dr gautam khastagir এর অনলাইন এ appointment কীভাবে নিবেন

নমস্কার বন্ধুরা, সবাইকে আমি স্বাগতম জানায়। বন্ধুরা বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক ভারতে আসে চিকিৎসার জন্য। কিন্তু তাদের কে প্রতিনিয়ত ঝামেলায় পড়তে হয় চিকিৎসা করাতে এসে। অনেকে দালাল এর পাল্লায় পড়ে অনেক টাকা নষ্ট হয়। বন্ধুরা আমি আজকে ভারতের বিখ্যাত ডাক্তার dr gautam khastagir এর কথা বলব। তিনি একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার। উনার নিজস্ব ক্লিনিক আছে। এবং সেখানেই আইভিএফ মানে টেস্ট টিউব বেবির চিকিৎসা হয়।

বাংলাদেশ থেকে প্রতি মাসে অনেক মানুষ আসে চিকিৎসার জন্য dr gautam khastagir এর কাছে। কিন্তু সমস্যা হল তার appointment নেওয়া। কারণ উনার appointment পাওয়া খুব মুশকিল। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে যে সব ওয়েবসাইট আসে, তারা সঠিক লোক নয় যে আপনার জন্য একটি appointment করে দিবে ডাক্তার দেখানোর জন্য। তায় আজ আমি আপনাদের বলব কীভাবে আপনি ভারতের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম খাস্তগীর এর অনলাইন এর মাধ্যমে appointment কনফার্ম করতে পারবেন।

আপনি যদি appointment নিতে চান, তাহলে আপনি মিনিমায় ২ সপ্তাহ আগে appointment নেওয়ার জন্য বুক করবেন। আমি এই টিউন এর নিচে একটি লিংক দিবো সেই লিংক টি খুলবেন। এবং নতুন যেই পেজ টি খুলবে সেই পেজে একটি ফর্ম দেখতে পাবেন। আপনি সেই ফর্ম টি ভালোভাবে পুরুন করবেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে অবশ্যই পাসপোর্ট নম্বর দিবেন। আপনার ফর্ম ফিলাপ সম্পূর্ণ হলে আপনি অপেক্ষা করবেন। সেই ওয়েবসাইট এর টীম এর থেকে কয়েক দিনের মধ্যে আপনাকে ফোন, ইমেল অথবা ইমোর মাধ্যমে জানানো হবে। তায় আমি আপনাদের বলব যে আপনি যখন ফর্ম ফিলাপ করবেন তখন আপনি যে নম্বর টি দিবেন সেটি টে যেন ইমো থাকে। তাহলে ভারত থেকে আপনার সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। আপমি নিচে লিংক দিলাম। ধন্যবাদ

dr gautam khastagir appointment নেওয়ার জন্য Book Now বাটনে ক্লিক করুন। 

 

Level 0

আমি দীপঙ্কর মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a Digital Marketer. I live in Raghunathganj small town Of Murshidabad district of West Bengal State Of India country.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস