নানান সময় নানান সফটওয়্যার ইনস্টল করার কারণে ওয়েব ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন হয়ে যায়। আর সেই সার্চ ইঞ্জিন পছন্দ নাও হতে পারে। তাই চাইলে নিজের পছন্দ মতো সার্চ ইঞ্জিন পরিবর্তন করে নেয়া যায়। কিন্তু কিভাবে করবেন এই কাজটি তা এই আর্টিকেলে তুলে ধরা হল-
আরো পড়ুন- পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট মুছার উপায়
ক্রোম ব্রাউজারের জন্য:
প্রথমেই ক্রোম ব্রাউজারের settings এ যেতে হবে। তারপর নিচে স্ক্রল করে Search engine অপশনে গিয়ে পছন্দ মতো পরিবর্তন করে নিতে হবে।
মজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য:
প্রথমেই মজিলা ফায়ারফক্স ব্রাউজারের settings এ যেতে হবে। তারপর বামের মেন্যু হতে Search অপশন এ যেতে হবে। তারপর সেখান থেকে Default Search Engine অপশনে গিয়ে পছন্দ মতো পরিবর্তন করে নিতে হবে।
# লেখাটি পূর্বে TechFAQBD-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ https://www.techfaqbd.com/2020/05/change-default-search-engine-in-browser.html
আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।