জেনে নিন কিভাবে ইমু একাউন্ট ডিলেট করবেন! How To Delete IMO Account Permanently

আমাদের দেশে ইমু একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। যার মাধ্যমে ভিডিও কল, অডিও কল, মেসেজিংসহ আরো অনেক কিছু করা যায়। এই ইমু একাউন্ট এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যা আমরা অনেকেই জানিনা। কিন্তু আমাদের সকলেরই ইমুর গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানা দরকার। আজকের টপিকে আমি কিভাবে ইমু একাউন্ট ডিলিট করতে হয় এই সেটিংসটি নিয়ে আলোচনা করব।

আমাদের দেশের 90% শতাংশেরও বেশি মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইমু ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি না কিভাবে ইমু একাউন্ট ডিলিট করতে হয়। আপনাদের মধ্যে যারা ইমু একাউন্ট ডিলেট করতে পারেন না তাদের জন্য আজকের এই টপিকটি। চলুন, জেনে নেয়া যাক কিভাবে ইমু একাউন্ট ডিলেট করতে হয়

ইমু একাউন্ট ডিলিট করা একদম সহজ একটি কাজ। অনেক সময় আমাদেরকে কারনে অকারনে ইমো একাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর আপনি খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই যেকোনো ইমু একাউন্ট ডিলিট করতে পারবেন।

আরো পড়ুন:

ইমুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে? How To Change IMO background

যেকোনো নাম্বারে আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠান

ইউটিউবে তাড়াতাড়ি সফল হওয়ার উপায়

সেরা পাঁচটি গুগল এডসেন্সের বিকল্প প্ল্যাটফর্ম থেকে আয় করুন

কিভাবে  ইমু একাউন্ট ডিলেট করবেন

1. ইমু  একাউন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনি যেই ইমু অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

2. অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পর নিচের বাম পাশে আপনি একটি 3 ডট আইকন দেখতে পাবেন। এখন আপনি সেই 3 ডট আইকনটিতে ক্লিক করুন।
কিভাবে ইমু একাউন্ট ডিলিট করতে হয়
3. 3 ডট আইকনটিতে ক্লিক করার পর এখন সেটিংস (Settings) অপশনটিতে ক্লিক করুন।
কিভাবে ইমু একাউন্ট ডিলিট করতে হয়
4. সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেই অপশনগুলো থেকে আপনি প্রথম অপশন অর্থাৎ IMO Account Settings এই অপশনটিতে ক্লিক করবেন।
কিভাবে ইমু একাউন্ট ডিলিট করতে হয়
5. IMO Account Settings অপশনটিতে ক্লিক করার পর আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেই অপশনগুলো থেকে আপনি সবার নিচের অপশনটি অর্থাৎ Delete IMO Account এই অপশনটিতে ক্লিক করুন।

6. অপশনটিতে ক্লিক করার পর 0 ছাড়া আপনি আপনার ইমু নাম্বারটি এখানে দিবেন। ইমু নাম্বারটি দেওয়ার পর ডান পাশে উপরের দিকে একটি লাল কালার ডিলিট (Delete) অপশন দেখতে পাবেন।
কিভাবে ইমু একাউন্ট ডিলিট করতে হয়
7. এখন Delete অপশনটিতে ক্লিক করুন।

8. এখন একাউন্ট ডিলিট কনফার্ম করুন। সুতরাং দেখতে পাবেন ডিলিট হয়ে গেল আপনার ইমু অ্যাকাউন্টটি।

এতক্ষণে এটা আপনি শিখে গেছেন যে, কিভাবে একটি ইমু একাউন্ট ডিলিট করতে হয়। উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করলে আশা করি এখন থেকে আপনি খুব সহজেই যেকোনো ইমু একাউন্ট ডিলিট করতে পারবেন।

আশা করি, পোস্টটি পড়ে সকলেই উপকৃত হয়েছেন। কোন জায়গায় বুঝতে সমস্যা হলে নিচের টিউমেন্ট বক্সে জানাবেন আমরা যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করব -ধন্যবাদ

Originally Published: Learnnet24.blogspot.com

Level 0

আমি রিয়াজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

visit: bdonlinetips.com for make money onoine


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস