উইন্ডোজ এপ্লিকেশনগুলির কয়েকটি শর্টকাট মেনু আপনার জন্য।

অনেকদিন পর টেকটিউনসে পোষ্ট করতে বসলাম।আশা করি টেকটিউনস্ পরিবারের  মডারেটর,টিউনার এবং পাঠকবৃন্দ সকলেই ভালো আছেন।

আজ আমি যে বিষয়টি নিয়ে টিউন করছি সেটি হয়ত অনেকেই জানেন আবার আপনাদের মধ্যেই এমন অনেকেই আছেন যারা এটি জানেন না।যারা জানেন না তাদের জন্যই আমার এই পোষ্ট।

যাই হোক কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে উইন্ডোজের রেজিষ্ট্রির একটি ট্রিকস্ শেয়ার করবো।সেটি হচ্ছে কিভাবে আপনার মাই কম্পিউটারের রাইট ক্লিক মেনুতে উইন্ডোজ এপ্লিকেশনগুলির একটি শর্টকাট মেনু তৈরি করা যায়।প্রথমে মেনুটির একটি ষ্ক্রীনশট দেখে নেয়া যাক।

বুঝতেই পারছেন মেনুটিতে কি কি শর্টকাট আছে।

এবার আসা যাক এটি কিভাবে করবেন ?

প্রথমে এখান থেকে রেজিষ্ট্রি ফাইলটি ডাউনলোড করে নিন।তারপর Add Windows Apps ফাইলটিতে ডাবল ক্লিক করে ইনষ্টল করুন।কাজ শেষ।

এবার মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করুন দেখুন সেখানে আপনার জন্য নতুন একটি মেনু অপেক্ষা করছে।মেনুটি ডিএক্টিভেট করতে আপনার ডাউনলোডকৃত ফাইলের সাথে যে Uninstall নামের ফাইলটি আছে সেটাতে ডাবল ক্লিক করুন হয়ে যাবে।

আপনি চাইলে মেনুটি আপনার ডেস্কটপের রাইট ক্লিকেও নিয়ে আসতে পারেন।সেটির জন্য  এখানে দেখুন।

আরো কিছু শর্টকাট মেনু

Add Desktop Shortcuts Cascading Menu in "Desktop" Context Menu of windows 7

Add “System Shortcuts” Cascading Menu in ''Desktop" Context Menu in Windows 7

Add System Tools Cascading Menu in "Desktop" Context Menu of windows 7.

Add a new cascading menu "Windows Apps" in Windows 7 "Desktop" context menu.

Add Desktop Shortcuts Cascading Menu in My Computer Context Menu of windows 7

Add “System Shortcuts” Cascading Menu in My Computer Context Menu in Windows 7

Add System Tools Cascading Menu in My Computer Context Menu of windows 7.

ইংরেজি ব্যাবহার করার জন্য দুঃখিত।আশা করি পোষ্টটি সবার ভাল লেগেছে।

আর হ্যা কমেন্ট করতে ভুলবেন না যেন।

Level 0

আমি pc soft। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। খুব দরকার ছিল।

দরকারী একটা বিষয় জানালেন, ধন্যবাদ আপনাকে…