একটি অদৃশ্য ফোল্ডার কীভাবে বানাবো খুব সহজে Hide/Unhide Option ব্যবহার না করেই

সবাইকে স্বাগত জানাই আমার আজকের টিউটোরিয়ালে। আজ তোমাদের শেখাবো কীভাবে অদৃশ্য ফোল্ডার বানানো যায় Hide বা Unhide অপশন ব্যবহার না করেই। শুরু করার আগে বলে রাখি আমার একটি বাংলায় শিক্ষামূলক Youtube channel আছে Computech Knowledge নামে। সেখান থেকেও এই ধরনের ভিডিও তোমরা পাবে। চ্যানেলটির লিঙ্ক এখানে দিলাম

https://www.youtube.com/channel/UC5sIkDu7KLf5owWjHolxVoQ

তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। অদৃশ্য ফোল্ডার তৈরি.

প্রথম ধাপ 

প্রথমে একটি ফোল্ডার তৈরি করতে হবে। যেকোনো নাম দিলেই চলবে।

প্রথম ধাপ

প্রথমে আমরা ফোল্ডারের আইকন অদৃশ্য করবো।

ফোল্ডারটি তৈরি হবার পর এবার ফোল্ডারের উপর Right click করে Properties tab এ যাব।

Properties tab ওপেন হওয়ার পর যথাক্রমে Customize এবং Change Icon এ ক্লিক করবো।

Change Icon এ ক্লিক করার পর কিছুটা scroll আমরা তিনটে অদৃশ্য আইকন দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমটা সিলেক্ট করে OK করবো এবং এর পরের Dialog box এও OK করবো।

আইকন পরিবর্তন

এর ফলে ফোল্ডারের আইকন টি অদৃশ্য হবে।

অদৃশ্য ফোল্ডার আইকন

দ্বিতিয় ধাপ

এর পরের ধাপে আমরা ফোল্ডারটির নাম অদৃশ্য করবো। এরজন্য প্রথমে ফোল্ডারটির উপর Right click করে Rename করবো।

নাম পরিবর্তন

যে নাম টা দেওয়া আছে তা মুছে দিয়ে Keyboard থেকে Alt এর সঙ্গে 255 (Alt+255) প্রেস করতে হবে। তবে মনে রাখতে হবে 255 যেন Numpad থেকে প্রেস করা হয় অর্থাত যেখানে Num Lock key থাকে। নিচের ছবিটি দেখো.

নামহীন ফোল্ডার

এর ফলে ফোল্ডারটির নাম অদৃশ্য হবে বা নামহীন হবে।

তাহলে এই সহজ দুটি ধাপের মাধ্যমে আমরা শিখলাম কীভাবে একটি ফোল্ডার অদৃশ্য করা যায় অথবা নামহীন এবং আইকনহীন করা যায়। Hide/Unhide অপশন ব্যবহার করা ছাড়াই। ফোল্ডারটি ওখানেই রয়েছে এবং ওপেন ও করা যাবে। নিচের ছবিতে অদৃশ্য ফোল্ডারটিকে ওপেন করা হয়েছে।

এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল পেতে নিচের চ্যানেলটি আজই Subscribe করো।

বিশদ বিবরণের জন্য ট্রিক ভিডিওটি অবশ্যই দেখুন।

Youtube Link :

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জানাই Techtunes কে। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।

ফেসবুক পেজে আমি 

Level 2

আমি রাহুল দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস