সিডি বা ডিভিডি রুম ছাড়াই উইন্ডোজ দিন খুব সহজেই পেনড্রাইভ এর মাধ্যমে

টেকটিউন এর সকল সদস্যকে জানাই আমার শুভেচ্ছা, আশাকরি সবাই ভাল আছেন।  আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিডি বা ডিভিডি রুম না থাকলে কিভাবে উইন্ডোজ দেোয়া যায়। কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় অপারেটিং সিস্টেমে সমস্য হয়ে থাকে তখন উইন্ডোজ দেোয়ার প্রয়োজন হয়, দেখা গেল আপনি আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোড করতে গিয়ে দেখেন, সিডি বা ডিভিডি রুম কাজ করছে না তখন মেজাজ খারাপ হতেই পারে।

আর মেজাজ খারাপ করতে হবে না আপনি নিচের কাজগুলো করে পেনড্রাইভ এর মাধ্যমে সহজেই উইন্ডোজ দিতে পারেন।  প্রথমে আপনাকে এই লিংক থেকেhttp://Win ToFlash.com  Novicorp winToFlash নামে সফটয়্যারটি নামিয়ে নিন, এবার সিডি রুমে আপনার উইন্ডোজের সিডিটি প্রবেশ করান। Novicorp WinToFlash  সফটয়্যারটি রান করুন নিচে লক্ষ্য করুন।

টিক চিহ্নটি  উঠিয়ে দিন

Always start wizard এ টিক না দিয়ে  next করুন

এখানে Windows files Path এ সিডি রুম দেখিয়ে দিন যেখানে উইন্ডোজের সিডিটি আছে , আর USB Drive এ আপনার পেনড্রাইভ সিলেক্ট করে  Next করুন  পরের ম্যসেজে একসেপ্ট করে  Continue করুন।

এখানে আপনাকে সর্তক বার্তা দেবে ‍‌‌‌‍"যে পেনড্রাইভ সিলেক্ট করেছেন তার ম্যাসেজ মুছে ফেলবেন কি না"  ok  করুন।

দেখুন  উইন্ডোজের ফাইল কপি হচ্ছে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন

All Done  ম্যাসেজ আসবে  Exit  করুন।

পরীক্ষা করে দেখুন পেনড্রাইভ বুটেবল হয়েগেছে, এখন আপনি পেনড্রাইভ থেকে উইন্ডোজ দিতে পারবেন।

কোন সমস্য হলে জানাবেন।  আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি নুরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ এরকম একটা টিউনস খুব উপকারে আসবে,

েজেন খুব ভাল লাগল, Thanks.

ভাই এভাবে এত বড় স্ক্রীনশট দিয়ে দেখতে খারাপ লাগছে, আর ইউএসবি থেকে উইন্ডোজ ইন্সটল করতে কোনো সফটওয়্যার লাগেনা। ওই ট্রিকটা লিখলে ভালো করতেন।

    Shaon vai, software sara usb theke windows install er niyom ta bolben ki?

    বলতেসি ভাই, থামেন, লিখতে দেন। কয়েক মিনিট পর দেখেন

    প্রথমে Accessories থেকে Command prompt টা Run as administrator হিসেবে ওপেন করেন। অথবা command prompt টা Ctrl+Alt+Enter চেপে ওপেন করেন। তারপর নিচের কোড লিখেন

    DISKPART
    LIST DISK

    আপনার হার্ডডিস্ক Disk 0 আর USB Drive টা Disk 1 দেখাবে। বেশি পেন ড্রাইভ থাকলে Disk 2, 3 এভাবে আসবে। পাশে সাইজ লিখা থাকবে। ওটা দেখেই বুঝবেন। তারপর লিখুন

    SELECT DISK 1
    CLEAN
    CREATE PARTITION PRIMARY
    SELECT PARTITION 1
    ACTIVE
    FORMAT FS=NTFS QUICK
    ASSIGN
    EXIT

    এবার কমান্ড উইন্ডো ক্লোজ করে দিন। তারপর উইন্ডোজ এর ডিভিডি ঢোকান। ধরুন ডিভিডি ড্রাইভ হল G. আর আপনার পেন ড্রাইভ H. তাহলে আবার প্রথম নিয়মে Command prompt ওপেন করে লিখুন

    G: CD BOOT
    CD BOOT
    BOOTSECT.EXE /NT60 H:

    ব্যাস! কাজ শেষ। এবার উইন্ডোজ এর ডিভিডি পুরাটা পেন্দ্রিভে এ কপি করে পিসি রিস্টার্ট দিন। F10 বা Del চেপে ইউএসবি বুট করে দেখুন, উইন্ডোজ সেটআপ নিবে। 🙂

      আর ভালো কথা, পেন ড্রাইভ এ কিছু থাকলে সরিয়ে নেবেন। ফরম্যাট হবে। আর Disk 1 না 2 খেয়াল রাখবেন

    শাোন ভাই আপনার নিয়মটা ঠিক আছে, কিন্তু যখন আপনার পিসি অন হবে না তখন আপনি কি করবেন। সেক্ষেত্রে এটাই করতে হবে। আপনারটাো শিখে রাখলাম। ধন্যবাদ।

    পিসি অন হবে না = ???

