আমরা খুব সহজেই আমাদের হাতের স্মার্ট ফোনটি ল্যাপটপ বা কম্পিটারের সাথে সংযোগ করতে পারি। স্মার্ট ফোনের ছোট স্ক্রিনটি ল্যাপটপের বড় স্ক্রিনের সাথে শেয়ার করে ফোনের সকল কন্টেন্ট দেখা যাবে। মোবাইল ফোনের সকল গেমস্ ল্যাপটপে খেলতে পারবেন। কোন ক্যাবল সংযোগ বা সফটওয়্যারের প্রয়োজন নেই। Windows-7, Widows-8.1, Windows-10 সহ সকল সর্বশেষ অপারেটিং সিস্টেমে এই সুবিধা রয়েছে।
নিচের স্টেপ গুলো অনুসরণ করলে সবাই কাজটি খুব সহজে করতে পারবেন। এর পরও যদি কোন সমস্যা হয়, আমাকে যে কোন মাধ্যমে জানাবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করব। আমি মাইক্রোসফট্ এর সর্বশেষ ভার্সনের উপর ভিত্তি করে দেখাচ্ছি. অন্যান্য সকল ভার্সনে পদ্ধতি মোটামুটি একই রকম। শুরু করা যাক:
এই সুন্দর কাজটি করার প্রথম শর্ত হল, আপনার স্মার্টফোন এবং আপনার ল্যাপটপটি একই Wi-Fi নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। স্মার্টফোন এবং ল্যাপটপ একই Wi-Fi এ সংযুক্ত না হলে কাজটি হবে না। *
প্রথমে ল্যাপটপ / কম্পিউটারের সেটিংস্ দেখাচ্ছি;
০১. কিবোর্ড থেকে Windows Key ক্লিক করুন। পরে সেটিংস্ এ ক্লিক করুন।
০২. সেটিংস্ এ ক্লিক করার পর নতুন উইনডো আসবে" windows Settings" নামে।
এখান থেকে "System" এ ক্লিক করতে হবে।
০৩. System এ ক্লিক করার পর "Setting" নাম নতুন উইনডো আসবে। সেখান থেকে নিচে দিকে "Projecting To this PC" তে ক্লিক করুন।
০৪. "Projecting To this PC" তে ক্লিক করার পর ডান দিকে নিচের মত অপশন আসবে, ছবির মতো করে ৫.৬.৭ নং সেটিংস্ ঠিক করে নিন্। ল্যাপটপে এই কাজটা শুধু একবার করলেই হবে। পরবর্তীতে আর করতে হবে না। পরবর্তী ধাপে স্মার্টফোনের সেটিংস্ গুলো দেখব।
স্মার্টফোন সেটিংস সমূহ:
০৫. যে কোন স্মার্ট ফোনে করা যাবে। স্মার্টফোন হোম হতে স্ক্রল ডাউন করুন। এখানে ডানে/বামে গেল Smart View/Mirroring/Cast নামের অপশন পাবেন।
০৬. ক্লিক "Smart View" কিছুক্ষনের মধ্যে আপনি আপনার ল্যাপটপটি এখানে দেখতে পাবেন।
০৭. মোবাইল স্ক্রিন থেকে আপনার ল্যাপটপের উপর ক্লিক করলে, মোবাইল এর স্ক্রিন ল্যাপটপে দেখতে পাবেন।
০৮. এখন মোবাইলের সব কিছু ল্যাপটপের বড় স্ক্রিনে দেখতে পাবেন। কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
নিচে বিস্তারিত ভিডিও রয়েছে, সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন। কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সমাধান দেব। ধন্যবাদ
ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
নিচে বিস্তারিত ভিডিও রয়েছে, সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন।
কিভাবে কম্পিউটারে তথ্য রাখলে তা কখনও হারাবে না, তা জানতে পড়ুন।
আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমার কম্পিউটারে Projecting to this PC অপশনটি ডিজাবেল হয়ে আছে। কী করবো জানাবেন দয়া করে।