আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে দেখাব কিভাবে ক্রোম ব্রাউজারের ডিফল্ট ট্যাব চেঞ্জ স্টাইল পরিবর্তন করবেন।
প্রায় সকল অ্যান্ড্রয়েড ফোনেই আগে থেকে Google Chrome ইন্সটল দেয়া থাকে। ব্রাউজারটি বর্তমানের অন্য যেকোনো ব্রাউজার থেকেই অনেক বেশিই ইউজার ফ্রেন্ডলি। ব্রাউজার হিসাবে হালকা হওয়াতে বেশিরভাগ ব্যবহারকারী এই গুগল ক্রোম ব্যবহার করে। ইন্টারনেট এর তথ্য মতে, ফোনের ক্ষেত্রে ইউজারদের বড় অংশটিই ব্যবহার করে Google ক্রোম।
এই গুগল ক্রোমে অনেক সিক্রেট ফিচার আছে যা হয়তো আমরা জানি না। আজকে এমনই একটি ফিচার নিয়ে কথা বলব। আজকে দেখাব ক্রোম ব্রাউজারের ট্যাব চেঞ্জ করার কিছু চমৎকার ফিচার।
আমরা স্বাভাবিক ভাবে যখন ক্রোম ব্যবহার করি এবং কোন ট্যাবে যেতে চাই তখন ট্যাব আইকনে ক্লিক করে এবং নিচের মত স্ক্রিন দেখতে পাই। এটি অনেকের কাছেই ভাল লাগে না। কারণ এখানে পুরো পেজ দেখা যায় না তেমনি বুঝা যায় কোন ট্যাবে একটিভ আছি।
আপনি জানলে অবাক হবেন আপনি এখন চাইলেই পরিবর্তন করে ফেলতে পারবেন এই স্টাইল টি। আপনি সহজেই এই তিনটি স্টাইলে পরিবর্তন করতে পারবেন আপনার Tab Switcher।
Grid Layout
প্রথমে আমরা দেখব কিভাবে Grid Layout করবেন। Grid Layout হচ্ছে নিচের স্টাইলটি
Horizontal Tab
এবার দেখে নিই Horizontal Tab কিভাবে করবেন।
প্রথমে ক্রোমের এড্রেস-বারে ক্লিক করুন এবং লিখুন chrome://flags । ক্রোমের Experiment Page ওপেন হবে।
সার্চবারে লিখুন horizontal
প্রথম যে রেজাল্ট আসবে সেখানে ক্লিক করে Enable করে দিন। এবার Relaunch Now ক্লিক করুন।
Minimal and Clean Tab
এবার দেখব ক্লিয়ার ট্যাব লুক কেমন হয়।
প্রথমে ক্রোমের এড্রেস-বারে ক্লিক করুন এবং লিখুন chrome://flags । ক্রোমের Experiment Page ওপেন হবে।
সার্চবারে লেখুন accessibility
accessibility tab switcher এনে-বল করে দিন। এবার Relaunch Now ক্লিক করুন।
একই স্টাইল দেখতে দেখতে বোরিং হয়ে গেলে ব্যবহার করে দেখতে পারেন ভিন্ন ভিন্ন স্টাইল। আরেকটি কথা মনে রাখতে যখন একটা স্টাইল চেঞ্জ করবেন তখন অবশ্যই ব্রাউজারটি ভাল করে Exit দিয়ে পুনরায় ব্যবহার করবেন।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।