হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছো? Thumbnail টা দেখেই বুঝতে পেরেছো যে এই ট্রিক ভিডিও তে আমি কি শেখাতে চলেছি।
আমার একটি Youtube Channel আছে, যার নাম Computech Knowledge।
এটি বাংলা ভাষার উপর একটি টিউটোরিয়াল চ্যানেল। বিভিন্ন ধরনের টিপ্স অ্যান্ড ট্রিক্স ভিডিও এখান থেকে শিখতে পারবে।
এই সহজ ট্রিক্সের সাহায্যে তোমরা শিখবে কীভাবে উইনডোজ এর যেকোনো স্ক্রিনকে ম্যাগনিফাই বা বড়ো করে দেখতে পারবো, খুব সহজ একটি Run Command এর মাধ্যমে। যার নাম "Magnify"।
প্রথম ধাপ
প্রথমে তোমাকে কি-বোর্ড থেকে Window + R সর্টকাট কি প্রেস করতে হবে। Run ডায়ালোগ বক্স ওপেন করার জন্য।
দ্বিতীয় ধাপ
এরপর Enter প্রেস করতে হবে অথবা OK তে ক্লিক করতে হবে। Windows Magnifier ওপেন হবে যা ব্যবহার করে যেকোনো স্ক্রিন বড়ো করে দেখা যাবে।
বিশদ বিবরণের জন্য ট্রিক ভিডিওটি অবশ্যই দেখুন।
Youtube Link :
ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জানাই Techtunes কে।
আমি রাহুল দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।