সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, আশা করি সবাই আছেন।
অনেকদিন পরে আবার আপনাদের মাঝে ফিরে এলাম অন্যরকম আরো একটি ওয়েবসাইট নিয়ে। এই ওয়েবসাইটটি একটু আলাদা এটা যারা সার্ভার বা ভিপিএস নিয়ে কাজ করেন শুধু মাত্র তাদের কাজে লাগবে। তো আর কথা না বাড়িয়ে সাইট টি নিয়ে কথা বলি।
সিপ্যানেল সিটি বা cPanelCity একটি হোস্টিং টুলস (cPanel/WHM, WHMCS, LiteSpeed) লাইসেন্স সেলিং ওয়েবসাইট। এরা অনেক চিপ রেটে এসব টুলস এর লাইসেন্স দিয়ে থাকে। আমরা অনেকেই আছি আমাদের সাইটের জন্য ভিপিএস/ডেডিকেটেড সার্ভার কিনি কিন্তু এসব টুলস এর অনেক প্রাইস থাকার কারনে ইউজ করতে পারিনা যার কারনে অনেক প্রিমিয়াম ফিচার ছাড়াই আমাদের সাইট রান করতে হয়।
অনেক ফ্রী এবং পেইড প্যানেল আছে যেগুলা আমরা বাধ্য হয়ে ব্যবহার করি কিন্তু যা cPanel এর আশেপাশেও নেই তাই মার্কেটে cPanel এর অনেক ডিমান্ড। এই অনেক ডিমান্ড থাকার কারনেই cPanel সাম্প্রতিক সময়ে তাদের প্রাইস অনেক বাড়িয়ে দেয় যার ফলে আমাদের মত ছোট ছোট ওয়েবসাইটের জন্য এফোর্ড করা একদম অসম্ভব হয়ে উঠে, স্পেশালি আমার মত গরিবের জন্য ১৫ ডলার দিয়ে cPanel কেনা একদমই অসম্ভব যেখানে আমার ভিপিএস এর প্রাইস মাত্র ১০ ডলার।
কিছু এক্সট্রা ফিচারের জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিলো cPanel ব্যবহার করা, কিন্তু ওভার প্রাইসড হওয়ার কারনে সম্ভব হয়নি। কয়েক মাস আগে আমি ব্লাক হ্যট ওয়ার্ল্ড ফোরামে এই সাইট নিয়ে টিউন দেখতে পাই যে এরা ৫-১০ ডলার এর মধ্যে cPanel লাইসেন্স প্রভাইড করে থাকে।
তারপরে কিছুটা কনফিউসড থেকেই তাদের সাইট থেকে একটা cPanel অর্ডার করি টেষ্ট করার জন্যে, এবং আমার সেই লাইসেন্স এখনো চলছে জাস্ট আমাজিং এক্সপেরিয়েন্স।
ওয়েবসাইট লিঙ্কঃ https://cpanelcity.com/
শেষ করি, আমার এই টিউন দেয়ার একমাত্র কারন হচ্ছে অনেকেই আছে যাদের সার্ভার/ভিপিএস এ cPanel ইউজ করার ইচ্ছা কিন্তু ওভার প্রাইসড হওয়ার কারনে এফোর্ড করতে পারেনা তাদের হেল্প করা। আমার এই টিউন দেখে একজনের ও যদি হেল্প হয় তাই আমার সার্থকতা।
আমি ইশতিয়াক ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্বন্ধে লিখব এমন কিছু এখনও হতে পারিনি :(