হটফাইল,মেগাআপলোড,ফাইলসনিক সহ সকল ফাইল হোস্টিং সাইট থেকে ডাউনলোড করার সবচেয়ে সহজ নিয়ম জেনে নিন

এক্সক্লুসিভ ১ ( কেউ মিস করলে দেখে নিতে পারেন)



আজ আমি আপনাদের দেখাব কীভাবে হটফাইল , ফাইলসনিক মেগাআপলোড থেকে ডাউনলোড করবেন

১. hotfile.com /filesonic.com /megaupload.com/duckload.com/fileserve.com এই অ্যাড্রেস গুলুতে যাবেন অর্থাৎ যেই সাইটের আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হল সেই সাইটে গিয়ে লগইন করুন ইউজারনেম এবং পাসওয়ার্ডের জন্য এখানে ক্লিক করুন

২.লগইন করার পর যদি দেখেন অ্যাকাউন্ট টি প্রিমিয়াম , তাহলে আর কখনও লগ আউট হবেন না । (প্লীয কখনও লগ আউট হবেন না যথক্ষন অ্যাকাউন্ট টি প্রিমিয়াম থাকবে , কারন বারবার লগআউট/লগইন হলে অ্যাকাউন্ট ফ্রী হয়ে যাওয়ার চাঞ্চ থাকে)

৩. এরপর আপনি এই সাইটে গিয়ে আপনার যে যে ফাইল গুলু দরকার সেগুলু সার্চ করুন । সার্চ করে ডাউনলোড শুরু করে দিন ।

৪.কিছুক্ষণ পরপর আপনারা জানেন অ্যাকাউন্ট গুলু ফ্রী হয়ে যাই । কারন অনেকেই একসাথে এই প্রিমিয়াম অ্যাকাউন্ট গুলুতে লগইন করে । তাই সার্ভারে লোড বেশি হয়ে যাই আর সে কারনেই ওরা অ্যাকাউন্ট গুলু ফ্রী করে দে ।

৫.সবচেয়ে ভাল হয় আপনি ডাউনলোড লিংকে গিয়ে নিচের স্ক্রীনশট গুলু অনুসরন করলে ।

download later করলে লাভ টা কি এবার জেনে নি !

যদি আপনি download later দিয়ে দেন তাহলে পরে যেকোন সময় আপনি ওই ফাইল টা ডাউনলোড করতে পারবেন । যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রী হয়ে যাই তবুও করতে পারবেন । এটাই হল idm এর সবচেয়ে বড় সুবিধা। তাই সবাইকে বলছি idm ছাড়া কেউ ডাউনলোড করবেন না

idm কীভাবে কনফিগার করবেন দেখে নিন


উপরের ছবির মত একটা সাইটে থেকে ডাউনলোড করতে হলে , ওই সাইটের ইউজারনেম আর পাসওয়ার্ড দিন। এই সেটআপ টা শুধুমাত্র একবার দিলেই হবে ।

প্রশ্ন হচ্ছেঃ আপনি এই সাইট গুলুর ইউজার নেম আর পাসওয়ার্ড কই পাবেন ?

উত্তরঃ প্রত্যেক দিন ফেসবুকের এই পেজ টাতে নতুন নতুন ইউজার নেম আর পাসওয়ার্ড পাবেন একদম ফ্রি তে । তো আর দেরি কেন ? এখানে ক্লিক করে পেজটা লাইক করুন আর পেতে থাকুন ফ্রী প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রতিদিন

Level 0

আমি অনিকেত প্রান্তর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

wanna do something difference..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thanks

File kivaba khugbo

Level New

thanks….আমাকে মিডিয়াফায়ারের প্রিমিয়াম একাঊন্ট দিতে পারবেন???, যদিও সেখানে download ফ্রি, তারপরও দরকার।

সুন্দর হয়েছে। অনেকেই উপকার পাবেন। ধন্যবাদ

"যদি আপনি download later দিয়ে দেন তাহলে পরে যেকোন সময় আপনি ওই ফাইল টা ডাউনলোড করতে পারবেন । যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রী হয়ে যাই তবুও করতে পারবেন" কথা কি হাসা নি????????

অনেক ধন্যবাদ. আমি একটা লিচিং সাইট ব্যবহার করতাম. http://www.6ybh-upload.com/ কিন্তু ঐ সাইটে ৫০০ মেগার উপর লিচ করা যায় না. কিন্তু কিছু ফাইল আছে ৭০০ মেগা যা নামাতে পারছিলাম না.

ধন্যবাদ আপনাকে

বাহ মজা তো! অনেকে কাজে লাগাতে পারবেন….

server/path: এ কি লিখতে হবে ".hotfile.com" ????

    আপডেট করে দিলাম , এখন বুজতে পারবেন । ছবিটি দেখুন

    একটু কষ্ট করে এই লিংকে দেখেন। এখানে সার্ভারের নামের আগে ডট দেয় নাই। কিন্তু আপনি দিসেন। যদিও দুইটার একটা দিয়াও কাম হইতাসে না।

    http://www.internetdownloadmanager.com/support/filesonic_dwnl.html

    http://www.internetdownloadmanager.com/support/pictures/filesonic_opt.png

    ফাইলসনিক থেকে download later দিয়েছিলাম কিন্তু নামতে পরে আর রিজুম সাপোর্ট পাচ্ছি না। এটা হটফাইলে কাজ করেছে। ফাইলসনিক এ কাজ করছেনা কেন বলতে পারেন?? স্ক্রিন সর্ট দেয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারছি না। কমেন্টে স্ক্রিন সর্ট কেমনে দেয়??

    তাড়া তাড়ি উত্তর দিবেন আশা করি।

    ধন্যবাদ।

    আমি আপনার কথা বুজতে পারছি…… (. দেওয়া আর না দেওয়া কোন বিশেষ কিছু না , আপনি চাইলে দিতে পারেন আর না দিলেও সমস্যা হয়না)

    ফাইলসনিকে কাজ হয় …….. আমারও প্রথম দিকে আপনার মত সমস্যা হত ফাইলসনিকে । কিন্তু এখন আর হয় না । এখন আমি রিজিউম সাপোর্ট পাই সবসময় ফাইলসনিক থেকে ।

    কিন্তু একটু কাজ করতে হয় সে জন্য………. কমেন্ট করে বুজানো সম্ভব না ……. কি করে বুজাই আপনাকে ?

    ভাই এক কাজ করেন ফাইলসনিক নিয়ে একটা পোস্ট দেন। আমার যেহেতু সমস্যা হয়েছে তাই আমার বিশ্বাস আরও অনেকেরও হয়তো হয়েছে বা হবে। আগে যেই সমস্যাটা বলা হয়নি তা হল ফাইলসনিক থেকে নামাতে গেলে প্রতি ১০ মিনিট পর পর ডাউনলোড স্পীড শুন্য হয়ে যায়। তার পর আবার রিজুম দিলে রিজুম হয়। কিন্তু পিসি বন্ধ করে ৩০ মিনিট পরে ছাড়লেও আর রিজুম হয় না। নতুন প্রিমিয়াম একাউন্টে লগইন করে আবার নতুন করে লিংক কেপচার করলে ডাউনলোড শুরু হয়।

    তাই আমার অনুরোধ ফাইলসনিক নিয়ে একটা পোস্ট দিয়ে দেশ ও দশের উপকার করে অশেষ সোয়াব ও নেকি হাসিল করেন।

    আমার অনুরোধ যদি রাখেন তাইলে আমার পোস্টে( একটাই পোস্ট আছে) গিয়ে একটু কষ্ট করে জানাইয়া আইশেন।

    ধন্যবাদ।

    (কিন্তু পিসি বন্ধ করে ৩০ মিনিট পরে ছাড়লেও আর রিজুম হয় না। নতুন প্রিমিয়াম একাউন্টে লগইন করে আবার নতুন করে লিংক কেপচার করলে ডাউনলোড শুরু হয় ) এই কথাটি আমি বলতে চেয়েছিলাম । নতুন লিঙ্ক যখন পাই তখন তো রিজিউম হয় তাই না ? ডাউনলোড তো আর প্রথম থেকে স্টার্ট হয় না ।
    তাহলে আর সমস্যা কি ? নতুন অ্যাকাউন্ট তো আমি প্রতিনিয়ত দিচ্ছি । নতুন অ্যাকাউন্ট দিয়ে একবার লগিন করলেই হয় ।

    কিন্তু ১০ মিনিট পর পর ডাউনলোড বন্ধ হয়ে যায়। তারপর pause করে আবার start দিলে আবার চালু হয়। এটা একটা সমস্যা। ডাউনলোড দিয়ে কি আর পিসির সামনে বসে থাকা যায়???? একটা কিছু নামাতে দিয়ে একটা মুভি দেখতে বসি মুভি শেষ হলে দেখি মাত্র ২-৩ % হয়ে ডাউনলোড থেমে আছে। মিজাজ পুরা খারাপ হইয়া যায়। এটার সমাধান কি????????

    10 মিনিট পর আমার কখনও পজ হয়নি……….. আমি কারও কাছ থেকে এই ধরণের সমস্যার কথা শুনিনি……. আপনার থেকে প্রথম শুনলাম …….. এটা মনে হয় আপনার idm এর সমস্যা …….. আপনার idm কি ফুল ভার্সন ?

    কিছুক্ষন পর পর ডাউনলোড স্পীড শূন্য হয়ে যায়। তারপর পজ করে আবার স্টার্ট দিলে শুরু হয়। আমার IDM ফুল ভার্শন। আপাদত ৬.০৩ ব্যবহার করছি। এর পরের গুলোর বিশ্বাস যোগ্য কোন ক্র্যাক খুজে পাইনি।

    ধন্যবাদ

    শুধু মাত্র ফাইলসনিকেই কিছুক্ষন পর পর ডাউনলোড স্পীড শূন্য হয়ে যায় কিন্তু হট ফাইলে কখনই স্পীড শূন্য হয় না। যদি আমার আইডিএম এ সমস্যা থাকত তা হলে তো দুই জায়গায়ই ঝামেলা করত তাই না????

    ধন্যবাদ।

    ভাই আমি এই ধরনের সমস্যার কথা এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম ………. যেহেতু আমি এখনও এই সমস্যাই পরিনি তাই বলতে পাচ্ছি না সমাধান কি হতে পারে ….. ?
    যদি উত্তর পাই তাহলে আপনাকে মেইল করে জানিয়ে দিব ?

ভাই আমার idm, full version নাই দয়া করে একটা free download link দেন না