পিসিতে প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করার উপায়

বিশ্বের বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে অ্যাপসের সহজলভ্যতা। আর অ্যান্ড্রয়েডের  জন্য প্লে স্টোরে রয়েছে হাজারো অ্যাপস, যার বেশিরভাগই বিনামুল্যে পাওয়া যায়।

আরও পড়ুন- উইন্ডোজ ১০ এ মাউস পয়েন্টারের রং ও আকার পরিবর্তন করবেন যেভাবে
 
কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হলে অ্যান্ড্রয়েড ডিভাইসের দরকার পরে। কিন্তু কম্পিউটার থেকে ডাউনলোড করার অপশনটি প্লে স্টোরে নেই। তবে চাইলে প্লে স্টোর থেকে কম্পিউটার ব্যবহার করেই অ্যাপস ডাউনলোড করা যায়। কিভাবে করবেন তা তুলে ধরা হলো এই আর্টিকেলে।
 
* প্রথমেই যে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে চান তার প্লে স্টোর লিংকে যেতে হবে। 
 
step-1-techfaqbd
 
 
* তারপর ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে URL টি কপি করতে হবে।
 
* তারপর এই ঠিকানায় গিয়ে URL বক্স এ কপি করা URL -টি পেস্ট করে দিতে হবে।
 
* তারপর Generate Download Link বাটনে ক্লিক করতে হবে। 
 
step-2-techfaqbd
 
 
* তারপর Generate Download Link বাটনের নিচে Download বাটনে ক্লিক করলেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে।

# লেখাটি পূর্বে TechFAQBD-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ https://www.techfaqbd.com/2020/05/download-app-from-play-store-on-pc.html

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস