প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই টিউন পড়ছেন। আমরা সবাই জানি আমরা তথা সারা বিশ্ব খুব কঠিন সময়ের মধ্য দিয়ে দিন পার করছি। বেশিরভাগ কোম্পানি এখন বন্ধ, আর এই কারনেই কোম্পানি গুলো তাদের কর্মী নিয়োগ স্থগিত রেখেছে। কিন্তু তারপরও অনেক কোম্পানি কর্মী নিয়োগ দিচ্ছে। সবকিছু বন্ধ অবস্থার কারনে বেশিরভাগ কোম্পানি ফোনের মাধ্যমেই তাদের প্রাথমিক ইন্টারভিউ নিচ্ছে। তাই এই সময়ে যারা ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন তাদের কিছু বিষয় জানা খুব জরুরি। সেই সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করছি।
১। কথা বলার ভঙ্গিমা ভালো রাখুনঃ
যেহেতু ইন্টারভিউয়ার আপনাকে দেখছেন না, তাই আপনি জখন তার সাথে ফোনে কথা বলছেন আপনার কথা বলার স্টাইল টা যেন ঠিক থাকে। ব্যাপারটা এমন যে আপনি জখন ফোনে কারও সাথে হেঁসে কথা বলেন সে আপনাকে দেখতে না পারলেও আপনার হাঁসি মুখটা সে কল্পনা করতে পারে। আর এটা আপনার কনফিডেন্স বাড়িয়ে দিবে এবং আপনাকে সঠিক উত্তর দিতে সাহায্য করবে।
২। ফোনের ইন্টারনেট ব্যবহার করুনঃ
অনেক কোম্পানি তাদের ইন্টারভিউ অনলাইনে নেয় যেমন হোয়াটসঅ্যাপ, স্কাইপি ইত্যাদি। তখন অবশ্যই আপনাকে নিরবচ্ছিন্ন ভাবে নেট এ কানেক্টেড থাকতে হবে। আমরা অনেকেই বাসায় ওয়াইফাই ব্যবহার করি। কিন্তু যেকোনো সময়ে বিভিন্ন কারনে ব্রডব্যান্ড কানেকশন অফ হয়ে যেতে পারে কিংবা স্লো থাকতে পারে। তাই অনলাইনে ইন্টারভিউ এর ক্ষেত্রে ফোনের ইন্টারনেট ব্যবহার করাটা অনেক নিরাপদ।
৩। কিছু লিখে রাখার জন্য প্রস্তুত থাকুনঃ
ফোনে ইন্টারভিউ এর ক্ষেত্রে ইন্টারভিউয়ার যেকোনো সময় আপনাকে কোন ফোন নাম্বার, ইমেইল, কোন ঠিকানা বা কারও নাম বলতে পারে, যেগুলো আপনার লিখে রাখার দরকার হতে পারে। তাই অবশ্যই ফোনে ইন্টারভিউ শুরুর আগেই আপনার কাছে কাগজ, কলম প্রস্তুত রাখবেন।
৪। সম্ভাব্য প্রশ্নের উত্তর প্রস্তুত রাখুনঃ
আপনি যখন ফোনে ইন্টারভিউ দিচ্ছেন তখন চিন্তা করে বলার সুযোগ টা কম। তাই আগে থেকেই জব এবং কোম্পানি সম্পর্কিত সম্ভাব্য প্রশ্নের উত্তর গুলো রেডি করে রাখুন এবং ইন্টারভিউ এর আগেই কয়েকবার প্র্যাক্টিস করুন। এর মাধ্যমে আপনি দ্রুত প্রশ্নের উত্তর দিতে পারবেন।
৫। আত্মবিশ্বাসী এবং উৎসাহী থাকুনঃ
যেকোনো ইন্টারভিউ তে আত্মবিশ্বাসী থাকাটা অনেক বেশী গুরুত্বপূর্ণ। ফোনে কথা বলার সময় কোন কিছু মিস করলে সেটা জেনে নিতে সংকোচ বোধ করবেন না। যেহেতু ইন্টারভিউয়ার আপনাকে দেখতে পারছেন না, তাই এইক্ষেত্রে আপনার উৎসাহী মনোভাব এবং এনারজেটিক কথাবার্তাই হতে পারে আপনার পসিটিভ বডিল্যাঙ্গুয়েজ।
আপনি যদি ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিতে প্রস্তুত থাকেন তাহলে এমন অনেক জব খুঁজে পাবেন কর্ম অ্যাপস এ। যেহেতু এই সময়ে সবকিছু বন্ধ তাই যেসব কোম্পানি ফোনেই ইন্টারভিউ নিচ্ছে এখনই আপনার যেগুলো তে আবেদন করা উচিৎ।
এই ধরনের সকল জবে আবেদন করতে এখনই ডাউনলোড করুন কর্ম এপ আর খুঁজে নিন আপনার পছন্দের চাকরি।
বিভিন্ন চাকরির তথ্য জানতে কল করুনঃ 01940950950
আমি মামুন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।