Level 0

আপনার টিউন এর শিরনাম ই তো ভুল…।।

    Level 0

    সিডি বা ডিভিডি রুম না…।।ডিভিডি রম।

    Level 0

    ha ha ha ha ha

    ভুল ধরিয়ে দেোয়ার জন্য ধন্যবাদ।

আচ্ছা পরে কি pendrive ফরম্যাট দেওয়া যাবে। নাকি যাবে না।

    যাবে অবশ্যই

    সাবিহা আপা কোন সমস্য নাই পেনড্রাইভ ফরম্যাট দেোয়া যাবে, পিডিএফ করার সফটয়্যার থাকলে আমাকে লিংকটা দিবেন প্লীজ।

Nurul Islam vai, ae software ta nie age o tune hoyese, tobe kajer software. Oneker lagte pare.

দরকার নাই, গত ৪/৫ মাস আগে আমার ৪ জিবি পেন ড্রাইভ নষ্ট হয়েছে। অথাৎ ফরমেট করতে আর পারি নাই।

thank u

ধন্যবাদ ভাল গুরুত্বপূর্ন জিনিস সেয়ার করার জন্য।

নুরুল ভাই সহ সবাইকে বলছি। পেনড্রাইভ দ্বারা Live Windows বুট করার কোন উপায় আছে কি থাকলে দয়া করে জানান।
[email protected]

এই ভাবে কি WIN7 setup দেওয়া যাবে?তবে কত জায়গার pendrive লাগবে?4gb pendrive এ কি হবে win7?

    হবে। উপরে আমার কমেন্ট দেখেন, সফটওয়্যার লাগবেনা

    এহসানুর রহমান ভাই হবে 4 জিবি পেনড্রাইভ দিয়ে এ কাজ করতে পারবেন, তবে অনেক ডিস্কে ৩৬ বা ৪৮টা উইন্ডোজ থাকে সেক্ষেত্রে 8 জিবি পেনড্রাইভ ব্যবহার করতে হবে। আমি 4 জিবি পেনড্রাইভ দিয়ে কাজ করছি।

    ৩৬ বা ৪৮ টা উইন্ডোজ মানে কী বলতে চাচ্ছেন ভাই?

SHAWON VAI KAJ HOI NA

Level 0

software link টা সরাসরি দিন

Bhai amar hard disc e Windows XP cd copy kora chilo. Ei copy dia hobe?

    এভাবে কাজ করতে হলে আপনাকে উইন্ডোজের সিডিটা সম্পূর্ন কপি করা থাকতে হবে, বুট করার পর দুটি অপশন আসবে নিচেরটা দিবেন। ধন্যবাদ

    এভাবে করতে হলে আপনাকে সম্পূর্ন উইন্ডোজের সিডিটা কপি করা থাকতে হবে এরপর বুট করার পর দুটি অপশন আসবে নিচেরটা দিয়ে ইন্টার প্রেস করুন। ধন্যবাদ।

বাঃ এই সিস্টেম এখন উইন্ডোজেও চলে এসেছে!

কিন্তু উইন্ডোজের লাইসেন্স এরকম করার অনুমতি দেয় কি? না দিলে তো এই কাজ বেআইনি হবে!

    একটা নতুন ল্যাপটপে দেখেছিলাম পুরা সিস্টেম ডিভিডিতে ব্যাকআপ নেয়ার জন্য উইন্ডোজের একটা উইজার্ডই আছে, কিন্তু সেটা শুধু একবারই ব্যবহার করা যাবে। সিস্টেম রিস্টোরের জন্য এই ডিভিডি ব্যবহার করা যাবে।

    শামীম ভাই, আসলে ওই ল্যাপটপ গুলা আসে বিদেশ থেকে। ওগুলায় কিন্তু হার্ডডিস্কে আলাদা ১৫-২০ জিবি লুকানো পার্টিশন থাকে যেখানে উইন্ডোজ এর রিকোভারী ফাইল সেভ করা থাকে। তাই ডিভিডি ছাড়াই সিস্টেম রিস্টোর করা যায়।

পেন ড্রাইভ থেকে উবুন্টু ইনস্টল করব কী করে?
অনেক সুন্দর একটি টিউন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাই আমি তো সব ধরনের বাধ্যবাধকতা পালন করলাম। কিন্তু হচ্ছে না। আমার সমস্যা হল পিসি রিস্টার্ট করার পর পুট অপশন চেন্জ করতে গেলে ৪ টা ইউএসবি অপশন পাই:
USB-FDD
USB-ZIP
USB-HDD
USB-CDROM
সবগুলা দিয়াই একবার ট্রাই করে দেখসি।
হয় না । 🙁

একটু কি উপায় বাতলে দেবেন কেউ। উপকৃত হতাম।
ও ভালো কথা আমার মাদারবোর্ড গিগাবাইট।