কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

সো বন্ধুরা আজকের এই পোস্টটিতে আমি আপনাদেরকে শিখাব কি করে

সিপ্যানেলে তৈরি করা সাবডোমেইন আপনার ব্লগ সাইটে কানেক্ট করবেন

আমরা অনেকেই হোস্টিং কিনে নিয়ে সেখানে ওয়ার্ডপ্রেসে আমাদের ওয়েবসাইটটি তৈরি করে থাকি

কিন্তু অনেক সময় ব্লগারে একটি সাইটের প্রয়োজন হয় অনেকেই চায় ওয়ার্ডপ্রেস এবং ব্লগার এই দুইটি সাইটে নিজেদের সাইট গুলো হোস্ট করতে

কিন্তু অনেকেই সাবডোমেইন কিভাবে ব্লগারে কানেট করে সে বিষয়টি জানেনা তাই সাবডোমেইন ব্লগ সাইটে ব্যবহার করতে পারে না

আজকের এই পোস্টটি পড়লে আপনি সম্পূর্ণ ভাবে বুঝতে পারবেন কিভাবে সিপ্যানেলের সাবডোমেইন খুব সহজে ব্লগ সাইটে এড করবেন

 

তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি

সর্বপ্রথম আপনি আপনার ব্লগার সাইট এ লগইন করুন

এবং সেখানে সেটিং অপশন থেকে বেসিক সেটিং এ জান

এখানে আপনার সাবডোমেইন টি বসান

এবং সেভচ এ ক্লিক করুন

ক্লিক করার পর একটি ইরোর আসবে

এবং সেখানে শো করবে

নেম হোস্ট এবং টার্গেট হোস্ট

যেগুলো আপনার সিনেম রেকর্ড এ অ্যাড করতে হবে

এগুলোকে কপি করে রাখুন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

এরপর আপনার সিপ্যানেলে চলে যান

সিপ্যানেলে যাওয়ার পর

ডোমেইন অপশন থেকে Zone Editor অপশন টি সিলেক্ট করুন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

এই অপশনটি তে ঢোকার পর

আপনার সমস্ত ডোমেন শো করবে যেগুলো আপনার Cpanel এ এড করা

এখান থেকে আপনি আপনার সেই ডোমেইন টি সিলেক্ট করুন যেটির মধ্যে আপনি সাব ডোমেইন তৈরি করে রেখেছেন

এবং ডোমেইন এর সাথে থাকা Manage অপশনে ক্লিক করুন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

এরপর আপনার সামনে সবগুলো সাবডোমেইন শো করবে যেগুলো আপনি তৈরি করে রেখেছেন

সেগুলোর মধ্য থেকে আপনার তিনটি সাবডোমেইন ডিলিট করতে হবে

ভয় পাবেন না এটি ডিলিট করার কারণে আপনার সি-প্যানেলে কোন ধরনের সমস্যা হবে না

বা প্রাইমারি ডোমেইন এ কোন ধরনের সমস্যা হবে না

এখানে দেখতে পাচ্ছেন উপর একটি সার্চ বক্স রয়েছে

এবং নিচে ফিল্টারের কিছু অপশন রয়েছে

এখানে ফিল্টার অপশন থেকে অল সিলেক্ট করুন এবং এই দুটি সাবডোমেন ডিলিট করে দিন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

এই দুইটি সাবডোমেইন ডিলিট করার পর

ফিল্টার অপশন থেকে txt অপশনটি সিলেক্ট করুন

এবং এখান থেকে

এই নামের সবডোমেইনটি ডিলিট করুন

আমি এখানে আমার যেই সাবডোমেন টি ব্লগার এ এড করব সেই টির নাম দেখেছি

এরকমভাবে আপনার যেই ডোমেইনটি আপনি ব্লগার এর সাথে কানেক্ট করতে চান সেই ডোমেইনটি ডিলিট করবেন

যেমন example.yoursite.com

এখানে এক্সাম্পল হল আপনার সাবডোমেন এর নাম

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

সম্পূর্ণভাবে এই তিনটি সাবডোমেইন ডিলিট করার পর

এখন আপনাকে

সেই ব্লগারের নেইম হোস্ট এবং টার্গেট হোস্ট গুলো অ্যাড করতে হবে

এগুলো এড করার জন্য অ্যাড অপশন থেকে অ্যাড সিনেম রেকর্ডে ক্লিক করুন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

এখানে ক্লিক করার পর

দুইটি ঘর দেখতে পাবেন

সেখানে প্রথম ঘরে

লেভেল হোস্ট এবং দ্বিতীয় ঘরে টার্গেট হোস্ট

দিয়ে অ্যাড রেকর্ড এ ক্লিক করুন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

এই সিমেন রেকর্ড টি অ্যাড করার পর আবার

অ্যাড সিনেম রেকর্ডে ক্লিক করুন

এবং এখানে

আপনার সেকেন্ড নেম হোস্ট এবং টার্গেট হোস্ট টি বসিয়ে দিন

কিভাবে Cpanel এর সাবডোমেইন ব্লগার সাইটে এড করবেন

এটি বসানোর পর অ্যাড রেকর্ডে ক্লিক করুন এবং সেভ করে ফেলুন

একাজগুলো সম্পূর্ণভাবে করতে পারলে

দুই থেকে তিন মিনিট পর আপনার ব্লগারে গিয়েছ সেভ অপশনে ক্লিক করুন এবং দেখুন ব্লগার সাইট এ আপনার সাবডোমেইন টি সঠিকভাবে অ্যাড হয়ে গিয়েছে

ব্লগার সাইটে যে কোন ধরনের কাস্টম ডোমেইন এড করার সময় কিছু সময় অপেক্ষা করতে হয় এজন্যই দুই থেকে তিন মিনিট সময় লাগে

তো এভাবেই আপনারা সিপ্যানেল থেকেই যেকোনো ধরনের সাবডোমেইন ব্লগারে অ্যাড করতে পারবেন

এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য

সৌজন্যে BDHyper.com

Level 0

আমি DM Sayed। CEO, BDHyper.com, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ কখনো হারে না। হয়তো সে জিতবে, নয়তো সে শিখবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস