Pc troubleshooting(যারা নতুন কম্পিউটার ব্যবহার কারী তাদের জন্য)(পর্ব-১)

সবাইকে আমার প্রথম টিউনে স্বাগতম।আসা করি সবাই ভাল আছেন।

আমার এই টিউনটি নতুন কম্পিউটার ব্যবহার কারিদের কাজে আসবে বলে আসা করি।যদি কারো কাজে আসে তাহলে আমার কষ্ট করে লিখার কিছুটা সার্থকতা আসবে।

দুনিয়াতে একজন মানুষের রোগ-চিন্তা-চাহিদা অর্থ্যাৎ সব কিছু মিলিয়ে সমস্যার যেমন শেষ নেই তেমনিই একটি কম্পিউটারের বেলায় সমস্যার কোন অভাব নাই।আর এই জন্য computer এর ক্ষেত্রে প্রথমে trouble খুজতে হবে এবং সেটি কি সমস্যা তা বুঝেই Shooting করতে হবে।

আজকের বিষয়ঃ পাওয়ার সংক্রান্ত সমস্যা

১.সমস্যাঃ সিস্টেম ইউনিট এবং  মনিটরের পাওয়ার আসেনা।

সমাধানঃএইক্ষেত্রে প্রথমে লক্ষ্য করতে হবে-মাল্টিপ্লাগ এবং মেইন সকেটটিতে পাওয়ার আছে কিনা।যদি না পায় তাহলে কম্পিউটারের পাওয়ার কেবল এবং পাওয়ার সাপ্লাইটি চেক করতে হবে।

2.সমস্যাঃ সিস্টেম ইউনিট পাওয়ার পায় কিন্তু মনিটরের পাওয়ার আসেনা।

সমাধানঃ মনিটরের পাওয়ার ক্যাবল টি লুজ অথবা নষ্ট থাকতে পারে।মাল্টি প্লাগটি এবং মনিটরটি অন্য কোথাও লাগিয়ে দেখা যেতে পারে।

৩.সমস্যাঃ সিস্টেম ইউনিট পাওয়ার পায় না কিন্তু মনিটরের পাওয়ার পায়।

সমাধানঃপাওয়ার সাপ্লাইটি ভাল ভাবে চেক করতে হবে।পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার সঠিক থাকলে মাদারবোর্ডটি চেক করতে হবে।

৪.সমস্যাঃ কম্পিউটার অন করার পর বুট হওয়ার সময় হটা পাওয়ার অফ হয়ে যায়।বারবার এই রকম হতে থাকে।

সমাধানঃএইটি সাধারনত পাওয়ার সাপ্লাই এর কারনে হয়ে থাকে।এই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটি বদলাতে হবে।প্রয়োজনে পাওয়ার সাপ্লাইটি বদলাতে হবে।প্রয়োজনে বায়োস সেটিং এবং মাদারবোর্ড চেক করতে হবে।

৫.সমস্যাঃপিসি কিছুক্ষন কাজ করার পর হটাত বন্ধ হয়ে যায় আবার ইন্টারনেট ব্রাউজিং এর সময় ও বন্ধ হয়ে যায়।

1.   প্রথমে my computer থেকে control panel প্রবেশ করুন।

2.  পাওয়ার অপশনটি অপেন করুন।

3.  টার্ন অফ মনিটর,হার্ডডিস্ক,ড্রপ ডাউন বক্স থেকে never নির্বাচন করে ওকে করুন।

সমাধান না হলে শক্তিশালী নতুন ভার্সনের কোনো এন্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাস ক্লিন করে নিন।

জানা-অজানাঃক্যাশ রেজিস্ট্রার আবিষ্কারের নেপথ্য।

এটি ১৮৭৯ সালের ঘটনা।ওহায়োর ডেটনের রেস্টুরেন্টের মালিক জেমস রিস্টির কর্মচারীরা প্রায়ই ক্যাশ বাক্স থেকে পাউন্ড চুরি করত।শেষে এ সমস্যার সমাধান করেন তিনি ক্যাশ রেজিস্ট্রার যন্ত্র তৈরি করেন।পরে আইডিয়াটি তিনি মাত্র ২০০ পাউন্ডে এক কোম্পানির কাছে বিক্রি করে দেন।আর ওই কোম্পানি ক্যাশ রেজিস্ট্রার বানিয়ে কোটি কোটি পাউন্ড আয় করে।

জেনে নিন কিছু তথ্যঃ

১।মানুষের হাচির গতি ঘন্টায় ১০০ মাইল।

২।একটি রাজ গোখরার ১ গ্রাম বিষ ১৫০ জন লোকের প্রাণনাশ করতে পারে।

বলতে পারেন?

