ওয়াইফাই পাসওয়ার্ড জানুন ভিন্ন উপায়ে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

প্রিয় বন্ধুরা, টেকটিউনসে আপনাকে স্বাগতম।
বরাবরের মতোই আমি হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

আমি আশা করছি টিউনটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। সুতরাং কোন রকম ভুমিকা না টেনে

চলুন শুরু করি।

পাসওয়ার্ড জানার ইচ্ছে কার মধ্যে নেই, আর সেটা যদি হয় ওয়াইফাই পাসওয়ার্ড, তাহলে তো কথাই নেই। কিভাবে জানবেন এই পাসওয়ার্ড?এখানে আপনি শুধুমাত্র ওয়াইফাই সংযুক্ত আছে এমন একটি মোবাইল ফোন দিয়ে কাজটি করতে পারবেন। নিচের স্ক্রিনশটগুলি অনুসরণ করুন।

১. শুরুতে যাবেন settings>Wi-Fi

wifi setting

২. এরপর কানেক্ট থাকা Wi-Fi  থেকে Tap to share password এ যান।

wifi name

৩. নিচের মত করে একটি QR কোড আসবে। সেটির স্ক্রিনশট দিয়ে রাখুন।

qr code

৪. এবার ব্রাউজারের সার্চ বক্সে টাইপ করুন
zxing.org  এখন  সার্চ করুন।

zxing.org

৫. এরপর choose file এ গিয়ে আপনার
স্ক্রিনশট দেয়া ছবিটি সিলেক্ট করে submit  করে দিন।

choose file

৬. নিচের মত একটি পেজ আসবে

password
যেখানে আপনার কাঙ্খিত পাসওয়ার্ডটি দেখতে
পাবেন। আশা করছি টিউনটি আপনার ভালো
লেগেছে। চাইলে আপনার বন্ধুদের সাথে
টিউনটি শেয়ার করতে পারেন। সবাই ভালো
থাকুন, সুস্থ থাকুন। খোদাহাফেজ।

সব ফোনে এই সেটিং নাও থাকতে পারে আমারটা ছিল শাওমি।

Level 2

আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাইহোক অত্যন্ত সুন্দর টিউন । ধন্যবাদ ভাই।