আমার টেকটিউনসের বন্ধুদের স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসাধারন একটি নোটপ্যাড ট্রিক্স যার মাধ্যমে তোমরা কোন সফটওয়্যার ছাড়াই নিজেদের পার্সোনাল Diary ব্যবহার করতে পারবে নোটপ্যাড দিয়ে। তাহলে শুরু করি.
আমার বাংলায় একটি Youtube Channel আছে যার নাম Computech Knowledge. ঘুরে আসতে পারো।
সেখান থেকেও এই ধরনের ভিডিও তোমরা পাবে। চ্যানেলটির লিঙ্ক এখানে দিলাম
https://www.youtube.com/channel/UC5sIkDu7KLf5owWjHolxVoQ
নোটপ্যাড ডায়েরি
ধাপ-১
প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করবো, টাইপ করবো.LOG (নিচের ছবির মতো) এবং যেকোনো নাম দিয়ে সেভ করে দেবো (আমি এখানে Desktop এ সেভ করেছি Notepad Diary নাম দিয়ে)।
ধাপ-২
সেভ করার পর ফাইল টা এবার শুধু ডাবল ক্লিক করে ওপেন করবো আর দেখবো ম্যাজিক ফাইল টা যখন ওপেন হবে ঠিক তখন কম্পিউটারে যে সময় ও তারিখ থাকবে সেটা স্বয়ংক্রিয় ভাবে দেখাবে।
সেই সময় আমরা যদি কিছু লিখে সেভ করে রাখি। পরে আবার যখন ফাইল টা ওপেন করবো সেই সময় যে সময় ও তারিখ থাকবে তা দেখাবে এবং আবার লিখতে পারব ঠিক Personal Diary র মতো যখনই লিখব তখনকার সময় ও তারিখ থাকবে, তার সঙ্গে অবশ্যই আগের সেভ করা লেখা গুলিও থাকবে।
Notepad কে আমরা এইভাবে Diary হিসাবে ব্যবহার করতে পারি।
টিউনটা ভালো লাগলে টিউমেন্ট করে জানিও।
এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল পেতে নিচের চ্যানেলটি আজই Subscribe করো।
বিশদ বিবরণের জন্য ট্রিক ভিডিওটি অবশ্যই দেখো
Youtube Link :
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করো
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জানাই Techtunes কে। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।
আমি রাহুল দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।