টেকটিউন এর সকল সদস্যকে জানাই আমার শুভেচ্ছা, আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিডি বা ডিভিডি রুম না থাকলে কিভাবে উইন্ডোজ দেোয়া যায়। কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় অপারেটিং সিস্টেমে সমস্য হয়ে থাকে তখন উইন্ডোজ দেোয়ার প্রয়োজন হয়, দেখা গেল আপনি আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোড করতে গিয়ে দেখেন, সিডি বা ডিভিডি রুম কাজ করছে না তখন মেজাজ খারাপ হতেই পারে।
আর মেজাজ খারাপ করতে হবে না আপনি নিচের কাজগুলো করে পেনড্রাইভ এর মাধ্যমে সহজেই উইন্ডোজ দিতে পারেন। প্রথমে আপনাকে এই লিংক থেকেhttp://Win ToFlash.com Novicorp winToFlash নামে সফটয়্যারটি নামিয়ে নিন, এবার সিডি রুমে আপনার উইন্ডোজের সিডিটি প্রবেশ করান। Novicorp WinToFlash সফটয়্যারটি রান করুন নিচে লক্ষ্য করুন।
টিক চিহ্নটি উঠিয়ে দিন
Always start wizard এ টিক না দিয়ে next করুন
এখানে Windows files Path এ সিডি রুম দেখিয়ে দিন যেখানে উইন্ডোজের সিডিটি আছে , আর USB Drive এ আপনার পেনড্রাইভ সিলেক্ট করে Next করুন পরের ম্যসেজে একসেপ্ট করে Continue করুন।
এখানে আপনাকে সর্তক বার্তা দেবে "যে পেনড্রাইভ সিলেক্ট করেছেন তার ম্যাসেজ মুছে ফেলবেন কি না" ok করুন।
দেখুন উইন্ডোজের ফাইল কপি হচ্ছে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন
All Done ম্যাসেজ আসবে Exit করুন।
পরীক্ষা করে দেখুন পেনড্রাইভ বুটেবল হয়েগেছে, এখন আপনি পেনড্রাইভ থেকে উইন্ডোজ দিতে পারবেন।
কোন সমস্য হলে জানাবেন। আল্লাহ্ হাফেজ।
আমি নুরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ এরকম একটা টিউনস খুব উপকারে আসবে,