সবাই কেমন আছেন ? আমি আজ একটা গুরুত্বপূন বিষয় আপনাদের কাছে তুলে ধরবো।আমি অনেক দিন ধরে দেখি অনেকে বলে আমি Alertpay dollar ক্রয়ের জন্য টাকা দিয়ে ডলার পায়নি বা আমি ডলার দিয়ে টাকা পায়নি।আসলে এগুলো আপনার নিজের দোষেই হয়ে থাকে।ধরুন আজ ডলার কেউ ৮০ টাকার কমে দিতে পারবেনা।আপনি অন্য এক জায়গায় খবর পেলেন কেউ একজন ৭০ টাকা করে ডলর দিচ্ছে।আপনি ১০ টাকা লাভের জন্য তকে ব্যাংকে টাকা পাঠিয়ে দিলেন।অতঃপর?
ফলাফল দাড়াবে সে ব্যাক্ত আপনার টাকা নিয়ে আর ডলার দিচ্ছে না।এটা সাভাবিক।কারন টা নিশ্চয় এখন আপনি বুঝতে পারছেন।আসলে আপনি একটি বার ভাবলেন না সে ৭০ টাকা ডলার কোথায় পাবে।
অপর দিকে,যারা ডলার দিয়ে টাকা পায় না তাদের অবস্থা একই।তারা ৮০ টাকার ডলার ৯০ টাকা বিক্রির জন্য অগে ডলার পাঠাই।ফলে তারা ধোকা খায়।সুতরাং আর অতিরিক্ত লাভ করতে গিয়ে টাকা গুলো নষ্ট করেন না।
যারা সত্যভাবে Alertpay ডলার ক্রয় করতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করুন(যারা ক্রয় করবেন না তারা প্লিজ ফোন দিবেন না)
ইমাম মোঃ সাগর খান
মোবাঃ ০১৯৩৬-৮১৫১০৯
আমি Shagorkhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vaia rate koto?