হ্যালো বন্ধু
আশা করি ভালো আছো। Techtunes এর মত প্লাটফর্মে ভালো না থাকার ও কথা নয় মোটেই।
আজকের টিউনটি খুবই ইন্টারেস্টিং কারন আজ আমরা শিখবো কীভাবে কম্পিউটার Shut down করবো।
না না Shut down অপশান ব্যবহার করে নয় Notepad দিয়ে। তাহলে শুরু করা যাক.
প্রথমে আমরা Notepad ওপেন করবো এবং নিচের কোড গুলি টাইপ করবো.
এখানে বুঝিয়ে দেওয়া দরকার shutdown -s একটি ডস command।
' -c ' attribute টি ব্যবহার হয়েছে একটি মেসেজ দেখানোর জন্য।
' -t ' attribute টি ব্যবহার হয়েছে সময় দেওয়ার জন্য যে কম্পিউটার কখন বন্ধ হবে। এখানে ২০ মানে এই ফাইলটা রান করানোর ২০ সেকেন্ড পর কম্পিউটার কখন বন্ধ হবে।
উপরের দুটো attribute ই তোমরা তোমাদের ইচ্ছা অনুসারে পরিবর্তন করে নিতে পারো।
এবার ফাইল টাকে save করতে হবে। তবে গুরুত্বপূর্ণ ব্যপার হল যাই নাম দেওয়া হোক সঙ্গে এক্সটেনশন.bat অবশ্যই দিতে হবে।
ফাইল টা আমি Desktop এ সেভ করেছি। নিচের মত একটা আইকন শো করবে এবং এটা doube click করে চালু করলেই ২০ সেকেন্ডে কম্পিউটার শাট ডাউন।
বিশদ বিবরণের জন্য ট্রিক ভিডিওটি অবশ্যই দেখো।
Youtube Link :
ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জানাই Techtunes কে।
পরবর্তি টিউন খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকো। আবার দেখা হচ্ছে পরের টিউনে।
আমি রাহুল দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।