আমাদের বিভিন্ন সময় salary sheet দরকার হয়।
বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে বা ব্যক্তিগত কাজে।
যেই কাজেই হোক না কেন, আমরা আজ একটি salary sheet তৈরী করব।
মনে করি কোন কারখানায় ৮ ঘন্টা কাজ করা বাধ্যতামূলক ।মজুরী ৫০ টাকা/ঘন্টা।
শর্তসমূহ:
মূল মজুরী ৪০০ টাকা। প্রতিদিন ৮ ঘন্টা
overtime ৭৫ টাকা/ঘন্টা
সমাধান:
C2 সেল নির্বাচন করুন।
লিখুন =B2-8
click enter key.
D2 সেল নির্বাচন করুন।
লিখুন =((B2-C2)*50+C2*75)
click enter key.
আপনার ফলাফল বের হয়ে যাবে।
SCREENSHOT সহ দেখুন এখানে।
আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস এ এত সাধারণ লেখা আশা করি না।