উইন্ডোজ পিসিতে ফাইল/ফোল্ডার হাইড করবেন যেভাবে

নানান প্রয়োজনে পিসিতে ফাইল/ফোল্ডার হাইড করতে হয়। আবার অন্য ব্যবহারকারীদের কাছ থেকে নিজের কোনো ফাইল/ফোল্ডার লুকিয়ে রাখার জন্য সাধারণত ফাইল/ফোল্ডার হাইড করার প্রয়োজন হয়। তাই এই আর্টকেল তুলে ধরা হবে কিভাবে পিসিতে ফাইল/ফোল্ডার হাইড ও আনহাইড করবেন। তো চলুন শুরু করা যাক-

আরো পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ৮ জন মিলে করা যাবে ভিডিও চ্যাট

ফাইল/ফোল্ডার হাইড করতে-

* যে ফাইল/ফোল্ডারটি হাইড করতে চান সেই ফাইল/ফোল্ডারটির ওপরে রাইট ক্লিক করে এবং সেখান থেকে নিচের Properties অপশনটিতে ক্লিক করতে হবে।

step-1-techfaqbd

* তারপর Properties এ ক্লিক করার পরে নিচের মত একটি মেসেজ আসবে আর যেখান থেকে Hidden নামের অপশনটিতে টিক দিতে এবং Apply এরপরে Ok বাটনে ক্লিক করতে হবে।

step-2-techfaqbd

ব্যাস, তাহলেই ফাইল/ফোল্ডারটি এখন থেকে অদৃশ্য হয়ে যাবে। একবার চেক করে দেখুন ফোল্ডারটি দেখা যাচ্ছে না।

ফাইল/ফোল্ডার আনহাইড করতে-

* যে ফাইল/ফোল্ডারটি হাইড করেছেন সেটি এখন আনহাইড করতে নিচের ছবির মত যে ড্রাইভে ফাইটি ছিলো সেই ড্রাইভের উপরের View অপশন থেকে Hidden Item অপশনটি চেক দিতে দিতে হবে।

step-3-techfaqbd

ব্যাস, তাহলেই ফাইল/ফোল্ডারটি আবার ফিরে আসবে বা আনহাইড হয়ে যাবে।

# লেখাটি পূর্বে TechFAQBD-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ https://www.techfaqbd.com/2020/05/hide-files-folders-in-windows-pc.html

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস