দেশে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে অধিকাংশ মানুষ আজ ঘরবন্দি। খুব বেশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করছে সরকার। বলা হচ্ছে ঘরে থাকাই এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়। আপনি না হয় ঘরেই থাকলেন। কিন্তু আপনার শখের মোটরবাইকটি দীর্ঘদিন ফেলে রাখলে সমস্যা দেখা দিতে পারে। তবে মাত্র ছয়টি পরামর্শ মেনে চললে আপনার বাইকটি দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। এ বিষয়ে লিখেছেন সজিব খান।
(১) বাইকটি ধুয়েমুছে পরিস্কার করুন
প্রথমেই বলবো যদি আপনার বাইকটি অপরিস্কার থেকে থাকে, ধুলাবালি-কাদা ইত্যাদি লেগে থাকে তবে বাইকটি আগে ধুয়েমুছে ভালোভাবে পরিস্কার করে নিন। বেশ সময় নিয়ে সম্পূর্ণ বাইকটি নিজেই সুন্দর করে পরিস্কার করুন।
(২) বাইক রাখার নিরাপদ জায়গা নির্বাচন করুন
বাইকটি রাখার জন্য ভালো একটি জায়গা নির্বাচন করুন। যেখান থেকে বাইক চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন কোথাও রাখবেন না যেখান থেকে সহজেই আপনার বাইক চুরি হয়ে যেতে পারে। আর অবশ্যই সবসময় ভালো মানের তালা বা সিকিউরিটি লক ব্যবহার করার চেষ্টা করুন।
(৩) ব্যাটারির লাইন খুলে রাখুন
দীর্ঘদিনের জন্য বাইক ফেলে রাখলে অবশ্যই ব্যাটারির লাইন খুলে রাখুন। ব্যাটারির লাইন খুলে না রাখলে আপনার বাইকের ব্যাটারি বসে যেতে পারে। তাই ব্যাটারি ঠিক রাখতে দুটি তারের যেকোনো একটি খুলে রাখুন। অথবা ব্যাটারি খুলে না রাখলে তিন থেকে চারদিন পর পর বাইকটি একবার করে কিকস্টার্ট দিয়ে ৪-৫ মিনিট চালু রেখে বন্ধ করে ফেলুন।
(৪) ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন
দীর্ঘদিন বন্ধ অবস্থায় রাখলে বাইকে ভালো মানের সিনথেটিক ইঞ্জিন অয়েল রিফিল করুন। কারণ মিনারেল ইঞ্জিন অয়েল রিফিল করা বাইক অনেকদিন ফেলে রাখলে অনেক সময় সমস্যা দেখা দেয়।
(৫) ফুয়েল বের করে রাখুন
দীর্ঘদিন বাইক ব্যবহার না করলে বাইকের ফুয়েল ট্যাংকের ফুয়েল বের করে রাখুন। যদি আপনি ফুয়েল বের করে না রাখেন তাহলে এই ফুয়েল বাতাসের সংস্পর্শে এসে কমে যেতে থাকবে এবং একটা সময় ট্যাংকের মধ্যে গ্যাসের সৃষ্টি করবে।
(৬) বাইক ভালো করে ঢেকে রাখুন
বাইকটি অবশ্যই ভালো করে ঢেকে রাখুন। এক্ষেত্রে ভালো একটি বাইক কভার ব্যবহার করুন। আর তা না থাকলে অন্তত বড় কোনো কাপড় দিয়ে সম্পূর্ণ বাইকটি ঢেকে রাখুন। এতে করে আপনার শখের বাইকটি ধূলাবালি থেকে রক্ষা পাবে এবং রঙও ভালো থাকবে।
আশা করছি এই নিয়মগুলো মেনে চললে আপনার শখের বাইকটি দীর্ঘদিন না চালিয়ে বন্ধ রাখলেও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। বাসায় থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
বাইক সম্পর্কিত আরও তথ্য জানতে ইউটিউব চ্যানেলটি ঘুড়ে আসতে পারেন
লেখাটি পূর্বে প্রকাশিত দৈনিক মানবকণ্ঠ পত্রিকায়
আমি সজিব খান। Founder, Bdwebsite.net বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
situs slot bet 200