প্রশ্নঃ কোন প্রাণী চোখ দিয়ে শ্বাস নেয়?

উওরঃআগামী টিউনে

আজকের টিউন শেষ করলাম একটি কৌতুক দিয়ে

১ম বন্ধুঃশুনলাম তোর নাকি ছেলে হয়েছে?তা নাম কি রাখলি?

২ম বন্ধুঃমাইকেল

১ম বন্ধুঃশুধু মাইকেল,আর কিছু না?

২য় বন্ধুঃবড় হলে ওই ঠিক করে নিবে জ্যাকসন না মধুসুধন।

আগামী টিউনটি হবে display সংক্রান্ত সমস্যা নিয়ে।যদি কারো কোন প্রবলেম থাকে এই বিষয়ে তাহলে জানাবেন ,চেষ্টা করব সঠিক উওর দিয়ে আপনার সমস্যা সমাধান করতে।

সমস্যা জানাতে commnet অথবা ইমেল করতে পারেনঃ[email protected]

Level 0

আমি wapmax। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন উদ্যোগ ।আমি আছি আপনার সাথে ।

    Level 0

    আমি LCD /LED মনিটর কিনতে চায় ।কোনটা কিনবো ।সাহায্য করুন টিটি ভাইয়েরা ।আমার বাজেট দশ/বার হাজার টাকা ।ওয়াড/স্কয়ার কোনটি ভাল ?

    Level 0

    ধন্যবাদ

    @ Tarif >>> আমার মতে LED Wide Screen ভালো হবে…

ভাই বালা কিছু লিকেন ইতা ক্লাস সিক্স আর সেভেন পলাদের………………………

    Level 0

    ভাই আপনি মনে হয় ক্লাস সিক্সে সব শেষ করে ফেলেছেন।এই টিউনটা আপনার জন্য না।

    সিক্স আর সেভেন পাশ কইরা আইছেন দেইখা কি ঐ কেলাসগুলা বন্ধ কইরা দেওন লাগবো!!

Level 0

তারিফ ভাই আপনি LED কিনতে পারেন।

go on

দারুণ উদ্যেগ। চালিয়ে যাবেন আশা করি। 😀

    Level 0

    ধন্যবাদ অনুপ্রেনা দেওয়ার জন্য।

Level 0

এটার নাম PC Troubleshooting…হাহ !!
এটা check করতে হবে, সেটা check করতে হবে, আরে ভাই, কেমন করে কি করতে হবে তা ও তো বলে দিবেন নাকি? যে এতটুকু জানে না যে কোন Problem এ কি check করতে হবে সে কিভাবে বুঝবে Motherboard অথবা Power Supply এ কোথায় Problem?

" 2.সমস্যাঃ সিস্টেম ইউনিট পাওয়ার পায় কিন্তু মনিটরের পাওয়ার আসেনা।
সমাধানঃ মনিটরের পাওয়ার ক্যাবল টি লুজ অথবা নষ্ট থাকতে পারে।মাল্টি প্লাগটি এবং মনিটরটি অন্য কোথাও লাগিয়ে দেখা যেতে পারে।"

প্রথমতঃ এই problem সবচেয়ে বেশি হয় RAM এর কারনে, PC BOOT হওয়ার সময় Sound শুনে বুঝতে হয় যে কিসের Problem! এটা তো বললেন না… আরো অনেক কিছু বলার আছে… অসম্পুর্ন টিউন করে পিছনে Jokes & General Knowledge লাগিএ দেওয়ার কোন মানে নেই…

আমাকে একটু সাহায়্য করুন,আমি এক জন নতুন কম্পিউটার ব্যবহার কারি।আমি WINDOWS SATUP করার সময় একটা র্পাটিসন DALAT করে পেলেছি । একন আমি ওটা কি ভাবে পিরে পাব।