ইমেইল স্পুফিং কি?
ইমেইল স্পুফিং হলো এক প্রকার Anonymous Mail Service.যা আপনার ইতিমধ্যে জানেন।
আপনি যদি আপনার ইমেইল দিয়ে কোন সাইট বা ফেইসবুক আইডি খুলেন। তবে হ্যাকার রা আপনার আইডি হ্যাকের ভয় দেখাবে। ত এর জন্য তারা কি করে, আপনার ইমেইল হুমকি মেসেজ পাঠায়। তবে তারা এক কাজের জন্য নিজের ইমেইল ইউজ করে না। কারন, যদি তারা নিজের ইমেইল ইউজ করে আপনাকে হুমকি দেয়। আপনি ইমেইল এড্রেস টা দিয়ে সাইবার পুলিশের কাছে রিপোর্ট করলে, হ্যাকরকে ধরে ফেলবে। তো তারা এজন্য কি করে, Bulk Mail or Anonymously Mail or Email Spofing করে। এর ফলে তারা নিজের ইমেইল দিয়ে মেসেজ না পাঠিয়েও নিজের ইচ্ছে মতো ইমেইল (ফেইক ইমেইল) বানিয়ে মেসেজ সেন্ড করে।
এই মেথোড টাকে বলা হয় ইমেইল স্পুফিং। আপনারা যারা ব্লগারে কাজ করেন এবং সাইটে কনটাক্ট ফর্ম গেজেট রাখেন, তারা তাদের মেইলের স্পেম বক্স চেক করলেই লক্ষ করবেন এমন অনেক মেসেজ আসে, যেগুলোর ইমেইল এড্রেস গুলো ফেইক। যেগুলো হ্যাকার বা স্প্যামারদের ফাদ। আপনি ওদের কথা শুনলেই ধরা খাবেন।
তো হ্যাকার হতে গেলে আপনাকে অবশ্য Anonymously Mail পাঠানো শিখতে হবে।
এমন মেইল পাঠানোর জন্য অনলাইনে অনেক ফ্রি সাইট আছে, তবে সেগুলো দিয়ে একটা মেইল গেলে আর যায় না। আবার আছে কিনতে হয়। ধরুন আপনি 100 টা মেইল পাঠাবেন এত টাকা দিতে হবে.। যা সকলের জন্য সুবিধার নয়
ত এখন আমি যে ট্রিক টা শিখাবো এতে কোন টাকা লাগবে না। আনলিমিটেড ফ্রিতে পাঠাতে পারবেন। আবার একেবারে বিনামূল্যে দিচ্ছি তাও না। একটু কষ্ট করতে হবে। তা হলো:এ ধরনের মেইল পাঠাতে হলে অবশ্যই আপনাকে আমার গ্রুপে জয়েন হতে হবে।
এটা গ্রুপ লিংক:
https://m.facebook.com/groups/605974889982369
এই গ্রুপে সবকিছু নিয়ম বলে দিয়েছি। এটা শুধুমাত্র আমার গ্রুপের ইউজারদের ব্যক্তিগত ইউজের জন্য। সো আপনিও গ্রুপের মেম্বার হলে, আরো অনেক সুবিধা উপভোগ করতে পারবেন। আরো ভারো কথা হলো এই সাইট থেকে মেইল পাঠালে স্পেম বক্সে নয় সোজা মেইলে যাবে।
সাইট দ্বারা কারো কোন ক্ষতি করবেন না। ক্ষতি হলে আমি বা আমার গ্রুপ বা TTC দ্বায়ী নয়।
আমি মোঃ ফাইহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।