাকবে।

 

০২. Read Receipts:

এই অপশনটি চালু থাকলে, আপনার কাছ আগত মেসেজ আপনি দেখেছেন কি না, তা প্রেরক বুঝতে পারবেন। অপশনটি অফ করে রাখলে প্রেরক বুঝতে পারবেন না, আপনি মেসেজ দেখেছেন।

 

০৩. Media auto download:

এটা চালু থাকলে আপনার হোয়াটস্অ্যাপে যত মিডিয়া ফাইল পাঠানো হবে সব অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনার মূল্যবান ইন্টার্নেট প্যাকেজ নষ্ট হবে এবং ফোনের মেমোরি ফুল হয়ে ফোন হ্যাং করবে। এটা বন্ধ করে রাখলে ফাইল অটো ডাউনলোড হবে না, শুধু আপনি ক্লিক করলে সংশ্লিস্ট ফাইল ফোনে লোড হবে।

 

০৪. Blocked Contacts:

বিরক্তিকর কল পরিহার করার জন্য আপনি খুব সহজে এই অপশন ব্যবহার করে কল ব্লক করতে পারেন।

 

০৫.  Low Data usage:

এটি হোয়াটস্অ্যাপের অন্যতম গুরুত্ত্বপূর্ণ ফিচার। যারা ছোট ছোট বা লিমিটেড ইন্টার্নেট প্যাকেজ ব্যবহার করেন তাদের ইন্টার্নেট খরচ কমাতে সহায়তা করবে। এটা অন করে রাখলে আপনার ডাটা খরচ কম হবে।

আমি  উপরে ফিচার গুলোর সুবিধা তুলে ধরেছি।  কিভাবে মোবাইলে সেটিংস গুলো চালু করবেন তা লিখে প্রকাশ করা খুব কঠিন। নিচের ভিডিওতে সেটিংস্ গুলো ধাপে ধাপে দেখানো হয়েছে।  এর পরও যদি সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই সহযোগিতা করব।

যদি আপনি টেকনোলজি ভালোবাসেন তা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগবে।

https://www.youtube.com/channel/UCNtsyZe3_o7Z-EFjAP6OZxw?sub_comfirmation=1

 

কিভাবে স্মার্ট ফোনের স্ক্রিন ল্যাপটপের সাথে তারবিহীন শেয়ার করা যায়? ফোনের ছোট স্ক্রিন ল্যাপটপে শেয়ার করে সব কন্টেন্ট দেখতে পারবেন, গেমস্ খেলতে পারবেন

Level 1

আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস