Internet এ অনেকেই সফল হয় । কেন হয়? এর কারনগোলো জানলে আপনি হয়তো সফল হবেন। অথবা আপনি সফল কারন আপনি এর কাছাকাছি কোন পদ্ধতি মেনে চলেছেন।
সফলতার ধাপ সমূহ:
- ০১. Surfing: ঘাটতে ঘাটতে নিজের জানার আগ্রহটা বেড়ে যায়। এই আগ্রহটাই একজন নবীনকে সফলতার পথে নিয়ে যায়। Search করার কৌশলটাই আপনার অর্ধেক সফলতা এনে দিবে।
- ০২. Test Work: যার মাধ্যমে জানাটাকে কাজে রুপান্তরিত করা হয়। এখানে ধৈর্যটা বড় বিষয়। যে ধৈর্য ধরবে সে টিকে থাকবে।
- ০৩. Hacking: এই জিনিসটা না জানলে অনলাইনে আপনি হেরে যাবেন। চোর ধরতে হলে আগে চোর হতে হয়। আপনার কাজকে নিরাপদ করতে Hacking জানা দরকার। প্রাথমিকভাবে Phishing, Keylogger, DDoS, XSS, Cookies Stealing, আপনি যে CMS/Script নিয়া কাজ করবেন তার দুর্বল দিকটা জানা.....এগোলো হলেই চলবে।
- ০৪. Income: আয় না থাকলে উৎসাহ থাকে না। আয়টা যদি নৈতিক উপায়ে হয় তাহলে উৎসাহ আরো বেড়ে যাবে। Freelancing, Advertising, Direct Contact, Affiliation যে কোন এক বা একাধিক উপায়ে সেটা হতে পারে।
- ০৫. Expertness: যে কাজ করা হচ্ছে তার উপরে Pro Level Expertness তৈরি করতে চেষ্টা করবেন। মনে রাখবেন আপনি যে কাজটা করেন তা নিয়ে আরো হাজারোজন কাজ করে কিন্ত Expert (Consultant Level) লোক খুবই কম। অনেকে নিজেকে Consultant দাবি করবে তবে সত্যিকার Expert রা কাজ বেশি পাবে এবং Recommendation-ও । (আমি নিজেকে Expert দাবি করি, কিন্ত জানি খুবই কম)
- ০৬. Branding: প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় থাকবে। পরিচয়টা আপনাকে চিহ্নিত করতে সহায়তা করবে। Buyers আপনার Brand টাকে অনেক গুরুত্ব দেবে। আপনার Brand ই আপনার কোম্পানি । মনে রাখবেন আপনার কোন অবহেলা আপনার Brand কে নষ্ট করে ফেলবে।
যে ভূলগুলো হয়:
- ০১. Surfing: এখানেই অনেকে বাদ পরে যায়। মূল কারনগোলো হলো Porno Site Surfing, Long time chatting, Heavy Social Networking, Movie related content downloading আরো অনেক প্রতিবন্ধকতা আছে। মূল ব্যপারটা হলো Time Killing
- ০২. Test Work: ধৈর্য হারানো। উৎসাহের অভাব।
- ০৩. Hacking: যারা এই ধাপে নষ্ট হয় তারা আসলে আত্মঅহংকারের কারনে নষ্ট হয়। Hacking শিক্ষার পর তা বানিজ্যিক ভিত্তিতে প্রয়োগ করা, বিভিন্ন যায়গায় নিজেকে জাহির করা প্রধান কারন। অর্থনৈতিক ব্যাপারে Hacking প্রয়োগ করলে সে আর টিকতে পারবে না। যে মানুষ টাকা আয় করে সে খুব ভালো করে জানে টাকা চুরি গেলে কি করতে হবে।
- ০৪. Income: এই ধাপে নষ্ট হবার মূল কারন ভূল যায়গায় আয় করার পদ্ধতি অবলম্বন করা এবং প্রতারিত হওয়া। যেমন PTC, Weak referral, Scammed sites, Self click on Advertisement, Self signup on Affiliation etc. যারা Freelancing করেন তাদের প্রাথমিকভাবে খুবই খুবই serious হতে হয়। এখানে ধৈর্যের পাহাড় নিয়ে নামতে হয়। অনেকে এই ধৈর্যের পরীক্ষায় হেরে যায়।
- ০৫. Expertness: অনেকে Expert না হয়ে ভিন্ন বিষয়ে কাজ শুরু করে। এক কাজ থেকে আরেক কাজে ঘুরে বেড়ায়।
- ০৬. Branding: এই কাজটা অনেকে করে না। করলেও মান বজায়ে রাখতে পারে না
আরো যে ভূল হয়:
- i. Copy Paste content
- ii. অন্যের সাথে ধাক্কা লাগা। আপনি হয়তো টেরই পাবেননা আপনি যার সাথে তর্কে জরিয়ে পরলেন তার ওজন ১ কেজি না ১০০০০ কেজি। তবে কিছুদিন পরে সেটা টের পাবেন। সে হয়তো আপনার জীবনটাই ধ্বংস করে দিতে পারে।
- iii. অতি লোভ
- iv. না জেনেশুনে টাকা বিনিয়োগ করা। Casino, Bat, Share, fake Forex etc
- v. Spamming. যা আপনাকে কাঠগড়ায় তুলতে পারে
..............এবং আরো অনেক কারন আছে। এই মুহুর্তে মনে পরছে না।
ব্লগে লেখার জন্য পর্যাপ্ত সময় পাই না
আশা আছে - SEO, eCommerce নিয়ে কিছু টিউন করবো।
এর আগের পোস্টে আমি দুইটা মন্তব্য করেছিলাম। আপনার পোস্ট দেখে নয় সকলের মন্তব্য দেখে। আমি দেখেছি কিভাবে তারা একটি মানুষ কে ………। তাই আমি সেখানে আপনার বিরুদ্ধে কোন মন্তব্য করি নাই। তবে এত কিছু হবার পরেও আপনি আমাদের সাথে আছেন আমার খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।
আর ভাইয়া আমি SEO তে খুব আগ্রহী।